মটমটিয়া ফুলের সৌন্দর্য ও এর উপকারিতা।

in Incredible India2 months ago
IMG_20240322_121411.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

প্রিয় পাঠক।
IMG_20240322_121434.jpg
IMG_20240322_121415.jpg

এখন গ্রীষ্মকালীন সময় চারদিক শুকনো পরিবেশ ধান ক্ষেতের আইলে মাঠের ধারে কত রকমের কত ধরনের বিভিন্ন বনফুল ফুটে। এগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয় দেখতেই চোখ জুড়িয়ে যায়। অনেক বনফুল এমনও আছে যাদের ঘ্রানে মন জুড়িয়ে যায়। বসন্ত থেকে শুরু গ্রীষ্মকাল পর্যন্ত বিভিন্ন রকমের বনফুল ফুটে থাকে তেমনি একটি ফুল হল মটমটিয়া। মটমটিয়া ফুলের অনেক ভালো সুঘ্রান রয়েছে।

IMG_20240322_121431.jpg

মটমটিয়া গাছ রাস্তার দু পাশে, ধান ক্ষেতের আইলে ও পুকুর পাড়ে জন্মাতে দেখা যায়। এই গাছের ডাল ধরে মোচড়ালে বা ভাঙলে মটমট আওয়াজ করে তাই হয়তো গাছের নাম রাখা হয়েছে মটমটিয়া। এর পাত হতে নিয়ে ঘষলে অনেকটা পুদিনা পাতার গন্ধ বের হয় তাই এ গাছের আরেক নাম বনপুদিনা এর পাতা দেখতেও অনেকটা পুদিনা পাতার মত দেখায়। অনেকে আবার একে বন তুলসী নামেও ডাকে।

IMG_20240426_110913.jpg
IMG_20240322_121439.jpg
IMG_20240322_121431.jpg
IMG_20240322_121407.jpg

মটমটিয়া গাছ সাধারণত ঝোপাকৃতির গাছ। এর পাতা গাঢ় সবুজ কান্ড নরম সোজা কান্ডের দুই পাশে পাতা বের হয়। ডাল ভাঙলে মটমট শব্দ করে ও প্রখর গন্ধ বের হয়। ফুল হালকা বেগুনি রঙের হয় মাঝে হলুদ রঙের বিন্দু বিন্দু থাকে। ফুল দেখতে মনে হয় যেন চুলের খোঁপা প্রতিটি পাতার গোড়ায় একটি করে ফুল বের হয়। বাংলাদেশের প্রায় সর্বোত্র এই গাছের দেখা মেলে। তবে এই অনেক ভেষজ গুনাগুন রয়েছে।

১। এর পাতা ও ফুলের রস হজমের সমস্যা দূর করতে বেশ কার্যকরী।

২। লিভারের সমস্যা লয় এর পাতা ও ফুলের রস খেলে অনেক উপকার পাওয়া যায়।

৩। মটমটিয়ার পাতা বেঁটে চর্ম রোগের স্থানে ব্যআহার করলে চর্ম রোগ ভালো হয়।

৪। এর পাতা চায়ের সাথে দিয়ে পান করলে টনিক হিসাবে কাজ করে শরীরে সতেজতা এনে দেয়।

৫। দেহের বাইরের যেসব পরজীবি সংক্রামন ছড়াতে পারে তাদের ধ্বংস করতে বেস লশ কার্যকরী এই মটমটিয়ার পাতা।

৬। মটমটিয়ার পাতা ও ফুলের রস কৃমি নাশক হিসাবে কাজ করে।

৭। বিষাক্ত পোকামাকড় এট কামড়ে বা কাটা ছেড়া গেলে এর পাতা থেঁতলে আক্রান্ত স্থানে লাগালে অনেক আরাম পাওয়া যায়।

৮। মুখের ব্রন দূর করার জন্য এর বেঁটে নিয়মিত ব্যবহার করলে ব্রনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

৯। গবাদিপশুর যদি কোথাও কোটে যায় বা ক্ষত হয় সেই স্থানে মটমটিয়র পাতা বেঁটে লাগালে ক্ষত দ্রুত সেরে যায়।

১০। যাদের দাদ রয়েছে তারা এই পাতা বেঁটে দাদের উপর লাগালে দাদ ভালো হয়।

বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখ্য চিকিৎসা পদ্ধতি ব্যবহার আগে একজন বিশেষজ্ঞ এর পরামর্শে ব্যবহার করা জরুরি। অনেক সময় এই সব ভেষজ উদ্ভিদ কারো কারো ক্ষেত্রে বিপদের কারন হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শে নিবেন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about The beauty of bushy matgrass flower and its benefits

Device name:Vivo Y21
Camera:13 megapixels
Shot by:@shasan
Location:Bangladesh 🇧🇩
Sort:  
 2 months ago 

এই গাছ আমি রাস্তায় চলার পথে অনেকবারই দেখেছি।তবে এই গাছের নাম সম্পর্কে কোন ধারনাই ছিল না আমার। এর নাম যে মটমটিয়া গাছ এই প্রথম জানলাম আমি।
মটমটিয়া গাছ নিয়ে আপনি বিস্তারিতভাবে লিখেছেন। আপনার এই পোস্ট পড়ে আমার মগো অনেকেই উপকৃত হবেে।
চমৎকার এই লেখাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Loading...
 2 months ago 

আপনি আজকে মটমাটিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আর সাধারনত আমরা এই ফুল কে কালা কেচেরাই ফুল নামে চিনে থাকি ৷ আর এই ফুল গুলো বাড়ির আশেপাশে দেখা যায় তবে এই ফুলের ঔষুধি গুনাগুন রয়েছে অনেক গুলো ৷ ছোট বেলায় এই ফুলের ব্যবহার দেখেছি যখন হাত কাটা যায় তখন এই গাছ গুলো বেটে কাটা যুক্ত স্থানে লাগিয়ে দিলে রক্ত পরা বন্ধ হয়ে যায় খুব তারাতারি ৷

তাছাড়াও এই মটমটিয়া ফুলের বেশ কিছু উপকারিতা তুলে ধরেছেন যেখান থেকে নতুন কিছু উপকারিতা জানতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

মটমটিয়া ফুলের নাম এই প্রথম শুনলাম ও দেখলাম।

মটমটিয়া গাছ রাস্তার দু পাশে, ধান ক্ষেতের আইলে ও পুকুর পাড়ে জন্মাতে দেখা যায়। এই গাছের ডাল ধরে মোচড়ালে বা ভাঙলে মটমট আওয়াজ করে তাই হয়তো গাছের নাম রাখা হয়েছে মটমটিয়া।

বাহ! এটা আপনি ভালোই বলেছেন। নামকরণের ক্ষেত্রে আপনার লজিকটা কতটা সত্যি জানি না তবে আপনার কথাটা শুনে বেশ মজাই পেয়েছি।

ব্যবহারের ক্ষেত্রে আপনি যে বিশেষ দ্রষ্টব্য দিয়েছেন এটা আমার সব থেকে ভালো লেগেছে। ভেষজ উদ্ভিদ যতই উপকারি হক না কেন সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে এটা যথার্থই বলেছেন আপনি।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58169.95
ETH 3145.36
USDT 1.00
SBD 2.38