আধুনিক চিন্তাধারায় সিরামিক দ্রব্যাদির মান প্রণয়ন ও মান নিয়ন্ত্রণ

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই অনেক ভালো আছেন।আমি ও অনেক ভালো আছি,আলহামদুলিল্লাহ। আজকে আমি আধুনিক চিন্তাধারায় সিরামিক দ্রব্যাদির মান প্রণয়ন ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব।

free-photo-of-glass-cups-with-lids-and-a-tea-set-on-shelf.jpegpixels

আধুনিক সভ্যতার যুগে উৎপাদকের উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করণই প্রধান লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদা অনুযায়ী বা ভোক্তা সাধারনের ব্যবহারের যত রকম সুযোগ-সুবিধা সহ অবয়ব অলংকার ডিজাইন এবং একই ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিদ্বন্দ্বী কারখানাগুলোর উৎপাদিত পণ্যের সহিত পণ্যের মান নিয়ন্ত্রণের ভূমিকা অঙ্গা অঙ্গী ভাবে জড়িত।

যথোপযোগী মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উৎপাদন প্রক্রিয়ায় কারিগরি সমস্যা দূরীকরণেও সঠিক মূল্যায়নে সাহায্য করে এই ব্যবস্থা সংগৃহীত বিভিন্ন তথ্যাবলী ও উপাত্ত, গবেষণা ও উন্নয়ন কার্যে আলোকবর্তিতা হিসেবে কাজ করে।

আর তাই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উৎপাদনশীলতায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এই ক্ষেত্রে সামান্যতম শিথিলতা ও সমাজ জীবনে দুর্যোগ ডেকে আনতে পারে।

সিরামিক পণ্যের মান নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে, উৎপাদিত পণ্যের কিছু নির্ধারিত গুণাগুণ নির্দেশনা আকারে থাকে। যাহা ভোক্তা সাধারণের চাহিদা অনুযায়ী করা হয়ে থাকে।

বর্তমানে মান নিয়ন্ত্রণকে আরো জোরদার ও অর্থবহ করার জন্য কোয়ালিটি এসুইরেন্স বা মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে একটি দল গঠনের অনুপ্রেরণা দেয়। কোয়ালিটি কন্ট্রোল ও কোয়ালিটি এসুইরেন্স দুইটি প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও তারা ভিন্ন ভিন্ন ধারণার উপর প্রতিষ্ঠিত।

pexels-photo-6611184.jpegpixels

একটি হলো উৎপাদিত পণ্যের বেলায় মান নিয়ন্ত্রণ আর অন্যটি হলো কারখানার সর্বক্ষেত্রে ওই মান নিয়ন্ত্রণকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি দল গঠন করা হয়ে থাকে।

যেখানে শুধুমাত্র মান নিয়ন্ত্রণ বিভাগের লোকজনই থাকেন না বরং কারিগরি সকল বিভাগ, হিসাব, প্রশাসন ও ম্যাটেরিয়াল প্লানিং এর লোকজন দ্বারা দল গঠন করা হয়।

দল গঠনের প্রধান কারণ সকলের অংশীদারিত্বে কারখানার প্রতিটি ধাপে যেন প্রক্রিয়াজাত দ্রব্যে মানের কোন ঘাটতি না থাকে। দলের আরেকটি লক্ষ্য হলো কারখানার প্রতিস্তরে প্রক্রিয়াজাত মালামালের ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করার পূর্বে পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা।এই দুইটি ধারা একত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট নামে পরিচিত।

pexels-photo-3817498.jpegpixels

অতএব আইএসও ব্যবস্থা কোয়ালিটি কন্ট্রোল হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট এর একটি অংশ। কোয়ালিটি কন্ট্রোল শুধুমাত্র উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করে।

অন্যদিকে পণ্যের গুণগত মানের বিশ্বাস যোগ্যতার জন্য উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্নভাবে করণীয় দিকগুলো পর্যালোচনা করা ও তার নাম এবং এটিও কোয়ালিটি ম্যানেজমেন্টের একটি অংশ।

পন্যের মান ঠিক রাখতে হলে আর্দ্রতআ, শুষ্কতা, আঠালোতা ইত্যাদি ঠিক রাখতে হবে। তাহলেই একটি মানসম্মত দ্রব্য তৈরি করা সম্ভব। সিরামিকের অগ্রযাত্রায় পণ্যের গুণগতমান ঠিক রাখা আবশ্যক।

আমার আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

পন্যের মান ঠিক রাখতে হলে আর্দ্রতআ, শুষ্কতা, আঠালোতা ইত্যাদি ঠিক রাখতে হবে। তাহলেই একটি মানসম্মত দ্রব্য তৈরি করা সম্ভব।

প্রত্যেকটা সেক্টরেই এই ম্যানেজমেন্ট থাকা অত্যন্ত জরুরি। কেননা যখন এই ম্যানেজমেন্ট গুলো সঠিকভাবে কাজ করবে এবং সঠিকভাবে তদারকি করবে তখন ডিফেক্টগুলো উল্লেখ করতে পারবে এবং ডিফেক্ট গুলোকে দ্রব্যাদি থেকে কিভাবে দূর করা যায় সেই ব্যবস্থা নেবে। সেই অনুযায়ী আরো ভালো মানের দ্রব্যাদি বাজারে তুলে ধরা যাবে।

কোয়ালিটি কন্ট্রোল ও কোয়ালিটি এসুইরেন্স দুটি প্রায় একই রকম হলেও এই দুটির অনেক ভ্যালু রয়েছে। তাদের সঠিক তথ্যে দ্রব্যাদি উন্নত হয়। ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দরভাবে সিরামিক দ্রবাদির মান উন্নয়ন নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এবং মানসম্মত মন্তব্য করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90