গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা

in Incredible India2 years ago

Hi everyone

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।

pexels-photo-4968396.jpegpixels

বাংলাদেশে অনেকগুলো ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো গ্রামের গরিব মানুষদের ঋণ প্রদান করে তাদের আর্থিক সচ্ছলতা দানে সাহায্য করে।

বাংলাদেশে অনেক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংক অন্যতম। যেটি গ্রামীণ জনগণের স্বাবলম্বী করে তুলতে কাজ করে।

pexels-photo-4386433.jpegpixels

গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। ১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক চট্টগ্রামের জোবরা গ্রামে একটি প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে গ্রামীণ ব্যাংক প্রকল্পকে গরিবদের জন্য একটি বিশেষ ব্যাংকে রূপান্তরিত করা হয় এবং বর্তমানে তা এক বিরাট আকারে পরিণত হয়েছে।

মূলধনঃ গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধনের পরিমাণ ৭ কোটি ২০ লক্ষ টাকা, যার শতকরা ২০ ভাগের মালিক সরকার ও অবশিষ্ট ৭৫ ভাগ শেয়ারের মালিক গরিব ঋণগ্রহীতা সদস্যগণ।

উদ্দেশ্য ও কার্যাবলী
  • ভূমিহীন ও বিত্তহীনদের ঋণদান: গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও বিত্রহীনদের একটি সাংগঠনিক কাঠামোয় এনে তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে।

  • সঞ্চয় সৃষ্টি করা: গ্রামীন ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে ভূমিহীন গ্রহীতাদের গ্রুপভিত্তিক সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করে।

  • জামানত বিহীন ঋণ প্রদান :কোনো প্রকার জামানত ছাড়াই গ্রামের গরিব ভূমিহীনদেরকে গ্রামীণ ব্যাংক ঋণ সুবিধা প্রদান করে।

  • গৃহ নির্মাণের জন্য ঋণ: গ্রামাঞ্চলে নিঃস্ব মানুষজন ও ভূমিহীন কৃষকদের গৃহনির্মাণের জন্যও গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে থাকে।

  • কর্মসংস্থান : গ্রামীণ ব্যাংক গ্রামের বেকারদের কর্মসংস্থানের সুযোগসহ ভূমিহীন ও গরিব পরিবারের মহিলাদের খণ্ডকালীন কাজের ব্যবস্থা করে।

  • ক্ষুদ্র ব্যবসায় ও কুটিরশিল্প: গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও বিত্তহীন পুরুষ ও মহিলাকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের জন্য ঋণ দিয়ে থাকে।

pexels-photo-3943723.jpegpixels

এই ব্যাংকের ঋণের মাধ্যমে গ্রামাঞ্চলের নিঃস্ব এবং অভাবী লোকেরা দিন দিন স্বাবলম্বী হয়ে উঠছে। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা, খামার গড়ে তুলছে।

গ্রাম অঞ্চলের অনেকেই এই ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগির খামার তৈরি করছে। এগুলো করে তারা এখন সাবলম্বী হয়ে উঠছে। আবার গ্রামাঞ্চলের মেয়েরা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সেলাই মেশিন নিয়ে কাজ করছে।

সর্বোপরি বলা যায় এই ব্যাংক গ্রামাঞ্চলের মানুষের আর্থিক বৈচিত্র এনে দিয়েছে। তাদের নেই কোন অভাব। তারা নিজে যেমন স্বাবলম্বী হয়ে উঠছে তেমনি দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে।

Sort:  
 2 years ago 

Amigo es un banco que le a traído muchos beneficios a los habitantes y que los ayuda a tener su emprendimiento. Bonito artículo y gracias por compartir. Saludos y bendiciones.🤗

 2 years ago 

Thank you

Loading...

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.040
BTC 97807.69
ETH 3616.29
USDT 1.00
SBD 3.38