লজ্জাবতী’র লজ্জা পাওয়ার আসল রহস্য

in Incredible Indialast year
IMG_20230914_105958.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

হ্যালো বন্ধুরা
IMG_20230914_110001.jpg
রাস্তার পাশে কিংবা পুরনো দালান ঘেঁষে বা ছাদে জন্মাতে দেখা যায় লজ্জাবতী গাছ। এর পাতা কোনো কিছুর স্পর্শে নুয়ে পড়ে একেবারে নতুন বৌ এর মত তাই এর নাম হয়েছে লজ্জবতী। কিন্তু এই পাতার নুয়ে পড়ার একটা রহস্য আছে৷ আজ আমি লজ্জাবতী গাছের লজ্জা পাওয়ার কারন এবং এই গাছের গুনাগুন সম্পর্কে আলোচনা করবো।
লজ্জাবতীর লজ্জা পাওয়ার রহস্য
IMG_20230816_105925.jpg
IMG_20230816_105929.jpg

এ্যাসিটাইল কোলিন নামক রাসয়নিক পদার্থ কারনে লজ্জাবতীর পুরো দেহে তড়িৎ প্রবাহ তৈরী হয় যার কারনে এর যে পাতাকে স্পর্শ করা হয় শুধু সেই পাতা নুয়ে না পড়ে পুরো গাছেই নুয়ে পড়ে। মূলত সিসমোন্যাস্টিক মুভমেন্ট এর কারনে এর পাতা নুয়ে পড়ে। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে এর কান্ডের গোড়ায় বড় বড় কেষ পাওয়া গেছে এই কোষ কান্ডের গোড়ায় পানি জমা রাখার জন্য এর জন্য কান্ড ফোলা দেখা যায়।

কোষ গুলো যখন পানি দিয়ে ভর্তি থাকে তখন লজ্জাবতীর কান্ড ফোলা থাকে তখন এর পাতা উন্মুক্ত থাকে বা লজ্জা পায় না। যখন কারো স্পর্শ লজ্জাবতী’র উপর পড়ে তখন কোষগুলো থেকে পানি বের হয়ে যায় এবং এর সাথে খনিজ লবনও বের হয়ে যায়। যার কারনে লজ্জাবতী’র পাতা দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলার সাথে সাথে লজ্জাবতী'র কান্ড নুয়ে পড়ে এবং পাতার গুচ্ছ বন্ধ হয়ে পড়ে। এবং এটাই লজ্জাবতী’র লজ্জা পাওয়ার আসল রহস্য। সাধারণত দিনের আলোতে এর পাতা এবং কান্ড সজাগ থাকে সন্ধ্যা নামার সাথে সাথে এই গাছ নুয়ে পড়ে।

লজ্জাবতীর পরিচয়
IMG_20230914_110011.jpg
লজ্জাবতীর আরেক নাম হল লাজুক লতা। ফ্যাবেসিয়া পরিবারের বহিবর্ষজীবী সপুষ্পক গুল্ম আগাছা বা ভেষজ গাছ হল এই লজ্জাবতী। এর বৈজ্ঞানিক নাম ম্যামেসা। লজ্জাবতী লতা জাতীয় গুল্ম উদ্ভিদ। সাধারণত বর্ষাতে এই গাছ জন্মায় কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে সারাবছর লজ্জাবতী জন্মাতে পারে৷ এর কান্ড সবুজ রঙের পাতা লম্বা অনেকটা তেঁতুল পাতার মতো। গ্রীষ্ম বা বর্ষাতে এর ফুল ফোটে সাধারণত সাদা ও গোলাপি রঙের গোলাকার ফুল হয়।
IMG_20230816_105924.jpg

লজ্জাবতীর ইংরেজি নাম (sensitive plant)। এই গাছের আদি নিবাস ছিল মেক্সিকো কিন্তু বর্তমানে সার বিশ্বে এই লতা গুল্ম পাওয়া যায়। ১.৫ থেকে ২ ফুট উচ্চতা হলেও এর দৈর্ঘ মাপা বেশ কঠিন। লজ্জাবতী শাখা প্রশাখায় ভরা এবং পুরো শরীর কাটা যুক্ত। এবং এর ফল দেখতে চ্যাপ্টা। এর গোলাপি ফুল সচারাচর দেকা গেলেও সাদা ফুল খুব কম দেখা যায়। বাংলাদেশের সর্বোত্র দেখা মেলে।

লজ্জাবতী’র যত গুনাগুন
IMG_20230914_110001.jpg
IMG_20230914_105953.jpg
আবহমান কাল থেকে লজ্জাবতীর ব্যবহার বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। এর পুরো গাছেই ভেষজ গুণে ভরা। প্রকৃতির কোনো লতা পাত গাছ পালা অব্যবহৃত হয়। লজ্জবতী স্পর্শে লজ্জা পেলেও এর ভেষজ গুনাগুনে বেশ কার্যকরী।

দাঁতের রোগ সারাতে :লজ্জাবতীর মূল সহ কান্ড পানিতে সিদ্ধ করে সেই দিনে তিন বার কুলকুচি করলে দাঁতের মাড়ি ফোলা বা রক্ত পড়া বন্ধ হবে।

যৌন ক্ষতে লজ্জাবতীর ব্যবহার: যোনী ক্ষতের কারনে যে সমস্যা গুলো হয় তার সমাধানে লজ্জাবতীর পাতা কান্ড এবং মূল দুধ ও পানির সাথে ক্বাথ তৈরী করে নিয়মিত খেলে এবং সেই পানি দিয়ে যোন স্থান দৌত করলে যোনী পথের যে কোনো সমস্যা থেকে উপকার পাওয়া যায়। লজ্জাবতী’র বীজ থেকে তৈরী তেল লিঙ্গে আলতো ভাবে মালিশ করলে লিঙ্গের শৈথিল্য ভাব থেকে মুক্তি মেলে।

আমাশয় ও কোষ্ঠকাঠিন্য : পুরনো আমাশয় কিংবা কোষ্ঠকাঠিন্য রোগে লজ্জাবতী’র কান্ড এবং মূল পানিতে সিদ্ধ করে এর পানি নিয়মিত খেলে এই সমস্যা গুলো থেকে উপকার পাওয়া যায়।

এ ছাড়াও লজ্জাবতী’র ব্যবহার বদহজম, পেটফাঁপা, আলসার, এবং যেকোনো ক্ষত সারাতে লজ্জাবতীর গাছের রস বেশ উপকারি।

IMG_20230914_110012.jpg
IMG_20230914_110001.jpg
সতর্কীকরন: উপরে উল্লেখ্য চিকিৎসা ব্যবস্থা কোনো ভাবেই সঠিক চিকিৎসা হতে পারে না। একজন বিশেষজ্ঞ কিংবা চিকিৎসক এর পরমর্শ নেওয়ার অনুরোধ রইলো।

শেষকথা: বর্তমানে বন উজাড় এর কারনে বিভিন্ন উদ্ভিদ এর সাথে লজ্জাবতী গাছ আজ বিলুপ্তির পথে। এই গাছকে আমাদের সংরক্ষণ করা দরকার।

আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

I am a Bangladeshi my language is Bangla so I am quite comfortable writing in Bengali. So I will prefer to write my post in Bengali. Today in my post I have discussed about the Identity and herbal properties of sensitive plant.

Device name:Vivo Y21
Camera:13 megapixel
shot by:shasan705
Location:Bangladesh 🇧🇩

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 last year 

সুন্দর একটি লেখা উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।লজ্জাবর্তী গাছের আদি থেকে অন্ত, বিভিন্ন তথ্যই দিয়েছেন এবং এর ওষধি গুণাগুণ সম্পর্কেও আলোচনা করেছেন আবার সতর্কবার্তাও দিয়েছেন। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

আমিও এই লজ্জাপতি গাছ সম্পর্কে একটি পোস্ট লিখেছি বেশ কয়েকদিন আগে। সেখানে আমি এই গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আজকে আপনি আপনার পোস্টে এই লজ্জাপতির গাছ সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করেছেন যা আমার পোস্টের থেকেও অনেক সুন্দর ও পরিপাটি ভাবে উপস্থাপন করেছেন।

আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে লজ্জাবতীর উপকারিতার সম্পর্কে আলোচনা করার জন্য এবং সতর্কবার্তা দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান মতামতের জন্য এবং আরো ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।

 last year 

Welcome

 last year 

লজ্জাবতী গাছ সম্পর্কে আপনি অনেক তথ্য দিয়েছেন। এতটা আগে জানতাম না। শুধু জানতাম লজ্জাবতী গাছ ছোঁয়া পেলেই নুয়ে পড়ে ।কিন্তু এর ভেতরে যে পানি ও খনিজ লবণ থাকে এবং কোন স্পর্শের মাধ্যমে যে পানি আর খনিজ লবণ পড়ে যায় এটা আমার জানা ছিল না।

গাছটি একবার শখ করে আমি আমার বারান্দাতেও লাগিয়েছিলাম। বেশ সুন্দর লাগে দেখতে ।কিন্তু অত্যন্ত কাটা যুক্ত হওয়ায় পরবর্তীতে গাছটি কেটে ফেলে দেই।আপনার লেখায় এর অনেক উপকারিতা সম্বন্ধে জানলাম। সত্যিই খুব ভালো লাগলো লেখাটি ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটা মতামতের জন্য।

লজ্জাবতী গাছটি দেখতে অনেক ভালোই লাগে কারণ এর গায়ে হাত দিলে এরা অটোমেটিক বুঝে যায়।এই গাছটি অনেক দেখেছি কিন্তু কোন ও সময় এই গাছের ফুল দেখি নি । আপনার পোস্ট টি তে আমি ফুল ও দেখতে পেলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান মতামতের জন্য এবং আমার পোস্ট পড়ার জন্য।

 last year 

আজকে আপনার পোস্ট পড়ার মাধ্যমে আমি বুঝতে পারলাম। লজ্জাবতী কেন নতুন বউয়ের মত লজ্জা পেয়ে থাকে। আসলে আমি এই বিষয়টা মোটেও জানতাম না,,, আজকে জানতে পারলাম।

আপনি আমাদের সাথে আরো আলোচনা করেছেন লজ্জাবতী গাছের ঔষধি গুনাগুন সম্পর্কে। যেগুলো সম্পর্কে আমি আগে কিছুটা অবগত ছিলাম।আজকে আপনার পোষ্ট পড়ার পর,, বিস্তারিত আরো জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70