বন্ধুদের সাথে মেলায় ঘোরাঘুরি

in Incredible Indialast year

হ্যালো প্রিয় স্টিমিয়ান বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বন্ধুরা মিলে হঠাৎ পরিকল্পনা করে মেলায় ঘোরাঘুরি করতে যাই। সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে আজকের পোস্টের মাধ্যমে তুলে ধরব।

20230509_165846_0000.png
Edited by Canva apps

পরীক্ষা শেষ করেই বন্ধুরা মিলে হঠাৎ করেই পরিকল্পনা করি যে মেলায় যাব। তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসি। আমরা যাব কলেজ বাসে করে। কলেজ বাসে গেলে গাড়ি ভাড়ার টাকা বেঁচে যাবে।

IMG_20230509_125957004.jpg

প্রায় ত্রিশ মিনিট বাসে থাকার পর সেই কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছাই।সেই জায়গাটির নাম ছিল টেংরা মাগুর। এরপর আমরা বাস থেকে নেমে মেলার উদ্দেশ্যে যাই।

IMG_20230509_133027952.jpg

ঢুকেই দেখতে পারি অনেক মানুষের ভিড়। আর রাস্তার দুই ধারে খেলনা গাড়ি বিক্রি করছে। গাড়ি গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বাবার সাথে মেলায় গেলে এইরকম খেলনা গাড়ি কেনার জন্য বায়না ধরতাম। কিন্তু এখন আর এগুলোর প্রতি আগ্রহ নেই।

IMG_20230509_133138978.jpg

আরেকটু এগোতেই দেখতে পারি রাস্তার পাশে মাছের দোকান। বড় বড় আকারের বিভিন্ন জাতের মাছ নিয়ে বসেছে। এরপর সামনে এগিতে ই দেখতে পেলাম তালের রস বিক্রি করছে। প্রচন্ড গরম থাকার কারণে আমরা সবাই এক গ্লাস করে তালের রস খেলাম। খেয়ে অনেক প্রশান্তি অনুভব করলাম।

এরপর মেলার মূল জায়গায় প্রবেশ করি। ঢুকেই দেখতে পাই নাগরদোলা, চরকি। এগুলোতে অনেক মানুষ উঠেছে। নাগরদোলা তে উঠতে ভয় লাগে বিধায় সেখানে আমরা কেউ উঠলাম না।

সামনের দিকে এগিয়ে মেলার দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক দোকান বসেছে এই মেলায়। বিভিন্ন রকমের দোকান। কিছু কিছু দোকানে জিনিসপত্র দেখতে থাকলাম।

এরমধ্যেই একটি দোকানে মশিউর এর একটি ব্যাচ পছন্দ হল। দাম অতিরিক্ত হওয়ার কারণে সেটা নেওয়া হলো না। সামনে আরেকটু এগিয়েই দেখতে পেলাম অনেক রকমের ফার্নিচারের দোকান।

20230509_170251_0000.png
Edited by Canva apps

এরপর আর একটু সামনে গিয়েই একটি ফাস্টফুড এর দোকান থেকে চিংড়ি মাছের চপ প্রত্যেকেই খেলাম। চিংড়ি মাছের চপ খাওয়ার পরে মনে হল যে ডিমের চপ খাওয়া দরকার। তাই সেটিও করতে গিয়ে ই টেস্ট করলাম।

এরপরেই খাওয়া হল বেলের শরবত। ঘোরাঘুরি করে অনেক গরম লেগেছিল। তাই বেলের শরবতটি আমাদের প্রত্যেকের ই একটু প্রশান্তি এনে দিয়েছিল। আরেকটু এগিয়েই দেখতে পেলাম মোটরসাইকেল খেলা হচ্ছে। এই খেলাটি আমি অনেকবার দেখেছিলাম তাই এটার দেখা হলো না।

মেলায় এসেছি আর চানাচুর মাখা খাব না সেটা কি আর হয়। তাই আমরা চানাচুরমাখা নিয়ে মজা করে খাই। ঝাল খাওয়ার পরে দরকার একটু মিষ্টি জাতীয় কিছু। তাই সামনে এগিয়েই দেখতে পাই জিলাপির দোকান। সেখান থেকে আমরা জিলিপি নিয়ে খাই।

20230509_165208_0000.png
Edited by Canva apps

এরপর সেখান থেকে একটু এগোতেই দেখি হালিম এর দোকান। হালিম দেখে খেতে ইচ্ছে করলো তাই সবাই একবাটি করে নিলাম। হালিম টা খেতে অনেক মজার ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো এখন কলেজে ফেরার পালা। সবকিছু শেষে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল তাই আমরা আখের রস খেলাম।

IMG_20230509_144202072.jpg

এরপর সিএনজি স্ট্যান্ডে চলে আসি। পাশের একটি দোকান থেকে সকলেই পান খেয়ে নেই। ঠোঁট লাল করে সিএনজি ঠিক করার জন্য আসি। কিন্তু সিএনজির ভাড়া বেশি হওয়ার কারণে আমরা সিএনজি ঠিক না করে লেগুনা ঠিক করি। লেগুনাতে হাওয়া খেতে খেতে কলেজে চলে আসি।

সর্বোপরি আজকের মেলায় ভ্রমণটি অনেক মজাদার ছিল। বন্ধুদের সাথে যে কোন জায়গায় গেলেই মজা বেশি হয়। আবার তাদের সাথে খাওয়া-দাওয়া করা ঘোরাঘুরি সবকিছুই একটা অন্যরকম অনুভূতি জাগায়।

আজকের পোস্টে পর্যন্তই। পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

DeviceName
AndroidSymphony,Z15
Camera13+2 MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@shariful12
Sort:  
 last year 

বন্ধুদের সাথে মেলা পরিদর্শন করতে গেলে আসলে অনেক ভালো লাগে এবং মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে এটাই স্বাভাবিক আমি খেয়াল করে দেখেছি নাগরদোলা উঠে গেলে অধিকাংশ মানুষেরই ভয় পায় আসলে আমিও অনেকটা ভয় পাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last year 

বন্ধুদের সাথে মেলা পরিদর্শন করতে গিয়ে,, আপনি দেখছি বেশ আনন্দই করেছেন। বিশেষ করে আপনারা হালিম, চটপটি, এগুলো খেয়েছেন।আসলে এগুলো আমার খুব প্রিয়।

আপনার মেলার ফটোগ্রাফি গুলো দেখে,,, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় একবার মেলায় গিয়েছিলাম ঘুরতে। বড় হওয়ার পর সেই ইচ্ছাটা যেন মরেই গেছে।

অসংখ্য ধন্যবাদ মেলায় ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন।

 last year 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু

Loading...
 last year 

আপনাদের মেলায় যাওয়া দেখে আমারও মেলায় যাওয়ার ইচ্ছা করতেছে। কিন্তু এই সময়টাতে আমাদের এখানে তেমন কোথাও মেলা হয় না। মেলায় যাওয়ার দিনগুলোকে অনেক মিস করি ভা।

আপনার মেলার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ভালো থাকবে সবসময় প্রিয় ভাই।

 last year 

মেলায় যেতে মন চাইলে আমাদের এখানে মেলা হচ্ছে ভাই এখানে চলে আসেন।

 last year 

Amiga se ve que la pasastes muy bien en la feria juntos a tus amigos y los alimentos que comiste se ven muy delicioso. Saludos y bendiciones.🤗

 last year 

Thank you

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61438.76
ETH 2384.57
USDT 1.00
SBD 2.58