Contest of March#2 by @sduttaskitcen| My three favorite smartphones

in Incredible India8 months ago

Purple Pink Gradient Mobile Application Presentation.jpg
Edited by Canva

সকলকে শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এডমিন দিদি @sduttaskitchen কে, কন্টেস্ট এর জন্য এত সুন্দর এবং সময় উপযোগী একটি টপিক বেছে নেওয়ার জন্য। বর্তমান সময় যেন স্মার্ট ফোন ছাড়া অচল। বাটন ফোন এর ব্যবহার নেই বললেই চলে। আমারও কিছু পছন্দের স্মার্ট ফোন রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের প্রতিযোগিতার মূল পর্ব।

pexels-ana-quirosa-19060767.jpg
Source

1. Name three smartphones that are on your favorite list. Share the reasons.

স্মার্টফোনের মধ্যে আমার সবচেয়ে পছন্দের তিনটি মডেল হচ্ছে:
১. আপেল (আইফোন)
২. সাউমি
৩. রিয়েলমি

১. আপেল (আইফোন) : এটা তো বলার অপেক্ষা রাখে না। স্মার্টফোনের দুনিয়ায় সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ব্রান্ড হচ্ছে আইফোন। এর সবগুলো সিরিজ কাছাকাছি হলেও স্পেশাল ফিয়েচার্সগুলো অন্যসব স্মার্টফোন থেকে একে আলাদা করে রেখেছে। আইফোনের যেমন ভালো ক্যামেরা তেমনি স্মুথ পারফরমেন্স। এর সিকিউরিটি সিস্টেমও অন্যসব ফোনের চেয়ে অনেক শক্ত। তাই আমার পছন্দের তালিকায় সর্বপ্রথমই রয়েছে আইফোন।

২. সাউমি: এটি মূলত এন্ড্রয়েড ফোন। একে অনেক সময় গরীবের আইফোনও বলা হয়। কম টাকায় ভালোমানের সার্ভিস পেতে সাউমির তুলনা নেই। ক্যামেরা সাধারণতা অতটা ভালো না হলেও প্রসেসর এবং লোড নেওয়ার ক্ষমতা অন্যসব ফোনের চেয়ে বেশ ভালো। আমি যেহেতু স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করি। তাই এই বাজেট রেন্জে সাউমি ফোনগুলোই আমার বেশ পছন্দের।

৩. রিয়েলমি: এই স্মার্টফোনটা অনেকটা সাউমির কাছাকাছি। অনেক সময় আমি এই দুটো ব্রান্ড গুলিয়েও ফেলি। সাউমির মত এই ফোনের প্রসেসরের ক্ষমতাও চোখে পড়ার মত। যারা বাজেট ফ্রেন্ডলি অথচ সর্বোচ্চ পারফরমেন্সের মোবাইল চান তাদের জন্য এটি হতে পারে অন্যতম পছন্দ।

5.jpeg
আমার ব্যবহৃত রেডমি নোট ৭

While purchasing smartphones, which things do you prefer? Describe.


স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশী যে বিষয়টি লক্ষ্য রাখি তা হচ্ছে প্রসেসর। আমার মনে হয় একটি ফোনের প্রাণ হচ্ছে প্রসেসর। যেহেতু আমি একজন হেবি ইউজার। দিনের অনেকটা সময়ই ফোন ব্যবহার করা দরকার হয় তাই অন্যসব দিক বিবেচনার আগে আমি প্রসেসরটাই প্রাধান্য দেই সবচেয়ে আগে।

How many smartphones do you use as of now? Which one is your still favorite among them? why?


এখন পর্যন্ত প্রায় ৪টি স্মার্টফোন ব্যবহারের সুযোগ হয়েছে। এর মধ্যে দুটি স্যামসাং এর এবং দুটি সাউমি কোম্পানির । আমার জীবনের প্রথম স্মার্টফোন ছিল Samsung j3 , তারপর Samsung j7, সেখান থেকে Redmi note 7 এবং বর্তমানে Xiaomi poco x3 pro ব্যবহার করছি। এসকল ফোন এর মধ্যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে বর্তমানের ফোনটি ব্যবহার করে। এর ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা , স্নাপড্রাগন ৮৬০ প্রসেসর আমার ব্যবহারের উপযোগী করে তুলেছে। আগেই বলেছি আমি একটু হেবি স্মার্টফোন ইউজার তাই স্ট্রং প্রসেসরই আমার অন্যতম চাহিদা। এই ফোনের স্মুথ এক্সপেরিয়েন্স অন্য যে সকল ফোন ইউজ করেছি তার থেকে অনেক আলাদা।

22.jpeg
বর্তমানে এই ফোনটি ব্যবহার করছি

How long can you stay away from your smartphones? Share your favorite program that you enjoy watching on your smartphone.

এই বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে স্মার্টফোন আমাদের আসক্তিতে পরিণত হয়েছে। যেটুকু সময় আমার স্মার্টফোনের পিছনে দেওয়া প্রয়োজন তার থেকে বেশী সময় এর জন্য ব্যয় করছি। যদিও স্মার্টফোন আমাদের জীবনের অনেক কিছুই খুব সহজ করে দিয়েছে কিন্তু মূল্যবান সময়ও নষ্ট করছে। আমি শুধুমাত্র চার্জ দেওয়ার সময়টুকুই ফোন থেকে দূরে থাকতে পারি, অথবা কোন কাজ থাকলে এটি থেকে দূরে থাকা যায়। কিন্তু অবসর সময়টাতে ফোন হাতে না থাকলে কেমন নিজেকে অসহায় লাগে। এক প্রকার আসক্তিকে পরিণত হয়েছে ।
আমি সাধারণত মোবাইলে অনলাইন গেম খেলি। এর সাথে সাথে সোশাল মিডিয়া তো আছেই। ফেসবুক রিলস দেখতে খু্ব পছন্দ করি।
সবকিছুরই ভালো এবং খারাপ দিক আছে। যে যেভাবে বিষয়টা গ্রহণ করবে তার কাছে সেভাবেই উপস্থাপিত হবে। তাই আমাদের সকলের উচিত প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করে এর ক্ষতিকর দিক থেকে বেরিয়ে আসা।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী আমার তিনজন বন্ধুকে ম্যানশন দিলাম @mrsokal @sabus @tanay123

Thank You

Sort:  
Loading...
 8 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ কনটেস্টে অংশ নেওয়ার জন্য। আপনার পোস্টটির মাধ্যমে জানলাম যে আপনি আজ পর্যন্ত ৪ টা ফোন ব্যবহার করেছেন আর আপনার প্রিয় ফোনের মধ্যে রয়েছে আইফোন, শাওমি ও রিয়েলমি।।

ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আপনার পছন্দের তিনটি স্মার্টফোনের নাম জেনে অনেক ভালো লাগল। apple xiaomi realme এই সময় তিনটি জনপ্রিয় ব্র্যান্ডের ফোন। আপনি ঠিক বলেছেন আমরা বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া অচল। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতা আপনার সাফল্য কামনা করছি,ভালো থাকবেন।

बढ़िया लेख! यह प्रभावशाली है कि आपने अपने शीर्ष तीन स्मार्टफोन विकल्पों को इतने विस्तार से कैसे रेखांकित किया है। भारी उपयोग को देखते हुए, प्रदर्शन-संचालित प्रोसेसर के लिए आपकी प्राथमिकता बहुत मायने रखती है। यह दिलचस्प है कि कैसे स्मार्टफोन हमारे जीवन का अभिन्न अंग बन गए हैं, भले ही कभी-कभी मूल्यवान समय की कीमत पर। स्मार्टफोन के उपयोग के लाभों और कमियों को संतुलित करने पर आपकी अंतर्दृष्टि विचारशील है।

 8 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর ভাবে আপনার পছন্দের ফোন সম্পর্কে লেখার জন্য এবং বিস্তারিত শেয়ার করার জন্য। আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58