সাইট ইঞ্জিনিয়ার এর দায়িত্ব ও কর্তব্য

in Incredible Indialast year

আস-সালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ। আজকে আমি সাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করব।

pexels-photo-1078879.jpegpixels

সাইট ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব হলো, উর্দ্ধতন কর্মকর্তার কাছ থেকে নির্মিত কাঠামোর ড্রয়িং নিরীক্ষা করে নেয়া। কেননা ড্রয়িং-এ সামান্যতম ভুলের কারণে কাঠামো নির্মাণের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

অতঃপর সাইট ইঞ্জিনিয়ার তার স্টাফদেরকে সঙ্গে নিয়ে সরজমিনে কাঠামোর লে-আউট প্রদান করবেন এবং লে-আউট নিরীক্ষা কার্য পরিসমাপ্তি করবেন। তিনি নির্মাণ কাজের কোয়ালিটি কন্ট্রোল এবং কনস্ট্রাকশন সিডিউল প্রস্তুত করবেন।

নির্মাণকাজ চলাকালীন সময়ে তিনি তার অধীনস্থ ইঞ্জিনিয়ার এবং কর্মীদেরকে নির্দেশনা প্রদান করবেন। সমস্ত ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো সম্পর্কে তিনি এজেন্টকে পরামর্শ দিবেন।

একজন সাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব ও কর্তব্যগুলোর ধরন বিভিন্ন, যেমন- সাইট দেখেন, দাগ দেওয়া, নির্মাণ কাজের সমসত্যতা পরীক্ষা করা, রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি। উক্ত বিষয়গুলো সম্বলিত অস্থায়ী প্ল্যানিং করাও তার কাজ।

একজন সাইট ইঞ্জিনিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ কার্য হলো নির্মাণ ও অগ্রগতির নতুন রেকর্ড রাখা এবং নিজ নিজ সেকশনের সাপ্তাহিক অথবা মাসিক পরিমাপকৃত কাজের হিসেব কেন্দ্রীয় অফিসে সমার্থভাবে প্রেরণ করা।

pexels-photo-8960943.jpegpixels

  • কনস্ট্রাকশনের দাখিলকৃত কাজের প্ল্যান অনুশীলন করা এবং যে-কোনো পরিবর্তন ও পরিবর্তন সম্পর্কে মতামত দেয়া।

  • নির্মাণকাজ পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতে হবে যাতে রিং, কারিগরি বিনির্দেশ এবং পরিমাণগত হিসাব সম্বলিত তফশিল অনুযায়ী হচ্ছে কি না তা নিশ্চিত করা।

  • কনসালট্যান্ট কর্তৃক প্রতিষ্ঠিত কাজের ধারা এবং মান নিয়ামক ব্যবহার এবং চুক্তির শর্ত মোতাবেক সাইটের কাজ তত্ত্বাবধান করা।

  • অনাধিকার ভিত্তিতে কনসালট্যান্ট কর্তৃক অনুমোদিত মালামালের পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা এবং বাতিলযোগ্য মালামালের অপসারণের ব্যবস্থা করা।

  • তার উপস্থিতিতে উপ-সহকারী প্রকৌশলীদেরকে সঙ্গে নিয়ে কাঠামোর লে-আউট প্রদানে সহায়তা এবং নিরীক্ষা কার্য সমাপ্ত করা।

  • প্রয়োজন অনুযায়ী পরীক্ষার তালিকা প্রস্তুত করে এবং সাইটে ঐ সকল পরীক্ষাটি সম্পাদনের ব্যবস্থা করা।

  • কাজ সম্পাদনের পূর্বেই কন্ট্রাক্টর দ্বারা সকল পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা এবং ত্রুটিযুক্ত কাজের হিসাব রাখা। প্রয়োজনে ছবি নিতে হবে।

  • সাইট ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী সাইট বিন্যাস, লাইট নিরাপত্তার জন্য গৃহীত ব্যবস্থাদি এবং সাইটের পার্শ্ববর্তী তৃতীয় পক্ষের নিরাপত্তা নিরীক্ষা এবং নিশ্চিত করা।

  • স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ এবং তা পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে নিশ্চিত করা।

  • সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত এবং মতামত প্রদান এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা বিষয়ক নির্দেশ প্রদান।

  • ক্রিটিক্যাল আইটেম সমূহের তালিকা প্রস্তুত এবং নিবিড় মনিটরিং করা।

pexels-photo-2209529.jpegpixels

  • পরিদর্শনকালীন কনসালটেন্ট এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এবং ত্রুটিযুক্ত নির্মাণকাজ সম্পর্কে মন্তব্য লিখার জন্য সাইট অর্ডার বুক এর ব্যবস্থা করা।

  • কাজের অগ্রগতি এবং গুনাগুণ সম্পর্কিত রিপোর্ট তৈরি করে সপ্তাহে বা মাসে হেড অফিসে প্রেরণ করা।

  • নির্মাণ কাজ চলাকালীন উপ-সহকারী প্রকৌশলী, হেডমিস্ত্রি, মিস্ত্রি এবং কর্মীদেরকে নির্দেশনা প্রদান করা।

সাইট ইঞ্জিনিয়ারগণ এইসব দায়িত্ব পালন করে থাকে। আমার আজকের পোস্টটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59758.56
ETH 2523.42
USDT 1.00
SBD 2.47