Incredible India monthly contest of June#1|What do we need to win?

in Incredible Indialast month (edited)

Give Away Instagram Post.jpg
Edited by Canva

শুরুতেই ধন্যবাদ জানচ্ছি কমিউনিটি কতৃপক্ষকে সুন্দর একটি বিষয় বেছে নেওয়ার জন্য। প্রতিযোগিতার নিয়মানুসারে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি আমার মতামত তুলে ধরবো।

1. According to you, what is the definition of a winner?

বিজয়ী কাকে বলে? আমার কাছে একজন বিজয়ীর সঙ্গা হচ্ছে, যে হার মানে না। বার বার আঘাত পেয়েও যে ঘুরে দাঁড়ায় সেই হচ্ছে বিজয়ী। দার কাছে সফলতা ধরা দিতে বাধ্য। প্রকৃত বিজয়ীরা অন্যের সাথে নিজের তুলনা করে না। তারা নিজেদের সাথে নিজেদের তুলনা করে। অর্থাৎ, তারা এটা ভাবে না যে অমুক আমার আগে চলে গেল এখন কি হবে। তারা সবসময় ফোকাস রাখে নিজের কতটা উন্নতি হলো এবং কি করলে এই উন্নতির মাত্রা ছাড়িয়ে আরও বহুদূর যাওয়া যাবে। নিজেকে শক্ত করে তুলতে ঘাত প্রতিঘাত সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। যা একজন বিজয়ীর অন্যতম বৈশিষ্ট্য। বিজয়ীরা সবসময় মন থেকে বিশ্বাস করেন যে তিনি পারবেন। তার দ্বারা সব সম্ভব।

pexels-pixabay-260024.jpg
Source

2. To become a winner, which things make the vital part- brain skills or body strength? Justify your answer in each case!

বিজয়ী হতে গেলে আমার মতে দুটোই প্রয়োজন। বুদ্ধি অথবা শারীরিক সক্ষমতা যে কোন একটির ঘাটতি আপনার সফলতায় বাঁধার সৃষ্টি করতে পারে। একটি ছাড়া আরেকটি দুর্বল হয়ে যায়। তবে এর ভেতরেও যদি কম বেশী করতে হয় তাহলে আমার মনে হয় মনের শক্তিটাই বেশী দরকার। জীবনে জয়ী হয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে যারা শারীরিকভাবে ফিট নয়। সম্প্রতি ইন্টারনেটে প্রায়ই একজন যুবকের খবর সামনে আসছিল যিনি একজন সফল ফ্রিল্যান্সার। জন্মগত ভাবেই তার শারীরিক ত্রুটি রয়েছে। সে শুধুমাত্র ডান হাতের এক আঙ্গুল নাড়াতে পারে কিন্তু জীবন যুদ্ধে সে থেমে যায়নি। যেখানে তার মতন মানুষ অন্যের সাহায্যে জীবন পরিচালনা করে সেখানে সে নিজের অদম্য চেষ্টায় মাসে প্রায় লাখ খানেক এর বেশী টাকা উপার্জন করছে। এর পেছনে সবচেয়ে বেশী কাজ করেছে তার মনের জোর এবং জেদ।

অপরদিকে যে সকল কাজে জয়ী হতে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয় সেখানে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি পিছিয়ে পড়বে এটিই স্বাভাবিক। তখন বুদ্ধিমত্তার সম্পূর্ণ ব্যবহার ঘটিয়েও জয় লাভ সম্ভব না। তাই স্থান ও পরিস্থিতি ভেদে দুটোরই গুরুত্ব অনেক বলে আমি মনে করি।

3. Describe a few points that can help us to reach our goals.

লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে কিছু আমি তুলে ধরছি।

১. আপনার লক্ষ্য পরিষ্কার থাকতে হবে।

আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চান এবং সেটি করার জন্য আপনাকে কোন প্রসেস এর মধ্য দিয়ে যেতে হবে। এর ফলাফল কি আসবে সে সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে।

২. সফলতার ধাপগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে হবে

একবারে অনেক চাপ নেওয়া যাবে না। আপনার কাজের গতি ঠিক করে সে অনুযায়ী আগাতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে কঠোর পরিশ্রমের চেয়ে সঠিক উপয়ে পরিশ্রম করা বেশী জরুরী।

৩. কাজের সময় নির্ধারণ করা
আপনি কত সময়ের মধ্যে আপনার সফলতার ছোঁয়া পেতে চান তার একটি ডেডলাইন সেট করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আপনি নিজেকে একটি টাইম ফ্রেমে বেঁধে দিলে কাজের মনোযোগ আরও বেড়ে যাবে।

এছাড়াও আরও অনেক বিষয়ের প্রতি খেয়াল রেখে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন।

4. Which things should we follow and should avoid to win in the race of our lifestyle? Describe.

এই লিস্টে বলে শেষ করা যাবে না। তবে আমার কাছে সবচেয়ে বেশী যে সকল বিষয় গুরুত্বপূর্ণ মনে হয় তা হলো একাগ্রতা, সংকল্প, আত্মবিশ্বাস, সময়নিষ্ঠতা। এসকল বিষয়গুলোকে ঠিক রাখতে হবে। সবসময় একটি পজেটিভ ভাবনা ভাবতে হবে। কোন ভাবেই নেগেটিভ কিছু চিন্তা করা যাবে না। কারণ একবার মাথায় নেগেটিভ চিন্তা ঢুকে গেলে ভালো কাজও খারাপ হয়ে যায়। খারাপটাকে বর্জন করে ভালো অভ্যাসগুলো আয়ত্ব করতে পারলেই সফলতা এমনি ধরা দিবে বলে আমি মনে করি।

প্রতিযোগিতার নিয়মানুসারে আমার ৩ জন বন্ধুকে মেনশন দিলাম @mrsokal @sabus @tanay123

Thank you

Sort:  
Loading...
 last month 

প্রকৃত বিজয়ীরা অন্যের সাথে নিজের তুলনা করে না। তারা নিজেদের সাথে নিজেদের তুলনা করে।

  • এই কথাটা খুব সুন্দর লিখেছেন। সত্যিই বিজয়ী হওয়ার জন্য নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হতে হয়। লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য পূরনে অবিচল থাকা অনেক কঠিন। আর যারা সেই কঠিনকে অতিক্রম করতে পারে, প্রকৃত বিজয়ী তারা। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। খুব সুন্দর ভাবে আপনি নিজের মতামত লেখার মাধ্যমে তুলে ধরেছেন। ভালো থাকবেন।

Greetings I strongly agree with you that we should think a positive thoughts and avoid thinking negative thoughts that's very good wish you best of luck.

 last month 

thank you so much for your opinion.

You are welcome

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51