বাংলাদেশের ৫টি পর্যটন স্থান

in Incredible India2 months ago (edited)

Travel.jpg
Edited by Canva

পৃথিবীর বুকে একটি ছোটো রাষ্ট্রের নাম বাংলাদেশ। ছোট দেশটিতেই রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার এবং পর্যটন স্থল। সেরকমই কিছু জায়গা সর্ম্পকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

1.jpg

Source

১. বান্দরবান

লিস্টের শুরুতেই যে স্থানের নামটি উঠে আসছে সেটি হচ্ছে বান্দরবান। বাংলাদেশের পর্যটনভূমির অনেংকাশেই জুড়ে আছে বান্দরবান জেলার নাম। যাদের পাহাড় পছন্দ তারা জন্য বান্দরবান হচ্ছে অন্যরকম ভালো লাগার একটি জায়গা। পাহাড়, নদী, ঝর্ণা সহ সবুজের সমারোহ রয়েছে এখানে। বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত নাফাখুম ঝর্ণাকে বাংলাদেশের অন্যতম জলপ্রপাত হিসেবে ধরা হয়। এখানের স্বর্ণমন্দির পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ। এছাড়াও বান্দরবানে রয়েছে বগালেক, কেওক্রাডং সহ আরও অনেক দর্শনীয় স্থান।

2.jpg
Source

২. কক্সবাজার


বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত অনেকের পছন্দের তালিকায় রয়েছে। শুধু বাংলাদেশীরাই নয় প্রতি বছর বিদেশী পর্যটকদের আনাগোণাও হয় প্রচুর। এই সমুদ্র সৈকতকে ঘিরে উঠেছে শিল্প, বাণিজ্য। অজস্র হোটেলের মাঝে আপনি বেছে নিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী পছন্দের হোটেল। শুধু সমুদ্রই নয় আপনি আরও দেখতে পারবেন মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া শাহপরি সহ আরও অসংখ্য দ্বীপ। এছাড়াও রয়েছে মাতাবাড়ি,বন,বৌদ্ধমন্দির ।

IMG_20191225_154156.jpg
আমার নিজের তোলা

৩. খাগড়াছড়ি


বান্দরবনের মত বাংলাদেশের আরেকটি পার্বত্য অঞ্চলের নাম খাগড়াছড়ি। সবুজ সবুজে ভরা পাহাড়ী অরণ্য যে কারও মনকে প্রসন্ন করে তুলতে পারে। গরমের সময়ও পাহাড়ী এলাকাগুলো শীতল থাকে। সেখানকার উপজাতিদের জীবন ব্যবস্থা আপনার মনকে নাড়া দিবে। জীবন যুদ্ধে তারা প্রতিনিয়ত যেভাবে সংগ্রাম করে চলেছে তা আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। খাগড়াছড়িতে আপনি দেখতে পাবেন কংলাক পাহাড়, আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, রিছাং ঝর্ণাসহ আরও অনেক কিছু। এই জেলায় বর্তমানে সবচেয়ে বেশী যে জায়গাটা নাম করেছে তা হচ্ছে সাজেক ভ্যালী। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৭০ কি. মি ভেতরে এটি অবস্থিত। যেখানে যাওয়ার জন্য রয়েছে চাঁদের গাড়ী নামে সুন্দর একটি বাহন।

4.jpg
Source

৪. সিলেট


ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে সিলেট জেলাটি। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলেই অবশ্যই সিলেটের চা সম্পর্কে শুনেছেন। বাংলাদেশের বেশীরভাগ চায়ের যোগান আসে এই জেলাটি থেকে। এজন্য বড় বড় চা বাগানও পর্যটকদের আকৃষ্ট করে। সিলেট বাংলাদেশ সীমানার শেষ প্রান্তে অবস্থিত। সিলেটের পাশেই রয়েছে ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়। এখানে রয়েছে হাওড়-বিলের সমারহ। প্রায় ৮২ টি হাওড়-বিল রয়েছে সিলেটে। এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুলসহ আরও অনেক জায়গা।

5.jpg
Source

৫. সেন্টমার্টিন


আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সেন্টমার্টিন। এটি বাংলাদেশ সীমানার ভেতর একমাত্র ব-দ্বীপ। কক্সবাজর থেকে প্রায় ৭৮ কিলোমিটার দূরে এটি অবস্থিত। টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে এই দ্বীপটি পরিলক্ষিত হয়। চারপাশের নীল পানি আপনাকে যেন বিমহীত করে তুলবে। ছোট একটি দ্বীপ, কিন্তু আপনি তার সৌন্দর্য উপেক্ষা করতে পারবেন না। তাইতো প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভীড়ে মুখরিত হয়ে উঠে দ্বীপটি। এর আয়তন ৮ বর্গকি.মি.। অনেকে এই দ্বীপকে নারকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ নামেও ডাকে।

ভ্রমণ মানুষের মনকে প্রশান্তি দেয়। এজন্য ভ্রমণপিপাষু মানুষের অভাব নেই। আপনার কী পছন্দ? পাহাড়? নাকি সমুদ্র? আমি আসলে দ্বীধায় পড়ে যাই যে আমার কোনটা পছন্দ। মূল কথা প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব টানে। তাই তো প্রকৃতির সবকিছুর সাথেই মিশে থাকতে চাই। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Sort:  
Loading...
 2 months ago 

আপনি আজ খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজ আপনার আলোচ্য বিষয় হলো, বাংলাদেশের কিছু পর্যটন স্থান। আপনার আলোচিত স্থানগুলোর ভিতরে আমার সব থেকে বেশি পছন্দ হলো কক্সবাজার। আমার খুব ইচ্ছা আছে সুযোগ হলে কোনো একদিন ঘুরতে যাবে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আরে বাহ দারুন তো, আজকে আপনি বাংলাদেশের পাঁচটি পর্যটন স্থান সম্পর্কে আলোচনা করেছেন। তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত একটা জায়গায়ও যেতে পারি নাই। ইনশাল্লাহ অবশ্যই জীবনের যদি কোন মুহূর্তে সময় হয়ে থাকে, তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

অসাধারণ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। বাংলাদেশের পাঁচটি পর্যটন কেন্দ্র আমাদের মাঝে তুলে ধরেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত লিখেছেন,,
বিস্তারিত জানতে পেরে ভীষণ ভালো লাগছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 66256.11
ETH 3036.39
USDT 1.00
SBD 3.73