ব্যবসায় সফল হওয়ার উপায়

in Incredible Indialast year

আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ।আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি ও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি ব্যবসায়ে সফল হওয়ার উপায় সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব।

pexels-photo-5697249.jpegpixels

একজন উদ্যোক্তার উদ্যোগ সফল হওয়ার উপর শুধু উদ্যোক্তার নিজের উন্নয়ন নির্ভর করে না, বরং দেশ ও দশের উন্নতি ও নির্ভর করে। উদ্যোক্তার উদ্যোগ সফল বা ব্যর্থ হওয়া অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।

সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করে যারা ব্যবসা পরিচালনা করেন, তারাই কেবল সফল হন।

ব্যবসায় সফল হওয়ার উপায় সমূহ
  • ব্যবসায়ের সঠিক পণ্য নির্ধারণ : সঠিক পণ্য নির্ধারণ ব্যবসায়ের সাফল্যের অন্যতম পূর্বশর্ত। উদ্যোক্তাকে পণ্য নির্বাচন করার পূর্বে বাজারে সে পণ্যের চাহিদা আছে কি না তা নিরূপণ করতে হবে। বহুল ব্যবহৃত পণ্যের চেয়ে সম্ভাবনাময় পণ্য নির্বাচন করলে সফলতা বেশি আসে।

  • সঠিক পরিকল্পনা প্রণয়ন : ভবিষ্যতে কী, কখন এবং কীভাবে একটি কাজ করতে হবে তা অগ্রিম চিন্তাভাবনা করার নামই পরিকল্পনা। সঠিক পরিকল্পনার অভাব ব্যবসায়ে ব্যর্থতার অন্যতম কারণ। তাই ব্যবসা-বাণিজ্য সফলভাবে পরিচালনার জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য।

  • প্রাথমিক মূলধন: দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি উভয়ক্ষেত্রেই শিল্প প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধন পর্যাপ্ত হওয়া চাই। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ বা সংগ্রহ করতে ব্যর্থ হলে যথাযথভাবে ব্যবসায়ের কার্য পরিচালনা করা যায় না।

pexels-photo-3153198.jpegpixels

  • বাজারে চাহিদার পরিমাণ নিরূপণ: বাজারে চাহিদার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ এবং কতটুকু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরবরাহ করতে পারবে, তা নিরূপণ ব্যবসায় সফলতার অন্যতম শর্ত। উপযুক্ত কলাকৌশলের মাধ্যমে সংগৃহীত তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে এ চাহিদা নির্ধারণ করা উচিত।

  • পণ্য বাজারজাতকরণ:শুধুমাত্র পণ্যের চাহিদা নিরূপণ সফলতার জন্য যথেষ্ট নয়। উৎপাদিত পণ্য যথাযথ গুণাগুণ-সম্পন্ন হওয়া চাই এবং তা কীভাবে বাজারজাতকরণ করা হবে, তা পূর্বেই নির্ধারণ করতে হবে। সুপরিকল্পিতভাবে বাজারজাতকরণ প্রক্রিয়া ব্যবসায়ের সাফল্যের চাবিকাঠি।

  • শিক্ষা ও অভিজ্ঞতা : ব্যবসা-বাণিজ্যে অতীত অভিজ্ঞতা সফলতার জন্য যথেষ্ট সহায়ক। গবেষণার মাধ্যমে এ সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু অভিজ্ঞতার সাথে শিক্ষাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যবসায়ে পূর্ব- অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাগণ সবচেয়ে বেশি সফল হন।

pexels-photo-8553864.jpegpixels

  • যৌথ উদ্যোগ: পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানের সাফল্যের লক্ষ্যে পৌছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।

  • ব্যবসারের উপযুক্ত অবস্থান নির্বাচন : ব্যবসায় প্রতিষ্ঠান এমন স্থানে হওয়া উচিত, যেখানে বিভিন্ন অবকাঠামোগত সুবিধা রয়েছে।

  • সুষ্ঠু তদারক ব্যবস্থা ও হিসাবরক্ষণ : ব্যবসায়ে সাফল্য লাভ করতে হলে একদিকে যেমন সুষ্ঠু তদারক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে যথাযথভাবে হিসাবরক্ষণ আবশ্যক। যথাযথভাবে হিসাবরক্ষণ না করলে অনেক ব্যবসায় কিছুকাল চলার পর বন্ধ হয়ে যায়।

  • সুষ্ঠু ঋণ ব্যবস্থা: ঋণ নেয়া বা দেয়া উভয়ক্ষেত্রেই সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা ব্যবসায় সাফল্যের একটি অন্যতম উপায়।

ব্যবসায় সফল হতে গেলে অবশ্যই ওপরের নিয়ম গুলো মানতে হবে। তাহলেই আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন।

আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Thank you

Loading...
 last year 

আসলে একজন ব্যক্তি ব্যবসা সম্পর্কে উদ্যোগ গ্রহণ করলে! যে উদ্যোগগুলো সঠিক, সেই উদ্যোগ গুলো যদি সে গ্রহণ করতে পারে! তাহলে কিন্তু সে ব্যবসায় অবশ্যই সফল হবে।

আপনি আজকে যে উদ্যোগ গুলো আমাদের সাথে শেয়ার করেছেন! একজন ব্যবসায়ী ব্যবসা করার আগে এই সঠিক উদ্যোগ গুলো,, অবশ্যই তার মধ্যে থাকা খুব প্রয়োজন।

সফলতা তখনই আসে! যখন আমরা সঠিক পথে পা বাড়াই! ঠিক তেমনি একজন ব্যবসায়ী যখন সঠিক উদ্যোগ গ্রহণ করবে! তখনই সে ব্যবসার মধ্যে সফলতা লাভ করতে পারবে।

খুবই দারুণ লিখেছেন আপনি,, একজন ব্যবসায়ী সম্পর্কে! সে কিভাবে সঠিক উদ্যোগ গ্রহণ করে,, সফল হতে পারে! অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32