আমার ঢাকা ভ্রমণ
হ্যালো বন্ধুর,
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
সারাদিনের প্রচন্ড গরম এর ক্লান্তি শেষে ক্লান্ত শরীরে ইফতার শেষ করেন বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর খুবই ক্লান্ত শরীর নিয়ে লিখতে বসলাম। আজকের দিনে প্রচন্ড তাপমাত্রা ছিল আজকের দিনের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রী সেন্টিগ্রেডেরো বেশি। প্রচণ্ড তাপমাত্রার মধ্যে খুবই খারাপ একটা দিন কেটেছে আজকে সে কারণেই শরীরটা প্রচুর ক্লান্ত নিজেকে নিস্তেজ নিস্তের লাগতেছে তবুও লিখতে বসলাম।
প্রতিদিন এর মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শেষবার আমার ঢাকা ভ্রমণের এবং ঢাকাতে অবস্থান করা বেশ কিছুদিনের অভিজ্ঞতা। ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি জনবহুল শহর ঢাকাতে বসবাস করা খুবই কষ্টসাধ্য কাজ যানজট শব্দ দূষণ পরিবেশ দূষণ এই সব কিছুকেই সঙ্গে নিয়ে ঢাকাতে বসবাস করতে হয়।
আমি মুলত ঢাকায় গিয়েছিলাম আমার কলেজের একটি কাজের জন্য ঢাকাতে গিয়েই আমি কলেজের এক বড় ভাইয়ের বাসায় উঠে। কাজের কারণে সেখানে আমাকে ৫-৬ দিন অবস্থান করতে হয়েছিল। পাঁচ ছয় দিনে কাজের পাশাপাশি ভাইয়ের সাথে বেশ ঘোরাঘুরি করা হয়েছে ঘোরাঘুরি সময় বেশকিছু ছবিও তুলে নিয়েছিলাম ফোনে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
এই ছবিগুলো তোলা হয়েছিল ভাইয়ের রুম থেকে কিছুটা দূরে একটি মাঠ আছে খেলার মাঠ। বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে সেই মাঠে গিয়ে কিছুক্ষণ বসে ছিলাম, সেখানে বসে থাকে সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম ঢাকা শহরে এত জনগণের ভিড়ে বড় বড় অট্টালিকা এর ভিড়ে এরকম সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ পাওয়া খুব কষ্টসাধ্য।
যেহুতু রুম থেকে অল্প একটু দূরেই এরকম পরিবেশ পেয়ে গেলাম তাই সম্পূর্ণ বিকালটা সেখানে বসেই কাটিয়ে দিয়েছিলাম এবং সেই সময় আশেপাশের পরিবেশ টা আমার ফোনে ছবি তুলে নিলাম।
ছবিতে দেখা যাচ্ছে নিরিবিলি সবুজ মাঠের পরে ইট পাথরে গড়া বড় বড় বিল্ডিং।
এই ছবি দুটি তোলা হয়েছে ওভার ব্রিজের উপর থেকে ছবিতে দেখা যাচ্ছে ব্যস্ত শহরে আলোচিত। ছবি দেখেই বোঝা যাচ্ছে শহরটা প্রচুর ব্যস্ত। কেউ কারো দিকে লক্ষ করার সময় তবুও পর্যন্ত নেই যে যার যার মত তাঁর তার গন্তব্যের দিকে যাচ্ছে।
এই ছবিটা তোলা হয়েছে রাতের বেলা যখন রিক্সা করে রাতের ঢাকা শহর উপভোগ করছিলাম। রাতের ঢাকা শহর আসলেই খুবই ভালো লাগে। সারাদিনের ভির ক্লান্তি যানজট ও বিকট শব্দের পর রাতের বেলায় শহরটা একটু নিস্তব্ধতার রূপ নেয়। আর মানুষের রিক্সা করে রাতের ঢাকা শহর উপভোগ করতে বেরোয় ঢাকা শহরকে রিকশার শহর ও বলা হয়।
আর বেশি কিছু লিখছি না
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
অনেক সুন্দর একটি মজাদার মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপনি ঢাকায় গিয়েছিলেন এবং আপনার বড় ভাইয়ের সাথে ওখানে পাঁচ ছয় দিন ছিলেন এবং সেখানে থেকে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা ভ্রমণ করেছেন এবং তার কিছু ছবি আপনি উঠিয়েছেন এবং সেটি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে ছবিগুলো দেখে অনেক ভালোই লাগছে।
আর হ্যাঁ অবশ্যই বর্তমানে আমাদের দেশে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যেও এমন ঘোরাঘুরি আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তারপরও আপনি এই মুহূর্তটি মিস করতে চাননি যার জন্যই আপনি আপনার বড় ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলেন অনেক ভালো লাগলো আপনার এই ছবিগুলো দেখে ছবিগুলো আসলে অনেক ভালো লাগছে।
#miwcc
Dhaka es un hermoso lugar donde pudiste compartir con tu hermano mayor se ve que es un ciudad muy bonita de noche se ve que la pasaste súper bien esos días. Saludos y bendiciones.🤗
প্রতিটা মানুষের কিছুটা আনন্দের মুহূর্তে থাকে যাক আপনার কিছুটা আনন্দ মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
#miwcc
ঢাকা একটি ব্যস্ত নগরীর শহর ৷ সাধারনত ঢাকা শহরে অনেক কিছু রয়েছে দেখার মত জিনিস ঘুরাঘুরি করার মত জিনিস ৷ আপনি ঢাকায় বেড়াতে গিয়েছেন ৷ কয়েক দিন ঘুরাঘুরির পর অনেক জায়গা আপনি ভ্রমন করে নিলেন ৷
আর সাধারনত ঢাকায় প্রচন্ড গরম আর আপনি এই গরমে অনের কষ্ট করে তারপরও কিছু জায়গা ভ্রমন করলেন ৷ বেশ ভালোই লাগলো আপনার ভ্রমনকৃত কিছু জায়গা দেখে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
আপনি আমাদের প্রিয় শহর ঢাকায় ঘুরতে গিয়েছেন,,, সেখানে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা,,,আপনি ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন।
ঢাকা শহর আসলে আমাদের দেশের রাজধানী ঢাকা,,, শহরের সৌন্দর্য বিশেষ করে রাতে বেশি উপলব্ধি করা যায়।
বর্তমান সময়ে ঢাকা শহরের প্রচুর জ্যাম,,, কারণ মানুষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে,,, এবং গাড়ি-ঘোড়া বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে জ্যামের পরিমাণ।
আপনি দেখছি ঢাকা শহরের রাতেরও একটা ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে বিশেষ করে ঢাকা শহরের সৌন্দর্য,,, যদি কেউ দেখতে চায়,,,, তাহলে আমি তাকে অনুরোধ করবো বিশেষ করে রাতের বেলায় ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ঢাকা শহরের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা,,, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc