বৃষ্টির আগ মুহুর্তের কিছু ফটোগ্রাফি

in Incredible Indialast month

_Brown Aesthetic Moodboard Photo Collage Instagram Post.jpg
Edited by Canva

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। ছবিগুলো আমি আজকে বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহুর্তে তুলেছি।

6.jpeg

কয়েকদিন তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টি হচ্ছে। এমন স্নিগ্ধ পরিবেশ আসলেই অনেক উপভোগ্য। আজকে প্রায় দুপুর ৩.০০ টার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মুহুর্তেই চেনা প্রকৃতি কেমন যেন অচেনা হয়ে গেল। চারিদিকে অন্ধকার। পরিবেশের এই পরিবর্তনটা এত ভালো লাগলো আমার, যে ছবি না তুলে থাকতে পারলাম না।

5.jpeg

প্রথমে বাসার জানালা দিয়েই বিল্ডিংগুলোসহ আকাশের মেঘটা নেওয়ার চেষ্টা করি। কয়েকটি ছবি তোলার পরে একটি বিষয় লক্ষ্য করি, দুটি পাখি খুব ব্যস্ততার সাথে এক দিক থেকে আরেকদিকে উড়ে যাচ্ছে। আকাশে কালো মেঘ দেখে তারা আতঙ্কিত। বৃষ্টি নামার আগেই তাদের বাসায় ফেরার প্রবল ব্যাকুলতা প্রকাশ পাচ্ছিল।

2.jpeg

হঠাৎ আম্মু বললো ছাদে কাপড় শুকাতে দেওয়া আছে সেগুলো নিয়ে আসতে। আমিও মনে মনে খুশি হয়ে গেলাম,শুধু জানালা দিয়ে ছবি তুলে পোষাচ্ছিল না আমার। ছাদে গিয়ে আশে পাশের পরিবেশ আরও মুগ্ধ করলো আমাকে। কাপড় নেওয়ার কথা ভুলে গিয়ে ছবি তোলা শুরু করলাম। ছাদের একপাশে আসতেই চোখে পড়লো আমভার্তি একটা আমগাছ। মনে হচ্ছিল ঝড় হলে সব আম পড়ে যাবে। মনও চাচ্ছিল যে, ঝড়ের পরে আম কুড়াতে যাবো। কিন্তু আফসোস, আম পড়ার মতন কোন ঝড় বা ঝড়ো হাওয়া আসলোই না।

4.jpeg

ছাদের অন্যপাশে গিয়ে দূরে সবুজ মাঠ দেখলাম। এমন আবহাওয়ায় মাঠটি যেন আরও অপরূপ দেখাচ্ছে। সাথে সাথে কিছু ছবি তুলে নিলাম। ছাদের একটি পাশ থেকে শুধু বড় বড় অট্রালিকা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। সেখানেও আমি অন্যরকম একটি সৌন্দর্য খুঁজে পেলাম। মনে হলো যেন, এই বিশাল বিশাল অট্রালিকাগুলো গম্ভীর মুখে অপেক্ষা করছে বৃষ্টির।

3.jpeg

আমিও অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভেবেছিলাম, দারুণ একটি বৃষ্টি বা ঝড় হবে। এজন্য ছাদে দাড়িয়েও ছিলাম তা দেখার জন্য। কিন্তু প্রকৃতি এবার আমাকে নিরাশ করলো। একটু পর বৃষ্টি শুরু হলো ঠিকই । কিন্তু তা হাতে গোণা ৫মিনিটের জন্য। বৃষ্টি শুরু হতেই জামা কাপড় নিয়ে নিচে আসলাম। ভেবেছিলাম একটু পরে আবার যাবো বৃষ্টির ছবি তুলতে। আগে বৃষ্টিটা ভালো করে জমুক। কিন্তু কোথায় বৃষ্টি। একটু পরেই শেষ হয়ে গেল এবং আকাশটা পরিষ্কার হতে শুরু করলো।

1.jpeg

এক প্রকার মন খারাপ নিয়েই ছাদে গেলাম। কিন্তু নতুন দৃশ্য দেখে মন খারাপ ভাবটা চলে গেল। আকাশের ঘন কালো মেঘ চিঁড়ে উঁকি দিচ্ছে সূর্য মামা। এই ঘটনাটির সাথে আমাদের জীবনেরও মিল খুঁজে পাওয়া যায়। মেঘের পরে যেমন সূর্য আসে তেমনি আমাদের জীবনেও ক্ষণস্থায়ী দুঃখের পর সুখ আসে। শুধু ধৈর্য ধারণ করে থাকতে হয়।

বেলা প্রায় শেষের দিকে থাকায় সূর্যের তাপটাও কমে এসেছিল। তাই তারও একটি ছবি তুলে নিই।

DeviceName
AndroidPoco X3 Pro
Camera48 MP
LocationManikganj, Bangladesh

Thank You

Sort:  


We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @patjewell

 last month 

Thank you so much for your support

Loading...
 last month 

আজকে দুপুরের দিকে আমিও আশা করেছিলাম যে বৃষ্টি নামবে। কারণ হঠাৎ হাওয়ার দাপাদাপি শুরু হয়ে গিয়েছিলো। বারান্দায় গিয়ে নাকি আমিও কয়েকটা ছবি তুলেছি।
আমাকে ইচ্ছা করতেছিল ছাদে যে ছবি তুলতে কিন্তু আমাদের ছাদ বন্ধ থাকার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি।
আমার আমার পক্ষ থেকে আকাশের একদিকের ছবি তোলাই সম্ভব হয়েছে কারণ আমার চারপাশে সব উঁচু উঁচু বিল্ডিং থাকার কারণে ছবি তোলা যায় না।
আপনার প্রতিটি ছবিই খুব সুন্দর হয়েছে। চমৎকার সব ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

বৃষ্টির সময় পরিবেশ নতুন রূপ ধারণ করে। দেখতে খুবই ভালো লাগে। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 last month 

আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। বৃষ্টির পর এই শীতল আবহাওয়া সত্যি বেশ উপভোগ্য। আপনি বৃষ্টির ফটোগ্রাফি করতে চেয়েছিলেন তবে ভালো বৃষ্টি না হওয়ায় সেটা সম্ভব হয় নি। ভালো থাকবেন।

 last month 

অধীর আগ্রহে বসে ছিলাম ঝুম বৃষ্টির জন্য। কিন্তু আশাটা পূরণ হলো না। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।

 last month 

অনেক সময় ভীষণ রকমভাবে মেঘ তো করে তবে সেভাবে বৃষ্টি নামে না সেটা দেখে আমরা হতাশ হয়ে যাই। আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last month 

ফলাফল তখনই মিষ্টি লাগে ভালো লাগে যখন তুমি ধৈর্য ধরে কষ্ট করে সেই ফলাফল তুমি পাবে।

যদিও অল্প একটু সময় বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পরে যে চমৎকার একটি আলো দেখা দিয়েছে এতে মন ভরে গেছে আর আসলে এটা প্রথমে খারাপ লাগলেও করে কিন্তু বেশ ভালো লেগেছে।

 last month 

প্রাকৃতিক বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তখন প্রাতিককে অচেনা মনে হয়। ছাদ থেকে কাপড় আনার জন্য ভালো একটা সুযোগ পেয়ে গেলেন ছাদে যাওয়ার। এবং ছাদে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুললেন। বৃষ্টির শেষে পরিবেশটা আমার কাছে আরো সুন্দর লাগে বিশেষ করে ফসলের মাঠ আর খেলার মাঠ কিন্তু দুঃখজনক ব্যাপার মিষ্টি ছবি তুলতে তুলতে বৃষ্টি শেষ হয়ে গেল কিন্তু বৃষ্টি ছবি তোলা হলো না। আপনার পোষ্টটি পড়ে অনেকটাই ভালো লাগলো। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন

 last month 

ভাই বৃষ্টি নিয়ে আপনি যতটা রোমাঞ্চিত ঠিক আমিও ততটা রোমাঞ্চিত। কেননা আমাদের এদিকেও এমনটা হচ্ছে। নামমাত্র বৃষ্টি হচ্ছে। এটি খুবই বিরক্তিকর। কেননা একটু বৃষ্টি হলে কিছুক্ষণ পর আবারো প্রচন্ড গরম পরতে শুরু করে। বৃষ্টি পুরোপুরি না হলে আমারও মন ভরে না।

আপনার ফটোগ্রাফিগুলো চমৎকার ছিলো। এমন ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থকবেন ভাই। আর বৃষ্টি নিয়ে আপনার অনুভূতি গুলো জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61784.55
ETH 3389.51
USDT 1.00
SBD 2.52