'আত্মবিশ্বাস'

in Incredible India4 days ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমাদের উত্তরবঙ্গে বেশ কয়েকদিন থেকে ভালই বৃষ্টি হয়েছিল। আবার গতকাল থেকে প্রচন্ড রোদ শুরু হয়েছে। একটানা বৃষ্টি সহ্য করা যায়, কিন্তু একদিনের রোদ যেন অসহ্য হয়ে যায়। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব 'আত্মবিশ্বাস' শব্দটি নিয়ে। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক:

angel-1384694_1280.png
Source

'আত্মবিশ্বাস' কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত। আত্মবিশ্বাস শব্দটির অর্থ হচ্ছে আমাদের ভিতরে থাকা শক্তি। আমাদের ভিতরে থাকা দক্ষতা। মানে এক কথায় বলতে পারি 'মনের জোর'। আত্মবিশ্বাস জিনিসটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কর্মজীবনে। শুধু কর্মজীবনের ক্ষেত্রে যে, এরকমটা তা কিন্তু নয়।

জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস এর বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ! সবাই যে, এই আত্মবিশ্বাসকে কাজে লাগায় এমনটা কিন্তু নয়। নিজের প্রতি একটা বড় ভরসাই হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী মানুষ কখনো বাস্তবতাকে ভয় করে চলে না। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষের মনে থাকে সৎ চিন্তা ভাবনা।

sacred-geometry-8604698_1280.png
Source

আমরা প্রত্যেককেই বিভিন্ন কর্মজীবনে যুক্ত আছি। তাই যেকোন কাজের ক্ষেত্রে দেখা যায়, আমাদেরকে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। সেটা ছোট সিদ্ধান্ত হোক বা বড় ধরনের। কিংবা আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে যারা কাজকে ভয় পায়। কারণ তাদের মাঝে কাজ করার কোন মনোবল নেই। অর্থাৎ আত্মবিশ্বাস নেই।

একজন সৎ আত্মবিশ্বাসী ব্যক্তি যেকোন প্রকার সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। কারণ যেকোন কাজের ক্ষেত্রে মনের জোর'ই হচ্ছে সব থেকে বড় বিষয়। মানুষ তো মানুষ'ই হয়। কিন্তু এই মানুষের রূপ কয়েক রকমের রয়েছে। যা সত্যিকার অর্থে ব্যাখ্যা করা সম্ভব নয়।

woman-7306978_1280.jpg
Source

আত্মবিশ্বাস এমন একটি শব্দ। যেটা আমাদেরকে সৎ পরিশ্রমের মাধ্যমে সফলতার দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ! ঐ যে বললাম না, কারো মাঝে সেই আত্মবিশ্বাসটা দেখা যায়, আবার কারো মাঝে দেখা যায় না। যেকোন কাজের ক্ষেত্রে বিপদ আসতেই পারে।

কারণ যেকোন কাজে যদি সফলতা খুব সহজেই পাওয়া যেত। তাহলে এই পৃথিবীর চিত্রটা পুরোটাই ভিন্ন রকম হতো।। ভালো-মন্দ নিয়েই তো মানুষের জীবন গঠিত। কিছু কিছু সময় চলার ক্ষেত্রে মানুষের জীবনে অনেক খারাপ সময় চলে আসে। কিন্তু সেই খারাপ সময়ে নিজের ভেতর আত্মবিশ্বাস রেখে কাজ করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একজন সৎ ব্যক্তির কাজ।

self-consciousness-8105584_1280.jpg
Source

নিজের ভিতরে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সর্বপ্রথম পিছুটান দূর করতে হবে। পিছুটান বলতে আশেপাশের মানুষের কান কথায় মন দিলে চলবে না। এই কানকথা মানুষকে একদম নিঃস্ব করে ফেলে। এজন্য অবশ্যই বলব এই কান কথায় মনোযোগ না দিয়ে আত্মবিশ্বাসের সাথে লড়াই করতে হবে। তবেই তো জীবন সার্থক এবং জীবনে অনেক সফলতা পাওয়া সম্ভব।

তবে জীবনের কিছু কিছু বিষয় আছে যেখানে মানুষ বড্ড একা হয়ে যায়। পাশে থাকার মত কাউকেই খুঁজে পাই না। বিশেষ করে এই সময়গুলোতে অনেক মানুষ আছে যারা থমকে দাঁড়ায়। কিন্তু হ্যাঁ! ঐ সময়ের অভিজ্ঞতা নিয়ে থমকে না থেকে মনের ভিতর আত্মবিশ্বাস রেখে জীবনে বাঁচতে হবে। আজকে এই পর্যন্তই ছিল।

ধন্যবাদ

Sort:  
Loading...
 3 days ago 

আপনি আজকে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। জীবনে চলতে হলে আমাদেরকে অবস্যই আত্মবিশ্বাসী হতে হবে। মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে। তবে আমার মনে হয় আত্মবিশ্বাস থাকা প্রয়োজন আছে জীবন।
কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে এবং আমাদেরকে অহংকারী করে গড়ে তুলতে পারে। আসলে সবকিছুর মাঝেই ব্যালান্স থাকা প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি।

 2 days ago 

আত্মবিশ্বাস শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই অবগত। ঠিকই বলেছেন আমাদের প্রত্যেকের জীবনেই আত্মবিশ্বাস কথাটি জড়িত রয়েছে। কারণ যে কোন কাজের ক্ষেত্রে মনের জোড়ই হচ্ছে সবথেকে বড় বিষয়।
তবে হ্যাঁ অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। কারণ অতিরিক্ত যেকোন কিছুই একসময় মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 days ago 

আত্মবিশ্বাস মানুষকে সাহস যোগায় অসম্ভবকে সম্ভব করে তোলে আত্মবিশ্বাস।। জীবনে অনেক ক্ষেত্রেই আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি যার ফলে জীবনে সফলতা অর্জন করতে পারে না।। সফলতা অর্জনের অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস।।

 2 days ago 

ভাই আমরা প্রত্যেকে এই আত্মবিশ্বাস করাটা সঙ্গে পরিচিত। আত্মবিশ্বাস শব্দের অর্থ হচ্ছে মনের জোর। যেকোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস রেখে কাজ করলে সেটা সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তবে হ্যাঁ অতিরিক্ত কোন কিছুই ভালো নাই। কারণ মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়।
আপনি একদম ঠিক বলেছেন ভাই সফলতার পেছনের একমাত্র হাতিয়ার হল আত্মবিশ্বাস।

 yesterday 

একদম ভাই আত্মবিশ্বাস মানে হচ্ছে মনের জোর আর মনের জোর যদি থাকে তাহলে আমরা যেকোনো জিনিসই অর্জন করে নিতে পারব।। আর হ্যাঁ অতিরিক্ত কোন কিছুই ভালো না।।

 2 days ago 

যদি আত্মবিশ্বাস থাকে তাহলে যেখানে যে কোন কাজ করেন না কেন সে কাজটি আপনি অবশ্যই করতে পারবেন তার জন্য আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

আত্মবিশ্বাস শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকটি পরিচিত। কারণ যে কোন কাজের ক্ষেত্রে আমাদের নিজের ভেতর আত্মবিশ্বাস থাকা উচিত। কারণ আত্মবিশ্বাস মানুষের মনের জোর কে দ্বিগুণ করে তোলে। এতে যে কোন কাজে সফলতা পাওয়া সম্ভাবনা বেশি থাকে।
এজন্য আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44