কচুরিপানা ফুলের সৌন্দর্য

in Incredible India8 months ago
IMG_20231111_104141.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা
IMG_20231111_104155.jpg
IMG_20231111_104148.jpg
IMG_20231111_104144.jpg
ডোবা, পরিত্যক্ত, পুকুর, খাল, বিল ইত্যাদিতে অযত্নে বেড়ে উঠে অনিন্দ্য সুন্দর একটা ফুল হচ্ছে কচুরিপানা ফুল। বিশেষ করে হেমন্তের শেষে যেসকল মাঠে বর্ষার পানি জমে ছিল সেই পানি শুকিয়ে যাওয়ায় সেখানে খুব সুন্দর ভাবে ফুটে থাকে কচুরিপানা ফুল গুলো। যেন প্রকৃতির তার আপন হাতে ফুল গুলো বপন করেছে। যখন একসাথে সব ফুল গুলো ফুটে তখন দেখতে মনে হয় সবুজের উপর সাদা রঙের গালিচা বিছানো রয়েছে।
IMG_20231111_104133.jpg

আজ সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে যখন বের হলাম তখন আমার চোখ আমাদের বাড়ির পাশে পরিত্যক্ত মাঠের উপর পড়ে। তখন এই কচুরিপানা ফুল গুলোকে দেখে চোখ জুড়িয়ে যায়। শৈশবে এই ফুল গুলো খেলার অন্যতম উপাদান ছিল। বিশেষ করে হাঁড়ি পাতিল যখন খেলতাম তখন বিভিন্ন বাজারের সামগ্রির সাথে এই কচুরিপানা ফুলও থাকত। কচুরিপানা ফুল গুলো মূলত হালকা বেগুনি সাদা রঙের হয়।

IMG_20231111_104110.jpg

প্রিয়তমাকে সবাই খুশি করার জন্য বা উপহার হিসাবে গোলাপ ফুল উপহার দেয়। কারন গোলাপ ভালোবাসার প্রতিক আর গোলাপের সৌন্দর্য অতুলনীয়। তবে এই কচুরিপানা ফুল সৌন্দর্যের দিক দিয়ে কোন অংশে কম নয়। তাই এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জর্জ মরগান নামে এক বনিক ব্রাজিল থেকে ১৮শ শতকের দিকে বাংলায় তার সাথে করে আনে। এর পরে এটি আস্তে আস্তে সারা বাংলাতে ছড়িয়ে পড়ে।

IMG_20231111_104133.jpg

ব্যবসায়ী জর্জ মরগান যদিও কচুরিপানা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই দেশে এই ফুল নিয়ে আসে। তবে পরবর্তীতে এই কচুরিপানা বাংলার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। কারন কচুরিপানা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গাতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। এর ফলে কৃষি জমি মৎস্য চাষ ইত্যাদি হুমকির মূখে পড়ে। কচুরিপানা একমাত্র জলজ উদ্ভিদ যার নিধনে আন্দোলন করা হয়েছে ভোট হয়েছে। এবং কীটনাশক এট মাধ্যমে তা ধ্বংস করার জন্য আইন পাশ করা হয়। যদিও তা একেবারে নিধন করা সম্ভব হয় নি।

কচুরিপানা যে একেবারে অভিশাপ তা কিন্তু না। গ্রাম বাংলায় কৃষকের গবাদীপশুর প্রধান খাদ্য তালিকা হচ্ছে এই কচুরিপানা। সহজলভ্য ও অর্থমূল্য না থাকতে কৃষকের এক আস্থার নাম হল এই কচুরিপানা। কচুরিপানার আরেকটি বিনামূল্যের উপাদান হল কম্পোস্ট সার। কচুরিপানা গাছগাছালির জন্য কৃষি জমি জন্য একটা উৎকৃষ্ট প্রাকৃতিক সার। অযত্নে পড়ে থাকা এই কচুরিপানা যেমন জলাশয়ের ক্ষতি করে তেমনি এর উপকারিতাও অনেক। অবহেলিত এই কচুরিপানা ফুল গুলো শৈশবে অনেক প্রিয় ছিল।

আজ এ পর্যন্ত বন্ধুরা। আবার আসবো নতুন কোন বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the beauty of water hyacinths flower.

Device nameVivo Y21
Camera:13 megapixels
shot by:@shasan705
Location:Bangladesh 🇧🇩
Sort:  
 8 months ago 

কচুরিপানা ফুল সাধারনত ভাসমান জাতীয় উদ্ভিদ ৷ এই কচুরিপানা ভেসে ভেসে বেড়ায় এবং দ্রুত বংশবিস্তার করে থাকে ৷ এই কচুরিপানা ফুলের সৌন্দর্যতা সবার নজর কেড়ে থাকে ৷ এই ফুল দিয়ে ছোটবেলায় অনেক খেলেছি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মতামতের জন্য।

Loading...

Hello there! 👋🏼

There's a new travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

 8 months ago 

ঘন সবুজের মাঝে হালকা বেগুনি রঙের এই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ কমই আছে। এত সুন্দর একটা ফুলকে নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ার পর সুন্দর একটা মতামতের জন্য।

 8 months ago 

সবথেকে সহজলভ্য ফুলের মধ্যে এই কচুরিপানা ফুল সব থেকে সুন্দর। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্যে। শুভকামনা থাকলো

 8 months ago 

ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।

 8 months ago 

আমি আপনার পোস্টটি পড়লাম খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন কচুরিপানা ফুলের সৌন্দর্য সম্পর্কে। আপনার লেখাটা পড়ে কচুরিপানা ফুলের সম্পর্কে আরো জ্ঞান বেড়ে গেল।

খুবই ভালো লাগল আপনার পোস্টটা পড়ে। সাধারণ কচুরিপানা ফুল ভাসমান জাতীয় উদ্ভিদ ৷ এই কচুরিপানা ভেসে ভেসে বেড়ায় সেখানে সেখানে এবং দ্রুত বংশবিস্তার করে থাকে এই ফুল।

যাইহোক ভাই আপনি আমার সম্পূর্ণ লেখাটি পড়ে অনেক ভালো লাগল। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

 8 months ago 

বর্তমান সময়ে প্রতিটি খাল বিলে কচুরিপানার ফুল দেখতে পাওয়া যায়।। যখন সব গুলো ফুল একসাথে ফুটে অসম্ভব সুন্দর লাগে।।

আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে সেই সাথে আপনি অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন কচুরিপানার ফুল সম্পর্কে।।

 8 months ago 

কচুরিপানা ফুলকে আমার অন্যতম সৌন্দর্যমন্ডিত ফুল মনে হয়। যারা কচুরিপানা ফুলকে কাছ থেকে দেখেননি তারা এটা বুঝবেন না। তবে আমার মনে হয় এমন কেউ নেই যে কচুরিপানা ফুলটিকে সম্বন্ধে জানেন না বা ভালোভাবে দেখেননি।

চমৎকার এই ফুল যখন ফোটে তখন প্রকৃতি অপরূপ সৌন্দর্য ধারণ করে।আপনি ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন এর সাথে কিভাবে এশিয়ায় এর আগমন হয়েছে এটিও বর্ণনা করেছেন।সাথে এর কিছু উপকারিতা জানিয়েছেন।

খুব ভালো লাগলো আপনার লেখাটি।

 8 months ago 

কচুরিপানা ফুলটি আমার অনেক পছন্দের আপনার পোস্টে পড়ে গিয়েতে গিয়ে আমার সে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে এই ফুল নিয়ে অনেক খেলেছি। ধন্যবাদ আপনাকে ফুল সম্পর্কে অনেক তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74