কাকমাছি গাছের পরিচিতি ও ঔষধি গুনাগুন।

in Incredible India9 months ago
IMG_20231122_161156.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

হ্যালো প্রিয় পাঠক।।
IMG_20230824_162846.jpg
IMG_20230824_162838.jpg

কাকমাচি গাছ পথের ধারে বা পরিত্যক্ত জমিতে অযত্নে বেড়ে উঠে। এর ফল কাঁচা অবস্থায় সবুজ হয় আর পাকলে কালো রঙের হয় তাই একে পিত্ত বেগুনও বলে। এর ফুল অনেক সুন্দর হয় ক্ষুদ্র আকৃতি ফুল দেখতে অনেক আকর্ষনীয় দেখায়। এর কালো রঙের ফল পাখপাখালিদের অনেক প্রিয়। বিভিন্ন রকমের ভেষজ গুনাগুন রয়েছে এই কাকমাচি গাছের। চলুন আজ এই গাছের সাথে পরিচিত হওয়া যাক।

IMG_20230824_162831.jpg

কাকমাচি গুল্ম জাতীয় উদ্ভিদ। লম্বায় এ গাছ ১ থেকে ৩ ফুট পর্যন্ত উঁচু হয় তবে ভালো মাটি পেলে আরো লম্বা হয়ে থাকে। সাধারণত গ্রীষ্মে এর ফল পাকা ধরে এর পর গাছ মরে যায়। তবে জৈষ্ঠ্য ও আষাঢ়ে এ গাছ আবার জন্মায়। প্রায় সারাবছর এই উদ্ভিদকে জন্মাতে দেখা যায়। কাকামাচি গাছের পাতা গোড়া থেকে আগ্র ভাগ পর্যন্ত শুরু। এবং পাতার কিনারাতে করাতের মত খাঁজ কাটা থাকে।

IMG_20231122_161215.jpg
IMG_20231122_161212.jpg
IMG_20231122_161209.jpg

কাকমাচি গাছের ফুল শরৎকালের শুরু থেকে আসা শুরু করে। অনেকটা মরিচের ফুলের মত দেখায় এ গাছের ফুল এবং ফুল গুচ্ছ ভাবে ফুটে। এর ফল ফুলের মত গুচ্ছ ভাবে ধরে। কাঁচা অবস্থায় এর ফল হালকা সবুজ বর্ণের হয় পাকলে গাঢ় লাল হয়ে থাকে তবে একে কালো রঙের বলা যায়। কাকমাচির ফল কাঁচা ও পাকা অবস্থায় ভিতরের বীজ বাহিরে থেকে দেখা যায়। কাকমাচির পাতা শাক হিসাবে খাওয়া যায় এর ফল মিষ্টি স্বাদের হয়।

কাকমাচি গাছের অনেক ভেষজ গুনাগুন রয়েছে যা আপনাকে অবাক করবে। চলুন জেনে নেওয়া যাক এর ঔষধি গুন সম্পর্কে।

বিষাক্ত পোকামাকড়ের কামড়ে বা আছড়ে দিলে যদি ব্যথা হয় ও ফুলে যায় তাহলে কাকমাচির পাতা বেটে সেদ্ধ করে সেই রসের সাথে সামন্য একটু ঘি মিশিয়ে ক্ষত স্থানে লাগালে বিষক্রিয়া ও ব্যথা সেরে যাবে।

অতিরিক্ত ঘামাচি হলে কাকমাচির ফল বেঁটে সারা গায়ে লাগালে ঘামাচি থেকে মুক্তি পাওয়া যাবে। কুষ্ঠ রোগ হল কাকমাচির পাতার রস একটু গরম করে সে রস প্রতিদিন সকাল ও বিকালে এক চা চামচ করে সেবন করলে উপকার পাওয়া যাবে।

এলার্জির সমস্যায় কাকামাচি ফলের রস গরম করে দিনে দুইবেলা খেতে হবে। আর এলার্জির কারনে শরীরে চাকা হয়ে ফুলে গেলে কাকমাচির পাতা বেঁটে সারা গায়ে লাগালে সমস্যা দূর হবে।

কৃমি হলে কাকমাচির পাতার রসের ১০ থেকে ১৫ ফোটা ও এর সাথে দুধের ৬-৭ ফোটা মিশিয়ে খেতে হবে। কাকমাচির পাতা ও ফল এক সাথে সেদ্ধ করা ক্বাথ যকৃত ও জন্ডিস রোগের জন্য অনেক ভালো কাজ করে।

IMG_20231122_161212.jpg

বিঃ দ্রঃ উপরে উল্লেখ্য ব্যবস্থাপত্র এক চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহারের অনুরোধ রইলো।

সমাপ্ত

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the introduction and medicinal properties of Black nightshade plant.

Sort:  
Loading...
 8 months ago 

এই গাছ রাস্তার পাশে অনেক দেখেছি জংগলী গাছ বলে তেমন গুরুত্ব দেই নি। তবে আপনার আজকের লেখার মাধ্যমে এই গাছ সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পেরে ভালো লাগছে।

কাকমাছি নামে কোনো গাছ আছে জানতামই না কাকমাছি গাছের নানা উপকারিতা তুলে ধরেছেন আপনি আপনার পোস্টের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী পোস্টেের অপেক্ষায় রইলাম।

 8 months ago 

এই গাছ আমি দেখেছিলাম কিন্তু এর নাম আমি জানতাম না।। আজকে আপনার পোস্টটি পড়ে আমি এর নাম জানলাম সেই সাথে এর অসুধি গুনাগুন গুলো জানলাম।। খুবই উপকৃত হলাম আপনার পোস্টটি পড়ে।।

 8 months ago 

কাকমাছি গাছের পরিচিতি ও ঔষধি গুনাগুন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ এই গাছ গুলো আমার অচেনা আগে দেখা হয় নি কখনও আজকে আপনার পোস্ট দেখে এই গাছের সাথে পরিচয় এবং কিছু ঔষুধি গুনাগুন সম্পর্কে জানতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার পোস্ট টি ধারা অনেক উপকৃত হলাম অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম।কাকমাছি গাছের পরিচিতি ও ঔষধি গুনাগুন আপনি আমাদের মাঝে খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

কাক মরিচ সম্পর্কে অনেক তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এটি তো আমার কেম্পাসে প্রচুর পরিমানে দেখা যায়। কিন্তূ এর এতো গুন তা তো জানতাম না। খুব ভালো লাগলো জেনে।

 8 months ago 

পোস্টটি পড়ে এই গাছটি সম্পর্কে বেশ কিছু জানতে পেরেছি, ছোটবেলা এ ফল দিয়ে খেলার ছলে রান্না করতাম ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

এলার্জির সমস্যায় কাকামাচি ফলের রস গরম করে দিনে দুইবেলা খেতে হবে। আর এলার্জির কারনে শরীরে চাকা হয়ে ফুলে গেলে কাকমাচির পাতা বেঁটে সারা গায়ে লাগালে সমস্যা দূর হবে।

  • এলার্জি থেকে মুক্ত হওয়ার জন্য অসাধারণ একটি পদ্ধতি আপনি উপস্থাপন করেছেন। সত্যি বলতে উদ্ভিদের গুনাবলী সম্পর্কে জানা মানেই ওষুধ সম্পর্কে জানা।

  • তাছাড়া একটি তথ্য ও আপনি তুলে ধরেছেন যে চিকিৎসকের পরামর্শ নিয়ে করা ভালো। এটা একদমই সঠিক বলেছেন।

 8 months ago 

কাকমাছি নামে কোন গাছ আছে এটা আমার জানা ছিলো না।এই গাছটি সম্পর্কে এত বিস্তারিত লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালে থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31