করঞ্জা গাছের পরিচিতি ও এর ভেষজ গুনাগুন।

in Incredible Indialast month

IMG_20240424_160843.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

সবাইকে স্বাগতম
IMG_20240322_151518.jpg
IMG_20240322_151303.jpg

এই গাছের যে ফল রয়েছে শৈশবে ভাবতাম হয়তো এ গুলে বুনো শিম যা খাওয়া যায় না৷ অনেক সময় এর ভিতরের বীজ মুখে দিয়ে দেখতাম যার স্বাদ ছিল অনেক তেতো। শৈশবে এই গাছের ফল অনেক খেলাধুলা করেছি। যদিও শিমের মত এই গাছের ফলের উপরের আবরন নরম নয়। এটি বেশ শক্ত এর ভিতরে একটি অথবা দুটি বীজ থাকে যা থেকে এর বংশবৃদ্ধি হয়। যদিও এ গাছের নাম আমার জানা নাই তবে গুগলের সাহায্যে এ গাছের নাম জানতে পেরেছি করঞ্জা। আজ এ গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে।

IMG_20240424_160829.jpg
IMG_20240424_160740.jpg

এই গাছের ফুলের সৌন্দর্য অতুলনীয় ছোট আকারের হালকা বেগুনি রঙের ফুল। ফুল ফোটার মৌসুমে যখন নতুন পাতার সাথে এই ফুল ফুটে তখন এর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় সাজানো থাকে এই করঞ্জা গাছের ফুল। ফুল ফোটা শেষে থোকায় থোকায় ফল ধরে। ফল দেখতে অনেকটা শিমের মতো তবে উপরের আবরন বেশ শক্ত। এর ভিতরে একটি অথবা দুইটি ফল থাকে।

IMG_20240424_160707.jpg

করঞ্জা গাছ একটি চিরসবুজ বর্ষজীবী বহু ডাল বিশিষ্ট উদ্ভিদ। এই সাধারণত প্রাকৃতিক ভাবে জন্মায়। ছায়া যুক্ত স্থানে এ গাছ বেশি জন্মায়। করঞ্জার বীজ এক ধরনের তেল বীজ। অতীতে এই গাছের বীজ দিয়ে তেল উৎপাদন করা হত। যা দিয়ে আয়ুর্বেদীক চিকিৎসায় ব্যবহৃত হতো। তবে বর্তমানে এর বীজ থেকে তেল উৎপাদন করা হয় কিনা তা জানা নেই। তেল ছড়াও এ গাছের অনেক ভেষজ গুনাগুন রয়েছে এর পাতা, বাকল, বীজ ইত্যাদির মধ্যে রয়েছে অনেৃ ঔষধি গুনাগুন।

IMG_20240424_160728.jpg
IMG_20240424_160717.jpg
আমরা এখন এর ভেষজ গুনাগুন সম্পর্কে জানবো।

এ গাছের তেল বাতের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং বিভিন্ন পুরনো ব্যাথায় মালিশ হিসাবে ব্যবহার করা হয়।

করঞ্জা গাছের বাঁকল অর্শরোগের জন্য বেশ কার্যকরী। এর বাকলের রস মিষ্টি তবে রস বের করার সাথে সাথে খেতে হবে তা না হলে এটি তিতা ঝাঁজালো হয়ে যায়। তাই বাঁকলের রস নেওয়া মাত্রই পান করে নিতে হবে।

ব্রঙ্কাইটিস ও হুপিং কাশিতে এ গাছের বীজের চূর্ন ভালো কাজ করে। জ্বর সারাতেও বীজ চূর্ন উপকারী ভূমিকা রাখে। এছাড়াও এর বীজ পুরুষের অন্ডকোষ এর পানি জমা রোধ করে ও মহিলাদের যেকোন যৌন সমস্যার জন্য অনেক উপকারী।

করঞ্জার পাতা কৃমিনাশক, ডায়রিয়া, পেটফাঁপা, হজম বৃদ্ধিকারক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগের জন্য বেশ কার্যকরী।

এর বাকল চর্ম ও আলসার রোগের জন্য অনেক ভালো কাজ করে। এ গাছের মূলের পেস্ট দাঁত ও দাঁতের মাড়ির জন্য অনেক ভালো কাজ করে।

এর বীজ কৃমিনাশক ও রক্তবর্ধক হিসাবে ভালো কাজ করে। এর পাতার রস কাটা জায়গায় ব্যবহারে রক্ত পড়া বন্ধ হয় ও ব্যাথা দূর করতে সহায়তা করে। বীজের তেল জয়েন্টের ব্যাথায় মালিশ করলে বেশ আরাম পাওয়া যায়।

এর তেল জিংক অক্সাইডের সাথে মিশিয়ে খোস পাঁচড়ায় দাদা, একজিমায় ব্যবহার করলে দ্রুত সেরে উঠে।

আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I like to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the introduce and helth benefits of Dalbergia reniformis.

Device name:Vivo Y21
Camera:13 megapixels
Shot by:@shasan705
Location:Bangladesh 🇧🇩
Sort:  
 last month 

আপনাদের আশেপাশে এমন অনেক গাছ রয়েছে যাদের গুনাগুন রয়েছে তবে সেটার ব্যবহার সম্পর্কে আমরা জানি না। যেমন আজ আপনি করঞ্জা গাছের ফটোগ্রাফি ও গুনাগুন সম্পর্কে আলোচনা করেছেন। এর রস কাটা জায়গায় লাগালে সেটা উপকারে আসে সেটা জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে সুন্দর ও তথ্য বহুল পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

Loading...
 last month 

করঞ্জা গাছের গুনাগুন সম্পর্কে আমাদেরকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফটো গুলো কি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

করঞ্জা নামটা নতুন শুনলাম। গাছটি আমি কোনদিন দেখিনি ।তবে করঞ্জা গাছের ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে। একটা নতুন গাছের সাথে পরিচিত হয়ে বেশ ভালোই লাগলো। করঞ্জা গাছের উপকারিতা জেনে বেশ আমার ভালোই হল। করঞ্জা গাছ দেখছি অনেক রোগের জন্যই উপকারী। আপনার এত ভালো পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

করঞ্জা গাছটি সম্পর্কে আমার পূর্ববর্তি কোন ধারণা নেই। আপনার পোস্ট থেকে এর অনেক গুণাগুন সম্পর্কে জানোট পারলাম। আসলে আমাদের চারপাশেই এত উপকারী উদ্ভিদ আছে যা আমরা অনেকে জানিও না। অনেকে হয়তো গাছটি চিনেন কিন্তু এর উপকারিতা সম্পর্কে অবগত নয়। এর ফুল গুলো যেমন সুন্দর তেমনি এর গুণাগুণও অনেক। আপনাকে অনেক ধন্যবাদ করঞ্জা গাছের গুণাগুণ সম্পর্কে আমাদের জানানোর জন্য। ভালো থাকবেন।

 27 days ago 

এই গাছ আমাদের বাড়ির পাশে রয়েছে কিন্তু আমি জানতাম না, এই গাছের নাম করঞ্জা আজকে আপনি আমাদের সাথে এই গাছের বেশ কিছু ফটোগ্রাফি এবং ভেষজ গুণাগুণ সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। আল্লাহ তা'আলা এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি তৈরি করেছেন, সবটাই কিন্তু মানুষের উপকারের জন্য। আমরা হয়তোবা তার সঠিক ব্যবহার করতে জানিনা। ধন্যবাদ চমৎকার গাছের ফটোগ্রাফি এবং তার বেশি যে গুনাগুণ সম্পর্কে, আমাদের সাথে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58324.43
ETH 3144.10
USDT 1.00
SBD 2.38