ড্রাইং ও ড্রায়ার

in Incredible Indialast year

হ্যালো, আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পোস্টে আমি ড্রাইং ও ড্রায়ার সম্পর্কে আলোচনা করব।

pexels-photo-8903727.jpegpixels

মাটির তৈরি দ্রবাদিতে কাঁচা অবস্থায় ভৌতিক পানি থাকে। ইহাকে পোড়ানোর উপযোগী করতে প্রবাহিত ভৌতিক পানি শুকিয়ে অপসারণ করা হয়। অতঃপর পুড়িয়ে ব্যবহার উপযোগী করা হয়। মাটির দ্রব্যাদি হতে এই পানি অপসারণ করার নামই হল ড্রাইং।

ড্রাইং এর অর্থ হল শুষ্ককরণ। সাধারণ অর্থে ড্রাইং বলতে কোন কঠিন পদার্থের সাথে মিশ্রিত পানি দূর করাকে বুঝায়। ব্যাপক অর্থে ড্রাইং বলতে যে কোন তরল পদার্থকে কঠিন পদার্থে বা অন্য, কোন তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ হতে অপসারণ করাকে বুঝায়। কিন্তু সিরামিকের দৃষ্টিকোণ থেকে কোন মাটি বা মাটি জাতীয় দ্রব্যাদি হতে পানি অপসারন করাকে বুঝায়।

মাটির তৈরি দ্রব্যাদি খোলা বাতাসে রেখে দিলে উহা নিজে নিজে শুকিয়ে যায়। ইহাকে ন্যাচারাল ড্রাইং বলে। এই পদ্ধতিতে দ্রব্যাদি শুকানোর সময় কখনও কখনও বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়।

pexels-photo-7221409.jpegpixels

কারণ ন্যাচা্রাল ড্রাইং পদ্ধতিতে দ্রব্যাদি হতে সমভাবে পানি বাষ্পায়িত হতে পারে না। তাছাড়া এই পদ্ধতিতে শুকাতে বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু বাণিজ্যিক ভাবে দ্রব্যাদি উৎপাদন করতে দ্রুত শুকানো দরকার। সিরামিকের দ্রব্যাদি দ্রুত ও ত্রুটিমুক্ত ভাবে দ্রুত শুকানোর জন্য যে সকল ইকুইপমেন্ট ব্যাবহার করা হয় উহাদেরকে ড্রায়ার বলে।

সিরামিকের সকল দ্রব্যের মধ্যে একই রকম পানি থাকে না। কোন কোন দ্রব্যের মধ্যে পানি বেশি থাকে আবার কোন কোন দ্রব্যের মধ্যে পানি কম থাকে। এই পানির পরিমাণ মুলত উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে।

যেমন: জিগার পদ্ধতিতে তৈরি দ্রব্যের চেয়ে কাস্টিং পদ্ধতিতে তৈরি দ্রব্যের মধ্যে পানি বেশি থাকে। এছাড়া সব দ্রব্যের পুরুত্ব ও আকার এক রকম থাকে না। টেবিল ওয়্যার এর পুরুত্ব কম থাকে এবং আকারেও ছোট থাকে।

আবার স্যানিটারি ওয়্যার, হেভি কে প্রোডাক্টস ও রিফ্র্যাকটরির পুরুত্ব বেশি, আকারে বড় ও ওজনে ভারী হয় । কম পুরুত্বের দ্রব্যাদি অধিক পুরুত্বের দ্রব্যাদি অপেক্ষা কম সময়ে শুকায়।

বিভিন্ন ধরনের দ্রব্যাদি শুকানোর সময়ও ভিন্ন হয়ে থাকে। তাই বিভিন্ন ধরণের দ্রব্যাদি শুকাতে ভিন্ন ভিন্ন ড্রায়ার ব্যবহৃত হয়। যাতে মানসম্মত ভাবে দ্রব্যাদি শুকানো যায়।

pexels-photo-7399421.jpegpixels

মূলত দ্রব্যাদি ড্রাইং করা হয় ফায়ারিং করার আগে। যাতে দ্রব্যাদি একটু শক্তিশালী হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে যেন দ্রব্যের গায়ে কোন প্রকার দাগ না লাগে।

দ্রব্যাদি ড্রাইং বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রিতে এই ড্রায়ার এর মাধ্যমেই বেশি ড্রাইং করা হয়ে থাকে। কম সময়ে,সমান ভাবে অনেক দ্রব্য একসাথে ড্রইং করা হয়।

ড্রায়ারের তাপমাত্রা ১১০° থেকে ১২০° সেলসিয়াস থাকে। তাই অল্প সময়ে দ্রব্য শুষ্ক করা যায়। এতে ইন্ডাস্ট্রি দ্রব্য সাপ্লাই বেশি দিতে পারে এবং ইন্ডাস্ট্রি লাভবান হয়। সিরামিক শিল্পের উন্নয়নে এই ড্রায়ার অনেক বড় ভূমিকা পালন করছে।

আজকের পোস্ট এ পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90