একাকীত্ব সময় ঘড়ির কাঁটাকে আটকে দেয়।

in Incredible Indialast year
আমার আজকের পোস্টে সকলকে স্বাগতম জানাচ্ছি

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ।

ভাবলাম আজকে আর আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব না কিন্তু বিছানায় শোয়ার পর মনে হলো নাহ আপনাদের সাথে আমার খারাপ লাগার সময় গুলো শেয়ার করি।

pexels-photo-3826792 (1).jpegpexels

আমার খারাপ লাগার মূল কারণ হলো একাকীত্ব। একাকীত্ব আমাকে খুবই খারাপ লাগে। সেই সময় গুলো যেন যেতে চায় না। মনে হয় যেন ঘড়ির কাঁটা আটকে আছে।

কালকে রাতে বৃষ্টি হয়েছিল। রাতে বৃষ্টি হোক কোন সমস্যা নেই। কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে আমার ভালো লাগেনা। দিনের বেলা বৃষ্টি হলে ঘরবন্দী হয়ে থাকতে হয়। এটা আমার মোটেই পছন্দের নয়।

সবকিছু বলার আগে একটা কথা বলে নেই। আমার বন্ধু দুই রকমের। প্রথমত হলো মানুষ বন্ধু এবং দ্বিতীয়তঃ মোবাইল বন্ধু। দুইটির মধ্যে যেকোনো একটি হলেও ভালো সময় পার করা যায়। তবে যদি দুইটিই না থাকে তাহলে সেই সময় গুলো কেমন করে কাটবে একটু ভেবে দেখুন।

কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ ছিল না। আমি সচরাচর রাতেই ফোন চার্জে দেই। কালকে রাতে বিদ্যুৎ না থাকার কারণে ফোন আর চার্জে দিতে পারিনি। ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি।

pexels-photo-2448749 (1).jpegpexels

সকালে উঠে দেখি ফোনে লাল বাতি জ্বলে আছে। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বাইরে ও বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ নাই। কি একটা অবস্থার মধ্যে পড়েছিলাম আজকে।

ফোনের ওই অবস্থায় একটু বসে বসে টিপতে আরম্ভ করি। কিছুক্ষণ পর ফোন গেলো বন্ধ হয়ে। এখন আর কি করার ফোন রেখে দিলাম। বাইরে বৃষ্টি পড়ছে। তাই ঘর থেকে ও বেরোতে পারছি না।

ফোন বন্ধ থাকলে আমি আমার বন্ধুদের সাথে গল্প করি বা বিভিন্ন রকমের খেলাধুলা করি। বৃষ্টি হওয়ার কারণে সবাই সবার ঘরে ঘরে। কারো সাথে কারো দেখা হচ্ছে না।

রুমের মধ্যেই একা একা হাঁটাহাঁটি করতে থাকি। আবার একটু সময় বিছানায় শুয়ে থাকি। আবার কিছুক্ষণ চেয়ারে বসে থাকি। মানে কোন কিছুতেই ভালো লাগছিল না।

pexels-photo-3345882.jpegpexels

বৃষ্টির সময় অনেকেরই অনেক ভালো লাগে। আমারও বৃষ্টির সময় ভালো লাগে তবে আজকের দিনটি একটুও ভালো লাগেনি। আজকে শুধু একাকীত্ব অনুভব করেছি।

ঘড়ির কাঁটা যেন এগোতেই যাচ্ছিল না। এভাবেই একা একা বসে থাকতে দুপুর হয়ে যায়। আস্তে আস্তে বৃষ্টিও কমতে শুরু করে। দুপুরের একটু পরেই বৃষ্টি পুরোপুরি থেমে যায়।

একটুও ভালো লাগাও কাজ করতে শুরু করে। কারণ এখন সবার সাথে কথা বলতে পারব। বাইরে বেরিয়ে দেখি কয়েকজন এদিক সেদিক রাস্তায় হাঁটাহাঁটি করছে। তাদের সাথে গিয়ে গল্পের মধ্যে উঠলাম।

এরই কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসে। ভালোলাগা যেন আরও বেশি হয়ে যায়। দৌড়ে এসে ফোন চার্জে দেই। এরপর গোসল ছেড়ে খাওয়া-দাওয়া করে নেই।

আজকের লেখা এ পর্যন্তই। আপনাদের কাছে এই সময় গুলো কেমন লাগে কমেন্টে লিখতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন। পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ।খোদা হাফেজ।

Sort:  
 last year 

একাকীত্ব সময় খুবই খারাপ যায় আপনি একাকীত্ব নিয়ে খুবই সুন্দর একটি ভাবে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Loading...
 last year 

একাকীত্ব ছোট হলেও মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ যখন একা থাকে তখন বোঝে সময়টা কতটা কষ্টের সে সময়টা যেন কোন মতেই পার হতে চায় না।

আসলে একা থাকার কষ্টটা তারাই বুঝতে পারে যারা একা থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

কিছু কিছু মানুষ আছে, যারা একাকিত্ব জিবনকে পছন্দ করে, কিন্তু আমি মনপ করি একাকিত্ব নিজেকে ক্ষতবিক্ষত করে দেয়। একাকিত্ব ভালো তবে কিছুটা সময়ের জন্য। এর বেশি নয়। অনেক ভালো থাকবেন। টাটা

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42