মহৌঔষধি গুনে ভরা স্বাদহীন ননী ফল

in Incredible India10 months ago (edited)
IMG_20230809_151609.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,

হ্যালো বন্ধুরা,আজকে আমি আপনাদের সাথে একটি ঔষধি গাছ সম্পর্কে আলোচনা করবো, যার নাম ননী ফল বা একে ইন্ডিয়ান মালবেরি নামেও ডাকা যায়। অনেক অঞ্চলে এর নাম পনির ফল। নানা রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধির মহৌষধি গুনে ভরা এই ফল। অথচ এই মূল্যবান ফলটির সম্পর্কে আমরা অনেকেই জানি না। অযত্নে অবহেলিত ভাবে এই গাছ বেড়ে উঠে।

IMG_20230809_151549.jpg

মরিন্ডা সিটিপফোলিয়া হল এই ফলের বৈজ্ঞানিক নাম। সাধারণত এটি একটি আফ্রিকায় জন্মানো ফল। এই ফল দক্ষিণ এশিয়া, পলিনেশিয়া ও দক্ষিণ -পূর্ব এশিয়ার একটি ফল। পাকা অবস্থায় এই ফলের ভিতরের রং হলুদাভ সাদা ও বাইরের অংশ বাদামী গোলাকার দাগযুক্ত। ননী ফল স্বাদে তিক্ত ও গন্ধযুক্ত ফল। এই বাংলাদেশের সর্বত্র দেখা যায়। এই ফল গাছ চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

IMG_20230809_151549.jpg

ফলগুলো দেখতে ডিম্বাকৃতির ৪-৭ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ননী ফল গাছটি অঙ্কুরোদগমে অনেক সময় নেয় প্রায় ৩ থেকে ৮ মাস সময় লেগে যায় আর পরিনত বয়সে পৌঁছাতে ১৮ মাস সময় লেগে যায়। এর অবেক জাত রয়েছে তার মধ্যে ছয়টি জাত ফল দেয় এবং এই ফলের ঔষধি গুনাগুন রয়েছে।

IMG_20230809_152456.jpg
IMG_20230809_152437.jpg

প্রাচিন কালেও এই ফলের ঔষধি গুনাগুনে সমৃদ্ধ ছিল। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাবহার ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এই গাছের মূল ও গাছের ছাল ঔষধ ও রঞ্জক তৈরিতে ব্যবহার হয়। এছাড়াও ননী গাছের পাতা ও ফল ঔষধ ও খাওয়ার কাজে ব্যবহৃত হয়। এই গাছ এক ধরনের আয়ুর্বেদীক গাছ হিসাবে পরিপাকতন্ত্রের সমস্যা, বাত, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ কমাতে বেশ কার্যকারী।

IMG_20230809_151630.jpg

এক গবেষণায় দেখা যায় যে এই ফলের মধ্যে ক্যানসার ও টিউমার প্রতিরোদকারী উপাদান রয়েছে। এই ননী ফলের মধ্যে মাল্টি ভিটামিন সহ খনিজ পদার্থ ও মিনারেল সহ ১৫০ টিরও পুষ্টি গুনাগুনে সমৃদ্ধ এই ননী ফল। ননী ফলের মধ্যে নিউট্রিইয়েন্ট উপাদান রয়েছে যা ক্যানসার প্রতিরোধে বেশ ভূমিকা রাখে। ব্রেস্ট ক্যানসার ক্ষেত্রে এই ফল অনেক ভূমিকা রাখে। ননী ফল ইউরুক এসিডকে নিয়ন্ত্রণে রাখতে পারে। মোটকতা অসংখ্য ঔষধের গুনে ভরা এই ননী ফল।

IMG_20230809_151559.jpg
IMG_20230809_151539.jpg

ননী ফলের রয়েছে অসাধারণ উপকারিতা যা বেঁচে থাকার জন্য অপরিহার্য। ননী ফলের এমন অবেক গুন রয়েছে যা আমরা জানি না। বর্তমানে ফলের অনেক বানিজ্যিক চাহিদা রয়েছে যা চাষ করে অনেকে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। এই তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।

IMG_20230809_151545.jpg

আজ এ পর্যন্ত বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য সবাই ভালো থাকুন নিজেকে ভালেবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63624.94
ETH 3481.95
USDT 1.00
SBD 2.54