Incredible India monthly contest of June#1|What do we need to win?.

in Incredible India2 months ago
প্রথমেই আমি ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। কন্টেস্টের প্রতিটি প্রশ্ন আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমি চেষ্টা করব, আমার নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক:

beer-3444480_1280.jpg
Source

আমাদের এই ছোট্ট জীবনে কাজের কোন শেষ নেই। কিন্তু আমাদের এই জীবনে যত রকমের কাজ রয়েছে, সেই হিসেবে আমাদের কাছে সময় অতি নগণ্য। আমার কাছে মনে হয়, এ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই যেকোনো কাজে বিজয়ী হতে চায়।

1 According to you, what is the definition of a winner?

আমার কাছে তো বিজয় মানে, এক প্রকার নেশা। আমার মনে হয়, প্রত্যেকের মাঝেই যেকোন কাজের ক্ষেত্রে বিজয় হওয়ার একটা চাহিদা আছে। তবে হ্যাঁ! কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, নিজের সুখ বা নিজের বিজয়কে বিসর্জন দিয়ে অন্যের সুখ দেখতেও ভালো লাগে।

couple-1375125_1280.jpg
Source

সেই হিসেবে আমি উদাহরন দিতে পারি: বর্তমান সময়ের ছেলে এবং মেয়েদের ভালোবাসা। ছেলে হোক বা মেয়ে, উভয় ক্ষেত্রেই দেখা যায়। কোন না কোন সমস্যার কারণে তারা সারা জীবনের জন্য একে অপরের পরিপূরক হতে পারে না। হয়তো দেখা যায়, নিজের পরিবারের জন্য, না হলে কাছের আপনজনের জন্য। নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের সুখকে বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফুটায়।

এভাবে অন্যের মুখে হাসি ফোটাতে পারলেও মনের ভেতর একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়।সর্বশেষ এতোটুকু বলতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারাও এক প্রকার বিজয়।

2. To become a winner, which things make the vital part- brain skills or body strength? Justify your answer in each case!

পৃথিবীতে সবাই যেকোনো কাজে বিজয়ী হতে চায়। কিন্তু বিজয়ী হতে গেলে অবশ্যই নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে পরিশ্রম করতে হবে। যেকোন কাজের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে কাজটা শুরু করতে হবে। তবেই না, সেই কাজের সফলতা আসবে।

ai-generated-8788658_1280.jpg
Source

অনেকেই আছে যেকোন কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে না। এক্ষেত্রে দেখা যায়, কাজে সফল হওয়ার থেকে উল্টো বিপদ হয়। আমার কাছে মনে হয়, যেকোন কাজে বিজয় লাভের জন্য সৎ পথে পরিশ্রম করতে হবে। সেই সাথে নিজের মস্তিষ্ককে স্থির রাখতে হবে।

3. Describe a few points that can help us to reach our goals.

একটা অনুবাদ আছে না, একবার না পারিলে দেখো শতবার। সেরকম যেকোন কাজ করার সময় একবার ব্যর্থ হলে, তাই কি হয়েছে। দ্বিতীয়বার আবার চেষ্টা করে চালিয়ে যেতে হবে। সবাই জানি, আমরা প্রত্যেকে এই পৃথিবীতে একা এসেছি এবং একাই চলে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের সফল হওয়ার জন্য একাই পথ চলতে হবে।

man-5737858_1280.jpg
Source

আমাদের সমাজে অনেক ছোট এবং গরীব পরিবার আছে। দেখা যায়, তারা দিনেই উপার্জন করে, দিনেই খেয়ে শেষ করে। মাঝে মাঝে এমনটাও বলে, আজকে যা পাইছি তাই খাব। সৃষ্টি করতে চাইলে গতকালকে আবার খাবার জুটবে।

কিন্তু এভাবে জীবন চললে কখনো সফলতা আসবে না। আজকে যদি আমাদের ঘরে এক কেজি চাল থাকে, সেই এক কেজি চাল থেকে আমাদের চিন্তা করতে হবে। আগামীকালকে কিভাবে খাবো।

মানে দশ কথার এক কথা হলো, আমাদের প্রত্যেকেই আজকে খেলে আবার আগামীকালকে কি খাবো। সেটা আগে থেকেই চিন্তা করে রাখতে হবে। তবেই না জীবনে সফলতা আসবে। এজন্য বলতে পারি, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হলে অবশ্যই ধৈর্যের সাথে পরিশ্রম করতে হবে।

4. Which things should we follow and should avoid to win in the race of our lifestyle? Describe.

আমাদের মাঝে অনেক মানুষ আছে খুব কম সময়ে যেকোন কাজে বিজয়ী হতে চায়। হয়তো তারা কম সময়ে যেকোনো কাজে বিজয়ী হতে পারে। কিন্তু পরে দেখা যায়, সেই কাজ ভালো হওয়ার থেকে আরও বিপদ ডেকে আনে।

spot-862274_1280.jpg
Source

সত্যি কথা বলতে কি, আমাদের জীবনটা এতটাও সহজ নয়। যদি জীবনটা এতটাই সহজ হত, তাহলে অনেকেই খুব সহজে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারতো। এজন্য যেকোন কাজে সফল হওয়ার জন্য অবশ্যই নিজের মধ্যে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সৎ পথে পরিশ্রম করতে হবে।

কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে @mdshain111, @mukitsalafi ও sabus এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 months ago 

ধন্যবাদ আপনাকে আজকের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।। বিজয় কে না হতে চাই প্রতিটি মানুষ চায় বিজয় হতে কিন্তু হ্যাঁ অনেক সময় অন্যের খুশির জন্য নিজের অনেক কিছুই বিসর্জন দিতে হয়।। আপনি আরো চমৎকারভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন খুবই ভালো লাগলো।।

 2 months ago 

আমাদের জীবনে তো সুখ এবং দুঃখ মিলে গঠিত। তবে আমরা সব সময় নিজের বিজয়কে নিয়ে চিন্তা করি কিন্তু কিছু কিছু সময় দেখা যায় নিজের বিজয়কে বিসর্জন দিয়ে অন্যের সুখ দেখতেও অনেক ভালো লাগে। সত্যিই এই অন্যের খুশি এবং বিজয় দেখাও এক প্রকার বিজয়। আমার যতটুকু সম্ভব কন্টেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করেছি।

আপনার জন্যও শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 months ago 

একদম সঠিক বলেছেন সুখ এবং দুঃখ সব মিলিয়ে আমাদের জীবন।। সব সময় নিজে বিজয়ী হলেই যে আনন্দিত হওয়া যায় এরকমটা ভাবা ভুল।। অনেক সময় দেখা যায় অন্যের বিজয় দেখেও নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে।।

 2 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য এবং সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করার জন্যে। ভাই আমরা সকলেই বিজয়ী হতে চাই। কিন্তু খুব কম সময়ে। যেটি আপনি আমাদের বলেছেন। আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। কেননা সকলেই আমরা মনে করি বিজয় অর্জন করা বুজি খুব সহজ একটি কাজ। এই বললাম আর হয়ে গেলো।

কিন্তু বাস্তবে তা নয়। বিজয়ের জন্য করতে হয় হাজারো সংগ্রাম। অনেক কঠিন পথ পারি দিতে হয়। আর সবসময় সৎ পথ অবলম্বন করতে হয়। তাহলে সেই কাঙ্খিত বিজয় কখনোই আমাদের খারাপ বয়ে আনবে না। কিন্তু অল্পতেই বিজয় লাভ করলে সেই বিজয় সত্যি একদিন আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনবে।

ভালো লাগলো আপনার লিখা পড়ে। ভালো থাকবেন ভাই। শুভ কামনা রইলো।

 2 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাই বিজয় অর্জন করার সহজ ব্যাপার নয়। বিজয় অর্জন করার জন্য অবশ্যই সৎ পথে পরিশ্রম করতে হবে। আর এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এবং ধৈর্য। তবে মাঝে মাঝে নিজের বিজয়কে বিসর্জন দিয়ে অন্যের বিষয়ে দেখতেও ভালো লাগে।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপমও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মান্থলি কনটেস্টে অংশ গ্রহন করে নিজের মতামত ব্যাক্ত করেছেন। আপনার সাথে আমিও একমত যে পৃথিবীতে সবাই বিজয়ী হওয়ার চেষ্টা করে। তবে আমাদেরকে এসব ক্ষেত্রে ব্রেইনকে কাজে লাগিয়ে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের ব্যার্থ হলে পরাজয় স্বীকার না করে কঠোর পরিশ্রম এর মাধ্যমে বিজয়ী হতে হবে।
আপনি এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

 2 months ago 

আমরা কম-বেশি প্রত্যেককেই বিজয় অর্জন করতে চাই। সেটা যেকোন কাজের ক্ষেত্রে হোক।কিন্তু এই বিজয় অর্জন করতে গেলে অবশ্যই নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরতে হয়। তবেই না জীবনে বিজয় অর্জন করা সম্ভব।
তবে কিছু কিছু সময় আমার কাছে মনে হয়, নিজের বিজয়কে বিসর্জন দিয়ে অন্যের সুখ দেখতে ভালো লাগে।

সত্যি আপনার মন্তব্য করে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 months ago 

পরিবারের কথা চিন্তা করে আমি এই মুহুর্তেও আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন বিসর্জন দিচ্ছি ভাই।একদিকে কষ্ট লাগলেও তবুও মনে হচ্ছে পরিবারের মানুষ গুলো তো খুশি।ভেবে চিন্তে কাজ না করলে সে কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা কমে যায়।তাই কাজ করতে হলে সঠিকভাবেই করতে হবে।একবারে না পারিলে শতবার চেষ্টা করতে হবে।তাহলেই সফলতা ধরা দিবে।

 2 months ago 

আপনি ঠিক হয়ে ধরেছেন, কিছু কিছু স্বপ্ন নিজের পরিবারের জন্য বিসর্জন দিতে হয়। যদিও মন খারাপ হয় কিন্তু এক দিক দিয়ে আবার চিন্তা করলে ভালো লাগে। অন্তত নিজের পরিবারের মানুষরা তো ভালো থাকবে।

আমরা প্রত্যেকে যে কোন কাজে বিজয়ী হতে চাই। কিন্তু মাঝে মাঝে নিজের বিজয়কে বিসর্জন দিয়ে অন্য সুখ দেখতেও ভালো লাগে।

আপনার জন্য ও সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 months ago 

খুব সুন্দরভাবে প্রতিযোগিতার প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আসলেই ভাই। একবার না পারলে আমাদের বারবার চেষ্টা করা দরকার তাহলেই সফলতে ধরা দিবে। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আজ খাওয়ার পর কাল কি খাবো সেটাও আমাদের আগে থেকে ভাবতে হবে।মানে ভবিষ্যতের পরিকল্পনা অনেক দরকারী। আর শর্টকাট মেথডের প্রাপ্ত সফলতা বেশীদিন টিকে না। পরিশ্রম করে যে সফলতা আনা হয় সেটিই দীর্ঘস্থায়ী। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

আমার কাছে মনে হয়, প্রতিটি ব্যক্তির আজকে কিছু খেলে আগামীকালের হিসাব করে রাখা উচিত। উদাহরণস্বরূপ মনে করেন আমার কাছে আজকে ১০০ টাকা আছে। সেই ১০০ টাকা যদি একদিনে শেষ করে ফেলি তাহলে আগামী দিনে কিভাবে চলব।
হ্যাঁ ভাই যে কোন কাজে মানুষ একবারে সফলতা পায় না। একবার না পারিলে শতবার চেষ্টা করতে হবে।

আপনার জন্য ও শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58167.06
ETH 2592.42
USDT 1.00
SBD 2.44