জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করুন

in Incredible Indialast month

pexels-jjagtenberg-103127.jpg
Source

মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অন্যান্য প্রাণী থেকে মানুষকে যেসকল গুণ আলাদা করে তা হল তার বুদ্ধিমত্তা, বিবেক এবং আবেগ। মানুষের মুক্ত চিন্তা করার স্বাধীনতা রয়েছে যা বেশিরভাগ প্রাণী করতে অক্ষম। তাই শুধুমাত্র খাদ্য খোঁজার জন্য আমাদের জন্ম হয়নি। সুখ, দুঃখ, ভালোবাসা, আশা, হতাশা, উথান, পতন সব কিছু নিয়েই জীবন। আর এত কিছু এক জীবনে উপলব্ধি করার সময়টা কিন্তু খুব অল্প। মানে আমাদের জীবনের সময়সীমা খুবই সীমিত।

pexels-rjprabu-1586068.jpg
Source

কখনো কি ভেবে দেখেছেন আপনি যে রাতের বেলা ঘুমাতে যান। পরদিন সকালে যদি আপনার চোখ আর না খোলে।তাহলে কি হবে? নতুন আরেকটি দিন দেখার সৌভাগ্য যদি আপনার আর না হয়? কত কিছুই ঘটে মানুষের জীবনে। কতই না প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যেতে হয় তাকে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ইশ্বরের দেওয়া এই সুন্দর জীবনটি যারা নিজে হাতে নষ্ট করর দেয়, তাদের মতন বোকা আর দ্বিতীয়টি নেই।

pexels-fecundap6-359989.jpg
Source

একারণে জীবনে বাঁচার মতন করে বাঁচতে হবে। প্রতিটি কাজে আনন্দ খুঁজে নিতে হবে। ছোট ছোট প্রাপ্তিগুলোতে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।যত কমে নিজেকে সন্তুষ্ট করতে পারবেন আপনি তত খুশি থাকবেন। নিজের কাছের মানুষজনদের কাছ থেকেও কম কম আশা করবেন। একটা বিষয় মনে রাখা উচিত যে, আশা যত কম না পাওয়ার কষ্টটাও তত কম।

এই যে প্রতিনিয়ত হাড়ভাঙ্গা পরিশ্রম করা হয়। আমরা নিজেদের জন্য কতটুকু সময় ব্যয় করি? কতক্ষণ আমরা দিনে বা সপ্তাহে বা মাসে নিজের ভালোলাগা কাজের পেছনে ব্যয় করার সুযোগ পাই? যারা অফিস করেন তারা সকালে ঘুম থেকে উঠেন সারা দিন অফিস আর বাসায় এসে ঘুম। এই হচ্ছে জীবন। কর্পোরেট লাইফটা এত পরিমাণ মানসিক চাপের হয়ে গেছে যে মানুষ তাদের নিজস্বতা হারিয়ে যান্ত্রিক রোবট হয়ে যাচ্ছে।

pexels-freestockpro-3036405.jpg
Source

মাঝে মাঝে ব্রেক নিন। কষ্ট করে হলেও নিজেকে সময় দিন। মানুষের মন ও দেহ একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। মন ভালো না থাকল্র শরীর আপনা থেকেই কাজ করা বন্ধ করে দিবে। মেজাজ হবে খিটখিটে। জীবনটা শুধু টাকা উপার্জনের জন্যই নয়। এই যে এত টাকা উপার্জন করবেন ভাবছেন বা করে চলেছেন এগুলো ভোগ করার সময় পাবেন তো? তাই ছোট এই জীবনে চাপমুক্ত থাকার চেষ্টা করুন। কাজের ভেতরে আনন্দ খুঁজে নিন। তখন দেখবেন আপনার আর অবসর সময় ভালো লাগবে না।

নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করা যেমন দরকার। তেমনি নিজের শখেরও মূল্য আছে। সবকিছু ভবিষ্যতের জন্য রেখে দিতে নেই। ভবিষ্যত সবসময় অনিশ্চিত। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে ঠিকই। কিন্তু তা বর্তমানকে উপেক্ষা করে নয়।

Thank You

Sort:  
Loading...
 last month 

জীবনে ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে তো অনেকেই চায়। কিন্তু এই কথাটা বোঝে কয়জন। জীবনে বাঁচার মতো বাঁচতে তো চাই। তবে নিজের কাছের মানুষদের কাছ থেকে আশা করাটা ছেড়েই দিয়েছি। আপনার পোস্টটা পড়ে অনেক কিছু জানতে পারলাম। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কাজের ফাঁকে কিছুটা সময় আনন্দ করা উচিত তাহলে মণ্য ভালো থাকে সবকিছুই অনেক সুন্দর থাকে এর কারণে অবশ্যই আপনার যতটুকু সময় আপনি পান ততটুকু সময় আছে আনন্দের ভিতরে কাটান। আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ যেন এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63