বিমা

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার নিজের লেখা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বিমা সম্পর্কিত একটি পোস্ট আপনাদের মাঝে তুলে ধরতেছি।

বিমা প্রত্যেক দেশেই থাকে। বিভিন্ন বিষয়ের উপর বীমা করা হয়। যার মাধ্যমে মানুষের ক্ষতি এড়ানো যায়।

pexels-photo-7736040.jpegpixels

বিভিন্ন রকম বিমা
  • নৌ-বিমা: সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, চুরি,জলদস্যুর আক্রমণ ইত্যাদি নানাবিধ কারণে জাহাজ, জাহাজের পণ্যদ্রব্য ও জাহাজ ভাড়ার ক্ষতি হতে পারে। এ প্রকার অনিশ্চিত ক্ষতিপূরণের নিমিত্তে যে বিমা করা হয়, তাকে নৌ-বিমা বলে।

এক্ষেত্রে বিমাকারী বা বিমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাদের জলযান, পণ্যদ্রব্য ও জাহাজ ভাড়া বিমা করে থাকে। বিমা চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা বিমা কোম্পানিকে নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ করে এবং কোনো বিশেষ পরিস্থিতির জন্য বিমার বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণ করে।

ক্ষতি না হলে বিমা কোম্পানি বা বিমাকারীর কোনো দায়িত্ব থাকে না। এক্ষেত্রে প্রাপ্ত প্রিমিয়ামের সবটাই তার লাভ। নৌ-বিমার ক্ষেত্রে বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ এবং বিমাগ্রহীতা ও বিমাকারী উভয়ের মধ্যে চূড়ান্ত স্বদিচ্ছা থাকতে হবে।

বিমা কোম্পানি বিমা চুক্তির শর্তাবলি সংবলিত দলিল বিমাগ্রহীতার নিকট প্রদান করে। নৌ-বিমা চুক্তিতে এই দলিলকে বলা হয় নৌ-বিমাপত্র। নৌ-বিমাপত্র বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন—অভিযাত্রা বিমাপত্র, সময় বিমাপত্র, মিশ্র বিমাপত্র ইত্যাদি ।

  • অগ্নিবীমা:অগ্নিকাণ্ডের বিপক্ষে কোনো মালপত্র, ঘরবাড়ি বা অন্য কোনো বিষয়বস্তু বিমা করা হলে তাকে অগ্নিবিমা বলে । অনেক সময় অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায় প্রতিষ্ঠান ও মালপত্র পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

তাই, এ ধরনের সম্ভাব্য ক্ষতিপূরণের উদ্দেশ্যে ব্যবসায়ী তার ব্যবসায় প্রতিষ্ঠান ও মালপত্র কোনো বিমা কোম্পানির নিকট বিমা করে রাখে। এ ব্যবস্থায় বিমাকারী বিমা চুক্তির শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার ঘরবাড়ি, কলকারখানা আগুন লেগে ধ্বংস হয়ে গেলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে।

তবে এর মধ্যে অবশ্যই চূড়ান্ত স্বদিচ্ছা থাকবে। তা ছাড়া, বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে।

pexels-photo-10341357.jpegpixels

  • জীবনবিমা: জীবনবিমা এরূপ একপ্রকার বিমা ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তির জীবনবিমা করা হয়। এ ব্যবস্থায় নির্দিষ্ট অঙ্কের টাকার জন্য স্বামী, স্ত্রী, পুত্র বা কন্যার জীবনবিমা করা হয়।

পরিবারের কর্তার জীবনবিমা করা থাকলে তার অকাল মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি ক্ষতিপূরণ বাবদ বিমা কোম্পানির নিকট থেকে সম্পূর্ণ বিমাকৃত টাকা পায়। এর ফলে পরিবারটি ধ্বংসের কবল থেকে রক্ষা পায়।

বিমাকৃত ব্যক্তির পলিসি চলাকালীন মৃত্যু না হলে সে পলিসির মেয়াদান্তে বোনাসসহ সম্পূর্ণ বিমাকৃত টাকা বিমা কোম্পানির নিকট থেকে ফেরত পায় । জীবনবিমার শর্তানুসারে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্ধারিত সময়ান্তে বিমাগ্রহীতাকে অথবা নির্ধারিত সময়ের পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তিকে বিমাকৃত টাকা পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জীবনবিমার ক্ষেত্রে বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে এবং বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ের মধ্যে চূড়ান্ত স্বদিচ্ছা থাকতে হবে। নৌ-বিমা বা অগ্নিবিমার ন্যায় জীবনবিমার ক্ষেত্রে বিমাকারীকে বিমাগ্রহীতার মৃত্যুতে অথবা নির্দিষ্ট সময়ান্তে বিমাকৃত টাকা অবশ্যই ফেরত দিতে হবে ।

  • দুর্ঘটনা বিমা: বিমাগ্রহীতা তার সম্পত্তি দুর্ঘটনার কারণে কোনোপ্রকার ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেয়া হবে।এই শর্তে যে বিমা চুক্তি করা হয়, তাকে দুর্ঘটনা বিমা বলে ।

  • সততা বিমা: অনেক সময় কর্মীদের অসাধুতার দরুন কারবারিকে খুবই ক্ষতিগ্রস্ত হতে হয়। এ ধরনের ক্ষতির ঝুঁকি বণ্টনের জন্য কারবারিরা যে বিমার সাহায্য গ্রহণ করে থাকে, তাকে সততা বিমা বলে ।

pexels-photo-5816283.jpegpixels

  • শ্রমিকদের ক্ষতিপূরণ ঝুঁকি বিমা : কারখানায় কর্মরত শ্রমিকরা দুর্ঘটনায় প্রাণ হারালে বা ক্ষতিগ্রস্ত হলে নিয়োগকর্তাকে ক্ষতিপূরণ দিতে হয়। এ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়োগকর্তা উক্ত শ্রমিকদের নামে যে বিমা করে, তাকে শ্রমিকদের ক্ষতিপূরণ বিমা বলে ।

  • শস্য বিমা: প্রাকৃতিক দুর্যোগে শস্য বিনষ্ট হতে পারে, তাই এ ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকগণ যে বিমা করে, তাকে শস্য বিমা বলে।

  • শিক্ষা বিমা: ছেলেমেয়েদের শিক্ষার খরচ বহনের জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে এক ধরনের বিমা চালু করা হয়েছে,তাকে শিক্ষা বিমা বলে ।

  • আকাশ ভ্রমণ বিমা: আকাশ ভ্রমণের জন্য, বিমান দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা করা হয়, তাকে আকাশ ভ্রমণ বিমা বলে ।

বিমার মাধ্যমে মানুষ আর্থিক ক্ষতি এড়াতে পারে। তাই সকলেরই বিমায় অন্তর্ভুক্ত হওয়া দরকার।

Sort:  
Loading...
 last year 

আজকে দেখলাম আপনি আপনার পোস্টে বিমা সম্পর্কিত অনেকগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে এই বিমা সম্পর্কে আপনি যেই নামগুলো আমাদের সাথে শেয়ার করেছেন! তার মধ্যে কিছু নামের সাথে আমি পরিচিত! আর বাদ বাকিগুলো আমি আপনার পোস্ট থেকে জানতে পারলাম।

বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়! বিশেষ করে কিছু অসাধু ব্যক্তি! এই বীমা গুলোকে উপলক্ষ করে! তাদের নতুন ব্যবসা শুরু করছে! কিছু মানুষের কাছ থেকে বিমা করার নাম নিয়ে! অনেকগুলো টাকা হাতিয়ে নিচ্ছে! এবং এক বছর কিংবা দেড় বছর পর! তারা তাদের অফিস এবং তাদের সমস্ত কাগজপত্র জ্বালিয়ে দিয়ে! সেখান থেকে পালিয়ে যাচ্ছে।

এতে করে কিন্তু বিভিন্ন মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে! বিশেষ করে আমাদের এলাকায় এমনই একটা ঘটনা ঘটেছিল! যার কারণে এসব বিমার উপর থেকে! আমাদের এলাকার মানুষের আস্থা, বিশ্বাস সবকিছু উঠে গেছে।

যাইহোক আপনি বেশ সুন্দরভাবে বিমা করার উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31