You are viewing a single comment's thread from:

RE: "পরহেজগার বউ নাটকের:- (রিভিউ উপস্থাপন)"

in Incredible India7 days ago

নাটক খুব বেশী দেখা হয় না আমার। আর বর্তমানে বাংলাদেশের নাটকের মান অনেকটাই নীচে নেমে গেছে। তাই দেখতেও ইচ্ছা করে না। কিন্তু আপনার এই নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে এটি দেখা যেতে পারে। দিন দিন মর্ডান হতে গিয়ে শালীনতা হারিয়ে ফেলছে মেয়েরা। সেখানে এরকম নাটক সচেতনতার কাজ করবে। সবাইকে না পারলেও কিছু মানুষ যদি এসকল নাটক দেখে ভালো পথে ফিরে আসে সেটিই স্বার্থকতা। আপনি অনেক সুন্দরভাবে রিভিউ দিয়েছেন নাটকটির। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 7 days ago 

আমিও সময়ের অভাবে তেমন একটা দেখতে পারিনা। তবে ফেসবুক স্কলিং করার সময় যে নাটকের বিভিন্ন অংশ আমার সামনে পড়ে। ওই নাটকের অংশগুলো যদি আমার কাছে ভালো লাগে। তখন আমি ইউটিউবে গিয়ে ওই নাটকটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। এটা একেবারেই ঠিক অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে মেয়েরা নিজেদের শালীনতা হারিয়ে ফেলে। নিজেরা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এটা তারা ভুলে যায়। তারা এমনভাবে চলাফেরা করে। মনে হয় তারা এই পৃথিবীতে আজীবন থেকে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44