You are viewing a single comment's thread from:

RE: বাস্তবতার সাথে লড়াই করতে কখনো কখনো মানসিক শান্তি বড্ড জরুরি হয়

in Incredible India28 days ago

প্রত্যেকের জীবনেই কিছু না কিছু দুঃখ থাকে। কেউই সুখী নয়। কিন্তু এই বাস্তবতার যুদ্ধ থেকে একটু প্রশান্তির খোঁজে মানুষ তার ভালো লাগার কাজ গুলো করে থাকে। কোথাও ঘুরতে যাওয়াটাও এর মধ্যে পড়ে। এজন্য কেউ যদি মানসিকভাবে বা শারীরিক ভাবেও ভেঙে পড়ে তাহলে ডাক্তার পরামর্শ দেন হাওয়া বদলের জন্য। আপনার বান্ধুবীর মতন আমিও আগে এভাবে কয়েকবার বেরিয়ে গিয়েছি। কিন্তু বেশী দূরে যাইনি। কাছাকাছিই ছিলাম। আমি যখন ফোন করে কোন বন্ধুকে বাইরে যাওয়ার জন্য রাজী করাতে পারিনা। তখন একাই বেরিয়ে পড়ি। রেস্টুরেন্টেও কত যে একা একা খেয়েছি। নিজেকে নিজে খুশী রাখতে পারলেই সব ঠিক। যদিও হুট করে এভাবে বেরিয়ে যাওয়া ঠিক না। কাছের মানুষজন দুশ্চিন্তা করবে এটাই স্বাভাবিক। কিন্তু এতে একটু হলেও মানসিক শান্তি পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74