আমার ঈদ এর কিনাকাটা

in Incredible Indialast year (edited)

IMG_20230410_133014.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।

আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের ক্লান্তির পর ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লিখতে বসলাম। আজকে খুবই রৌদ্রোজ্জ্বল একটি দিন ছিল এবং প্রচন্ড তাপমাত্রা ছিল তাই স্বাভাবিক ভাবেই ইফতারের পর শরীরটা একটু খারাপ। তাই ইফতারের পর বেশ কিছুক্ষণ বিশ্রাম শেষ করে একটু লেখালেখি করতে বসেছি আজ।

প্রতিদিন এর মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকের আমি আপনাদের শেয়ার করবো ঈদ এর কিনাকাটা করার অভিজ্ঞতা এবং ঈদ এর বাজার কিরকম জমজমাট ভাবে শুরু হয়েছে তারি কিছু কিছু ছবি।আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার আজকেই পোস্ট টা। আপনাদের ভালোলাগা খারাপ লাগা গুলো সকলেই মন্তব্য করে জানাতে ভুলবেন না।

JIT_20230408_134430_lmc_8.4.jpg

JIT_20230408_134415_lmc_8.4.jpg

প্রতি বছর রমজান মাসের শেষের দিক সকলেই ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সেই জন্য ঈদের বাজারে প্রচুর মানুষের কোলাহল এবং ভিড় জমে। সাধারণত ঈদের বাজারে সকলেই নতুন জামা কাপড় ও ব্যবহার সামগ্রী জিনিসপত্র কিনে থাকে। বছরে একটিবার ঈদ আসে মুসলিমদের জন্য। একমাস রোজা রাখার পর ঈদের এই দিনটি প্রত্যেকটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ঈদের আগে মুসলিমদের ভির লেগে যায় কেনাকাটা করার জন্য।

JIT_20230412_113649_lmc_8.4.jpg

আমিও দুইদিন আগে অল্প কিছু কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলাম যেহেতু ঈদের আরো বেশ কিছুদিন বাকি আছে তাই সামান্য কিছু কেনাকাটা করে চলে আসি কারণ কিছুদিন পরে আবারো কেনাকাটা করতে যেতে হবে।

JIT_20230408_134914_lmc_8.4.jpg

JIT_20230408_134746_lmc_8.4.jpg

মার্কেটে গিয়ে দেখতে পেলাম এখনও ঈদের অনেক দিন বাকি থাকা সত্ত্বেও বেশ জমজমাট ও কোলাহলপূর্ণ ভাবেই চলছে ঈদের কেনাকাটা সকলেই পরিবারের সাথে কেনাকাটা করতে এসেছে বিয়ে করতেছে বিভিন্ন কাপড়ের দোকান জুতার দোকান টুপি আতরের দোকান গুলোতে। রাস্তাতেও প্রচুর জ্যাম যেহেতু মানুষ বেশি সেহেতু জ্যাম হওয়াটাই স্বাভাবিক।
JIT_20230412_124714_lmc_8.4.jpg

এত জ্যাম ও জনসমাগম এরমাঝেই সামান্য কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসি। তেমন কিছু কেনা হয়নি একটি শার্ট, একজোড়া জুতা, টুপি ও আতর কিনা হয়েছে শুধু। যেহেতু ঈদের আরো বেশ কিছু দিন আছে বাকি কেনাকাটা গুলো কয়েকদিন পরেই করব।
JIT_20230408_140153_lmc_8.4.jpg

আরো অনেক কিছুই কেনার বাকি ছিল যেমন পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, ঘড়ি ইত্যাদি। আবারও আপনাদের সাথে দেখা হবে বাকি কেনাকাটা করার পোস্ট নিয়ে

তোতক্ষন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ সকলকে।

Sort:  
Loading...
 last year 

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। মুসলমানদের জন্য ঈদ হচ্ছে সবচাইতে বড় উৎসব।

আমাদের মাঝে দীর্ঘ একটা বছর পরেই রমজান মাস আসে, দীর্ঘ ৩০ দিন রোজা রাখার পরেই আমাদের সেই কাঙ্খিত দিন, ঈদুল ফিতল আমাদের মাঝে এসে উপস্থিত হয়। আমরা সেই দিনটাকে খুব সুন্দর করেই যাক-যমভাবে উদযাপন করে থাকি।

আপনি ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে আপনি অস্বস্তি বোধ করছেন। কারণ সবাই ঈদের কেনাকাটার জন্য, বাজারে এসে ভিড় জমাচ্ছে।

যেহেতু ঈদ সবাই কেনাকাটা করবে এটাই স্বাভাবিক। তবে বর্তমানে গরমের যা অবস্থা। ঘর থেকে বের হওয়াটাও মুশকিল কিন্তু, তারপরেও ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে তো যেতেই হবে।

খুবই ভালো লাগলো আপনার ঈদের কেনাকাটার আজকের লেখাটি। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

জ্বী ভাই ঈদের আর বেশিদিন বাকি নেই। আমাদের সবার উচিত আপনার মত ঈদ মার্কেট আগে ভাগেই সেড়ে নেয়া। বর্তমান মার্কেট গুলো অনেক কোলাহল পূর্ণ।
ধন্যবাদ ঈদ মার্কেট নিয়ে আপনার লিখনি উপস্থাপন করার জন্য।

#miwcc

ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও মানুষজন ইতিমধ্যেই ভীড় জমিয়েছে কাপড়-চোপড়ের দোকানগুলোতে।

আর সেই ভীড়ের কিছুটা আমেজ আমি আপনার পোস্টটিতেও দেখতে পাচ্ছি।

গতকাল আমিও বাজারে গেছিলাম হালকা কিছু কেনাকাটা করতে, পোস্ট করার উদ্দেশ্যে কিছু ছবিও তুলে রেখেছি আমি।তবে আমি আশায় আছি শপিং কম্পিলিট করে তারপর একসাথে সেগুলোকে তুলে ধরবো আপনাদের সামনে।

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68516.58
ETH 3713.75
USDT 1.00
SBD 3.74