Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in Incredible India2 months ago

Rose White Illustrative World Humanity Day Twitter Post.jpg
Edited by Canva

আসসালামু আলাইকুম

শুরুতেই আমাদের এডমিন ম্যামকে ধন্যবাদ জানাই মে মাসের দ্বিতীয় সপ্তাহের জন্য খুবই সুন্দর এবং বাস্তব জীবনের সাথে সম্পর্কৃত একটি বিষয়বস্তু নির্ধারণ করার জন্য। আমি এ প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমার মতামত তুলে ধরছি।

As per your viewpoint, which three qualities all humans should carry within?

pexels-andres-ayrton-6551313.jpg
Source

প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু গুণাবলি থাকে। একটি মানুষের চারিত্রিক বা মানসিক গুণাবলি কীভাবে গড়ে উঠবে তা সেই মানুষটির পরিবার এবং পরিবেশ দ্বারাই নির্ধারিত হয়। মানুষের আচার-আচরণে তার ব্যক্তিত্যের প্রকাশ পায়।

একজন মানুষ হিসেবে প্রত্যেকের যে সকল গুণগুলো থাকা জরুরী বলে আমি মনে করি তা হলো: মনুষ্যত্ববোধ, সততা, ধৈর্য্য। এর পাশাপাশি আরও অনেক গুণাবলী মানুষের থাকে কিন্তু আমার মতে এগুলোই প্রধান যা একটি মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে।

How do those qualities help to enhance us and others (including family and society)? Describe.

মনুষ্যত্ববোধ:

মানুষের সাথে মনুষ্যত্ববোধ বিষয়টা অতপ্রোতভাবে জড়িয়ে আছে। যে বোধটা মানুষকে মানুষ করে তোলে, অন্য প্রাণী থেকে আলাদা করে তোলে সেটিই মনুষ্যত্ববোধ। মানুষের কাছ থেকে অমানুষিক আচরণ কখনই কাম্য নয়। আপনার মধ্যে মনুষ্যত্ববোধ থাকলে আপনি পরিবারে যেমন সম্মানিত হবেন তেমনি সমাজেও প্রশংসিত হবেন। তাই এই গুণটি সব মানুষের থাকা প্রয়োজন বলে আমি মনে করি।

সততা:

আজ কাল আমাদের মধ্যে সবচেয়ে বেশী যে জিনিসটার ঘাটতি দেখা যায় তা হচ্ছে সততা। অসৎ লোক দিয়ে আমাদের চারপাশ পরিপূর্ণ। অথচ সবাই যদি যার যার কর্মে সততার পরিচয় দিত তাহলে হয়তো পৃথিবীটাই স্বর্গে রূপ নিত। নিরীহ মানুষরাও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হত না। অসৎ ব্যক্তির অসদ আচরণ সর্বদা গর্হিত। সততা এমন একটি গুণ যা মানুষকে শুদ্ধ করে।

ধৈর্য্য:

প্রতিটি মানুষই সফলতা চায়। কিন্তু ধৈর্য্য ধারণ করতে চায় না। সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য্য। রাতারাতি কেউ সফল হয় না। ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে কোন কিছুর পিছে লেগে থাকলে তবেই সফলতা ধরা দেয়। মানবজীবনের অন্যতম গুণ এটি।

pexels-mizunokozuki-13801591.jpg
Source
আমরা সবসময় তৎক্ষনাত ফলাফল চাই। একটি কাজ করলে যদি তার ফলাফল সাথে সাথে চলে আসে তাহলে সেই কাজে আমাদের আগ্রহ বেশী থাকে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে, সফলতার কোন শর্টকাট নেই। জীবনে কোন কিছু অর্জন করতে চাইলে কিছু কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হবে যার মধ্যে ধৈর্য্য অন্যতম।

Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your view.

আমি বিশ্বাস করি নিজের ভুল স্বীকার করাও একটা বড় গুণ। মানুষ মাত্রই ভুল করবে এটিই স্বাভাবিক। ভুলের উর্ধ্বে আমরা কেউ নই। সবাই কম বেশী বিভিন্ন কাজে ভুল করে থাকি। কিন্তু এই ভুলগুলো চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নেই আমরা কয়জন? বেশীরভাগ মানুষই আমরা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে পছন্দ করি। এর ফলে সৃষ্টি হয় অসন্তুষ্টি। ভুল করা লজ্জার কিছু নয়। কিন্তু ভুল থেকে শিক্ষা না নিয়ে পুনরায় ভুল করা আসলেই লজ্জাজনক।

pexels-liza-summer-6382634.jpg
Source

কোন কাজের উন্নতি করতে হলে আপনাকে প্রথমে নিজের ভুলগুলো খুঁজতে হবে সেগুলো মেনে নিয়ে পরবর্তীতে যাতে এই ভুলের পরিমাণ কমিয়ে আনা যায় সেই অনুযায়ী কাজ করতে হবে। তবেই কাজের গুণগতমান বৃদ্ধি পাবে।

আজ এ পর্যন্তই। প্রতিযোগিতার নিয়মানুসারে আমার ৩ জন বন্ধুকে ম্যানশন দিলাম @mrsokal @sabus @tanay123

Thank You

Sort:  
Loading...
 2 months ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আপনি ঠিকই বলেছেন একজন মানুষের মাঝে ধৈর্য্য থাকাটা অন্তত জরুরি। যেকোনো কাজে সফলতা অর্জনের জন্য ধৈর্য্য ধরাটা আবশ্যক। একবার না পারিলে দেখো শতবার,, এই প্রবাদটা আমরা সবাই জানি।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

সত্যিই একজন সব মানুষের তিনটি ভালো গুণাবলী থাকা খুব জরুরী। মনুষ্যত্ব, সততা ও ধৈর্য এই তিনটি গুণাবলী থাকলে একজন মানুষ সৎ চরিত্রবান।
বর্তমানে আমাদের সমাজে এবং চারপাশে তো যদি অসৎ ব্যক্তি। আর এই অসৎ ব্যক্তিদের প্রত্যেকেরই উদ্দেশ্যের পিছনে রয়েছে স্বার্থ।
আপনার শেষের প্রশ্নের উত্তরটি খুব ভালো লেগেছে। ঠিক বলেছেন আমরা মানুষ আর মানুষ মাত্রই তো ভুল।নিজের ভুল স্বীকার করাটাও একটি ভালো গুণ।

কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

প্রথমেই বলবো অনেক অনেক ধন্যবাদ প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্নটি চমৎকার হয়েছে একটা মানুষকে সৎ হতে হলে এই গুণাবলী গুলো অবশ্যই প্রয়োজন,,
আপনি কিন্তু একদম ঠিক বলেছেন মানুষের বলছি কি আর করা মহৎ গুণ , কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের ভুল কখনো স্বীকার করতে জানে না এবং বুঝলে ও সেটা করেনা।
তবে আমি ভুল করার পরে ভুল স্বীকার করতে অনেক বেশি পছন্দ করি এটা ছোটবেলা থেকেই হয়ে এসেছে।। ধন্যবাদ আপনার প্রতিযোগিতার জন্য আমি অনেক অনেক শুভকামনা।।

 2 months ago 

মে মাসের দ্বিতীয় সপ্তাহের মান্থলি কন্টেস্টের জন্য আপনি খুব চমৎকার ভাবে মানুষের তিনটি গুণাবলী এবং এ সম্পর্কে আপনার মতামত তুলে ধরেছেন।
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে, প্রতিটি মানুষের আর শত মাঝে সততা, ধৈর্য ও মনুষ্যত্ববোধ এই তিনটা গুণাবলী থাকা একান্ত প্রয়োজন।
যদি আমাদের চারপাশের মানুষের মাঝে সততা ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রয়োজন বলে আমি মনে করি। সততা মানুষকে শুদ্ধ করতে সাহায্য করে আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত।
নিজের তো স্বীকার করাটা আসলে আমাদের অনেকের জন্যই বেশ কষ্টকর ব্যাপার। খুব কম মানুষই পারে নিজের ভুল স্বীকার করতে। তবে নিজের ভুল খুঁজে বের করে পরবর্তী সময়ে সেই ভুলগুলি যেন আমরা না করি, সেই ভাবে কাজ করতে করাটাই সবার উচিত।
আপনি প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

 2 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।। আর হ্যাঁ আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।।

এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আর মানুষের তিনটি গুণের কথা বলা হয়েছিল আপনি বলেছেন মানুষের মধ্যে মনুষত্ববোধ সততা ও ধৈর্য থাকা দরকার।। আর কেনো এই তিনটি জিনিস থাকা দরকার এ বিষয়ে আপনি খুবই চমৎকার আলোচনা করেছেন।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51