You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ করেই পার্কে যাওয়ার পরিকল্পনা।

in Incredible Indialast year

ঈদের পর থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ কারণে মানুষজন বেশি ঘুরতে যেতে পারেনি। এর ভিতরেও সময় করে আপনারা ঘুরেছেন দেখে ভালো লাগলো। পরিবারের সবাই মিলে কোন জায়গায় বেড়াতে গেলে আলাদা আনন্দ হয়। থাক ভাই আর দুঃখ পেতে হবে না। খুব শীঘ্রই আপনিও ডাবল মানুষ হয়ে পার্কে ঘুরতে যান সে দোয়া করি। যাতে আর সিংগেলদের কষ্ট ভোগ না করতে হয়। 😅মেয়েরা ফুচকা প্রেমী হয়। তাই। সাতজনে প্রায় হাজার টাকার ফুচকা খেয়ে ফেলেছে। ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পেরে। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 last year 

এটা ঠিক বলেছেন ভাই পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে গেলে একটা অন্যরকম আনন্দ হয়। কবে যে হবে সেই আশায় আছি 😄। মেয়েদের গো যদি ফুসকা প্রযুক্ত তাই দেওয়া হয় এক পাশের মেয়ে এক পাশে ছেলে আমি আশা করি মেয়েরা জিতবে। আমি মনে করছিলাম কিছু টাকা হবে তাই তাদেরকে ইচ্ছামত ফুচকা খাওয়ার অনুমতি দিয়েছিলাম কিন্তু আমি কখনো ভাবি নাই যে ফুচকা খাওয়ার বিল হাজার টাকার উপরে এসে যাবে।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111131.03
ETH 4293.75
SBD 0.84