Better Life With Steem | | The Diary Game | | 27 April, 2024
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় গতকালকেও সঠিক সময়ের মধ্যে ঘুম থেকে উঠেছি। তবে গতকালকে ঘুম থেকে উঠেই মায়ের মুখে একটা খুশির সংবাদ শুনেছি। সকালবেলা খুশির সংবাদ শুনে মনটা খুব ভালো হয়ে গেছিল। পরে দেখতে পেলাম আমাদের ছাগলের বাচ্চা হয়েছে।
কিছুদিন আগেও আমাদের গরুর বাচ্চা হয়েছিল। গতকালকে ছাগলের বাচ্চা হয়ে আবারো আমাদের পরিবারের আরো একটি সদস্য বেড়ে গেল। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করার পর তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। বর্তমানে সকালবেলায় রোদের যে তাপমাত্রা যা বলার মত নয়।
এদিকে মা সকালের নাস্তা খাওয়ার জন্য চিতই পিঠা বানিয়েছে। পরে ফ্রেশ হয়ে চিতই পিঠা খেয়েছি। তবে এরকম গরমের সময় চিতই পিঠা খেতে তেমন একটা ভালো লাগে না। নাস্তা খাওয়া শেষ করে দুপুরের খাবার সাথে নিয়ে ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে ল্যাবে পৌঁছে গিয়েছি। তবে গতকালকে যাওয়ার সময় একটু ছোট্ট ঝামেলায় পড়েছিলাম। কারণ রাস্তায় গাড়ি একটু সমস্যা করেছিল তবে বেশি একটা ঝামেলা হয়নি। ল্যাবে প্রবেশ করে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে সেরে নিয়েছি।
সকালবেলা কাজের কোন চাপ না থাকায় আগামী দিনের জন্য পোস্ট সাজিয়েছি এবং বন্ধুদের পোস্টে কমেন্ট করেছিলাম। গতকালকে বলতে গেলে মোটামুটি দুপুর পর্যন্ত অবসর সময় কাটিয়েছি। এর মাঝে কিছু সময় ফার্মেসিতে ছিলাম বাকি সময় মোবাইল চালিয়ে সময় পার করেছি। তবে সকালবেলা ল্যাবের কোন কাজ না থাকলেও ফার্মেসিতে মোটামুটি ভালোই ওষুধ বিক্রি হয়।
দুপুরে খাওয়ার সময় হয়ে গেলে খাবার খেয়ে নিয়েছিলাম। গতকালকে মা দুপুরের খাবার কি রান্না করে দিয়েছিল জানিনা। তবে বাটি খুলতেই দেখতে পেলাম আমার পছন্দের ডিম রান্না করেছে, সাথে কলমি শাক দিয়েছিল।
যেকোনো তরকারির সাথে আমার কলমি শাক খেতে খুব ভালো লাগে। খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট করেছি। বিকেলবেলা ডাক্তার আসার কথা ছিল। এজন্য স্যারকে কল দিয়েছিলাম যে, স্যার আসবেন কিনা। স্যারের সাথে কথা হওয়ার পর স্যার বলেছিল আসবে।
পরে রোগীর যেগুলো সিরিয়াল ছিল তাদেরকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলেছি। মোটামুটি বিকেল পাঁচটার দিকে ডাক্তার চলে আসলে এক এক করে রোগী দেখা শুরু করে। এদিকে আমারও ল্যাবের কাজ শুরু হয়ে যায়। মোটামুটি একটানা রাত ৯:০০ টা পর্যন্ত কাজ করেছিলাম। পরে কাজ শেষ হয়ে গেলে ল্যাব বন্ধ করে দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।
আমি পোস্টের শুরুতে বলেছিলাম ল্যাবে যাওয়ার পথে আমার গাড়ি একটু সমস্যা করেছিল। এজন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সার্ভিসিং দোকান থেকে গাড়ি ঠিক করে নিয়েছি। পরে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।
আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। পরে মা এবং আমি দুজনে মিলে একসাথে রাতের খাবার খেয়ে নিয়েছি। পরে আর বেশি রাত জাগিনি তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।
বাহ! কিছুদিন আগে গরুর বাচ্চা আর এখন ছাগলের? পরিবারের নতুন সদস্যের আগমনে সবারই মনই খুশিতে ভরে ওঠে। আমাদের কিছুদিন আগে নতুন সদস্যের জন্ম হয়েছিলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় হাঁটাহাটি করে স্নান সেরে সকালের খাবার খেয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হলেন। আপনার সারাদিনের কার্যক্রম খুব সুন্দরভাবেই উপস্থাপন করেছেন।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।
জ্বী ভাই! আপনি একদম ঠিক বলছেন। আমাদের পরিবারে দুইটি সদস্যরা আগমন হয়েছে।
আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যাক ভালো লাগলো আপনি এখন বাইকে করে আপনার অফিস যাওয়া আসা করেন শুনে। এই গরমে অন্তত আপনার যাত্রাটা আরামদায়ক হয়েছে।
আপনি ল্যাবের পাশাপাশি ফারমেসিতেও সময় দেন, এটা নিশ্চিত ভাবে আপনার ভবিষ্যৎ এ কাজে আসবে। ধন্যবাদ সুন্দর দিনালিপি শেয়ার করার জন্য।
জ্বী ভাই! বাইকে যাতায়াত করলে সময় মতো ল্যাবে পৌঁছাতেও পারি। আবার সময় মতো বাসায় আসতে পারি। আর এই গরমে যানবাহনে যাতায়াত করাটা খুব কষ্টকর হয়ে গেছে।
আমার পোস্ট পরে সুন্দর অভিনব ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মায়ের হাতে রান্না খুবই স্বাদ যেটা অনেকদিন ধরে অনেক মিস করছি। দুপুরে কি খাবার আপনার আম্মা টিফিন ক্যারিয়ারে সাজিয়ে দিয়েছিল সেটা আপনি জানেন না তবে যখন খেতে যান তখন দেখেন যে আপনার পছন্দের ডিম রান্না সাথে কলমি শাক।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে খুব ভালোভাবে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আমার মনে হয় ভাই প্রতিটি মায়ের হাতের রান্না, প্রতিটি সন্তানদের কাছে সব থেকে সেরা রান্না।
আপনার মন্তব্যগুলো পড়ে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।