বুনো কদম বা নির্বষা কদম ঘাস এর ভেষজ গুনাগুন

in Incredible India9 months ago
IMG_20230814_173106.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে একটি ঘাস ফুল সম্পর্কে জানাতে চাই। এই ঘাসের নাম কদম ঘাস বা নির্বষা কদম ঘাস। এই ফুল দেখতে অতটা আকর্ষনীয় না তবে অনেক গুলো একসাথে খুব সুন্দর দেখায়। মানুষের কাছে আগাছা নামেই বেশি পরিচিত এই কদম ঘাস। অযত্নে অবহেলিত ভাবে বেড়ে উঠে এই উদ্ভিদ। আজ আমি আপনাদের সাথে এর পরিচয় উপকারিতা সম্পর্কে আলোচনা করবো

IMG_20230814_173047.jpg

নির্বষা কদম ঘাস এর পরিচিতি: কদম ঘাস দেখতে অনেকটা ক্ষুদ্র কদমের মত তাই এর এমন নাম এর। ইংরেজি নাম ( White Water sedge) আার বৈজ্ঞানিক নাম ( kyllinga nemoralis) যা আদৌ কোনো ঘাস নয়। এর ডগায় একটি পুষ্পমঞ্জুরি রয়েছে এবং এর চারপাশে বিকিরন কারি পাতাযুক্ত ব্র্যাক্ট রয়েছে। এই ঘাস সেইজ পরিবারের চিরহরিৎ সুপুষ্পক বহুবর্ষজীবী গুল্ম উদ্ভিদ। ছায়া যুক্ত স্যাঁতস্যাঁতে স্থানে এ ঘাস বেশি জন্মায়। এর উচ্চতা সর্বোচ্চ ২২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

IMG_20230814_173014.jpg

এর উৎপত্তি স্থল আফ্রিকা হলেও এই উদ্ভিদ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ঘাস এক সাথে অবেক গুলো হয় দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। কদম ঘাস এর মূলে এক ধরনের সুগন্ধি রাইজাম থাকে। এই উদ্ভিদের বংশব বিস্তার হয় বীজ, কান্ড ও রাইজাম থেকে। ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে বেশি জন্মালেও অনেক সময় শুকনো জায়গাতেও এই উদ্ভিদ জন্মায়।

IMG_20230814_173047.jpg
IMG_20230814_172951.jpg

কদম ঘাস এর ভেষজ গুনাগুন: নির্বষা কদম ঘাস অবহেলিত উদ্ভিদ হলেও এর ভেষজ গুনাগুন অকল্পনীয় বিষক্রীয়নাশক বলেই হয়ত এর নাম নির্বিষা। মানব দেহের স্বাভাবিক খাদ্যাভাস থেকে ইলেকট্রন - ভারসাম্যহীন থেকে ফ্রী- রেডিকেল যা মানুষের দেহের প্রতিরক্ষা জন্যই। এই ফ্রী- রেডিকেল মাত্রারিক্ত বেড়ে গেলে দেহের জীবকোষ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ফ্রী- রেডিকেল মাত্রা ঠিক রাখতে যে ফেনোলিক কম্পাউন্ড প্রয়োজন তা পাওয়া যায় কন্দসহ পুরো কদম ঘাসে।

IMG_20230814_173037.jpg
IMG_20230803_115215.jpg
★কদম ঘাস এর রস ডায়বেটিস এর জন্য বেশ উপকারি নিয়মিত এর কান্ড সহ পাতা থেঁতলে এর রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ★বিভিন্ন দেশে এ উদ্ভিদ ম্যালেরিয়, মচকানো, প্লীহারেগ এর জন্য কদম গাসের ব্যবহার হয়। ★দেহের কোনো অংশ কাটা, ছেঁড়া বা পোড়া গেলে এর কান্ডসহ পাতা থেঁতলে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে আর ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে না। ★ এর ভেষজজ্ঞান, উদ্ভিদ রসায়ন ও ফার্মাকোলজিক্যাল দিক নিয়ে গবেষণা কর একান্ত প্রয়োজন হয়ত বা ভবিষ্যতে এই তুচ্ছ কদম ঘাস মানব কল্যাণে অনেক অবদান রাখতে পারে।
IMG_20230814_173016.jpg

★সতর্কীকরন: কদম ঘাসে অতি ক্ষুদ্র ধারালো লোম থাকে তাই এটি সংগ্রহের সময় সতর্ক থাকা জরুরি। কদম ঘাস এর ভেষজ গুনাগুনের তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।

আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Device name:Vivo Y21
Camera:13 Megapixel
Shot by:shasan705
Location:Bangladesh 🇧🇩
Sort:  

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

 9 months ago 

Thank you for encouraging me

Loading...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66884.03
ETH 3079.78
USDT 1.00
SBD 3.77