জিরার আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা।

in Incredible India10 months ago (edited)
photo-1600791102844-208e695205f6.jpeg

Source

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

সবাইকে শুভেচ্ছা।
photo-1609324160773-7f3cfacc27ac.jpeg

Source

রান্নায় ব্যবহৃত মশলাদির মধ্যে জিরা অন্যতম। রান্নার ঘ্রান ও স্বাদ বৃদ্ধিতে জিরার তুলনা নেই। আগের দিনে আমাদের মায়েরা ভাঁটায় মশলা ভাঁটাতে জিরাও ভাঁটা হত। কিন্তু বর্তমানে প্রায় বেশির ভাগ সময়ে রান্না জিরাগুঁড়াই ব্যবহার হয়। গুঁড়া জিরা থেকেও ভাঁটা জিরাতে ঘ্রান বেশি হয়।জিরা রান্না ছাড়াও গ্রামে অনেকে পিঠা তৈরিতে এই জিরা ব্যবহার কর। তবে জিরা যে শুধু রান্নায় ব্যবহৃত হয় তা কিন্তু না জিরার অনেক স্ব্যাস্থ গুনাগুন। জিরা আমাদের আমাদের দেহের জন্য অতন্ত্য উপকারী একটি মশলা তবে রান্নায় ব্যবহারের পাশাপাশি জিরা কাঁচা খাওয়া হলেও অনেক উপকার পাওয়া যায়।

অনেক প্রাচীন কাল থেকে জিরা বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। জিরার ঘ্রান কুব ঝাঁঝালে হয়ে থাকে৷ জিরার অনেক পুষ্টি গুনও রয়েছে। এতে রয়েছে প্রোটিন, আঁশ, ভিটামিন বি, ভিটামিন ই, লোহ্য, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এছাড়াও জিরাতে অনেক পরিমানে ফাইবার রয়েছে। জিরা রান্নায় ব্যবহারে যেমন স্বাদ বাড়ে তেমনি রান্নার পুষ্টি গুনও বৃদ্ধি পায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় জিরা রাখলে আমাদের অনেক উপকারে আসবে।

জিরার উপকারিতা
photo-1601723897386-e5df0c749fb7.jpeg

Source

গ্যাস্ট্রিকের সমস্যায় জিরা অতন্ত্য কার্যকরী। জিরার তৈরি চা খেলে পেট ব্যথা কমবে হজম শক্তি বৃদ্ধি পাবে। গ্যাস্ট্রিকে পেট জ্বালাপোড়া করলে জিরার চা খেলে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে।

জিরাতে অনেক ফাইবার রয়েছে। তাই প্রতিদিন খালি পেটে সকালে কিছুটা জিরাগুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে যাদের কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা রয়েছে তারা এই রোগ থেকে মুক্তি পাবে। জিরা পানি খেলে পাইলসের ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায়।

পর্যাপ্ত ঘুমের অভাবে মানুষের মস্তিষ্কের উপর ব্যাপক প্রভাব পড়ে। এতে সারাদিন মেজাজ খিটখিটে থাকে মাথা ধরে থাক ইত্যাদি যদি রাতে ঘুম না আসে তাহলে কলার সাতে জিরা গুঁড়া মিশিয়ে খেলে এ সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে।

জিরার মধ্যে বিদ্যমান এন্টি বয়াজট্যারিয়াল ও এন্টি ইনফ্লেমটরি প্রোপাটিজ ঠান্ডা লাগা ও জ্বরের প্রকোপ কমাতে অনেক ভূমিকা রাখে এবং শরীরে রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে ভাইরাল ফিবার এবং সংক্রাকম নানা বিদ কষ্ট থেকে রক্ষা করে।

জিরায় আয়রন এর পরিমান পর্যাপ্ত থাকায় হিমোগ্লোবিন বাড়াতে সহয়তা করে ফলে দেহে রক্তশূন্যতা দূর হয় ও দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জিরা পানি গরম কালে পানি শূন্যতা দূর করতে সহযোগিতা করে।

জিরার অপকারিতা

photo-1676619357571-b4f086f81299.jpeg

Source

  • যে কোন জিনিস অতিরিক্ত ভালো ফল বয়ে আনে না। তাই নিয়ম মত খাওয়া উচিত সেইটা খাবার হোক বা ঔষধ। অতিরিক্ত জিরা খেলে রক্ত তরল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। অতিরিক্ত খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।

  • জিরা অতিরিক্ত খেলে এটি রক্ত শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে ফলে রক্ত চাপ কমে যাওয়ার সম্ভবনা থাকে।

  • জিরার তেল বেশি ব্যবহারে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হতে পারে। তাই ব্যবহারের বেলায় নিয়মতান্ত্রিক অনুযায়ী ব্যবহার করা উত্তম।

সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the amazing health benefits of Cumin.

Sort:  
 10 months ago 

জিরা আমাদের রান্নার কাজে ব্যবহৃত মসলার মধ্যে অন্যতম। আজকে আপনি সেই জিরা নিয়েই লিখেছেন একটি অসাধারণ পোস্ট। আপনি এখানে জিরা খাওয়ার উপকারিতা নিয়ে খুবই বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। এরই সাথে আপনি জিরার কিছু ক্ষতিকর দিকও উল্লেখ করেছেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

Hello, @shasan705

জিরার আশ্চর্যজনক স্ব্যাস্থ উপকারিতা।

  • সঠিক: জিরার আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা।

অনুগ্রহ পূর্বক, এটি সম্পাদনা করে দিন।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 10 months ago 

জিরা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নতুন করে অনেক কিছু জানলাম ও শিখলাম। আশা করি ভবিষ্যতেও এমন তথ্যবহুল পোষ্ট আমাদের মাঝে তুলে ধরবেন। শুভকামনা রইলো।

 10 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

Loading...
 10 months ago 

জিরা এমন একটি মসলা জাতীয় জিনিস যা তরকারিতে বা পানে মসলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ৷ আমি আবার পানের সাথে জিরা মসলা খেতে খুবই পছন্দ করে থাকি ৷ জিরা মসলা একটি সুগন্ধি জাতীয় মসলা ৷ সবজীতে ব্যবহার করা হয়ে থাকে ৷ আর তার পাশাপাশি স্বাস্থ্য উপকারিতায় ভরপুর এই জিরা মসলা ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

আজকে আপনি আমাদের সাথে জিরার উপকারিতা নিয়ে পোস্ট শেয়ার করেছেন যা দেখে এবং উপকারিতা সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। আপনার পোস্ট গুলো পড়ে অনেক কিছু জানতে পারি তাই আপনার নতুন নতুন পোস্ট এর জন্য অপেক্ষা করি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন‌।

 10 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

 10 months ago 

জিরার পানি স্বাস্থ্যের জন্য ভালো। এতো টুকু জানি।তবে আজকে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু ই জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

জিরা বা জিরার গুঁড়া ছাড়া মানুষের তরকারি রান্না হয় না যে কোন তরকারিতে জিরা মসলা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তার আজ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি তুলে ধরেছেন স্বাস্থ্য উপকারিতা আমরা বিভিন্ন জিনিসের মধ্যে খুঁজে পাই এবং তাইতো আমরা সেই জিনিসটি খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। খুবই ভালো লাগছে পোস্টটি পরিদর্শন করতে পেরে অনেক কিছু জানতে পারলাম বলে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39