আমার ছাদ বাগানের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

হ্যালো বন্ধুরা,
প্রথমে জানাই আসসালামু আলাইকুম/আদাব।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

ফুল আমার অনেক ভালো লাগে। তাই আমার ছাদে ছোট্ট পরিসরে আমি বিভিন্ন ধরনের ফুলের বাগান করেছি। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

IMG_20230208_201817.jpg

ফুল কার না ভালো লাগে। ফুলের পূজারী সবাই ফুল দেখতে যেমন সুন্দর মানুষ ও তার প্রতি ততটাই মুগ্ধকর। আজকে আমি আপনাদের মাঝে আমার ছাদের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি নিয়ে শেয়ার করব।

IMG_20230208_202716.jpg

গোলাপ ফুল টা দেখতে অসাধারণ। আর গোলাপ ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় খুবই কম। আমার কিন্তু গোলাপ খুব প্রিয় একটা ফুল।

আমার বাগানে অনেক রঙের গোলাপ রয়েছে। আমি তার একটা একটা করে ফটোগ্রাফি করলাম। আমি আপনাদের মাঝে তার শেয়ার করব।

IMG_20230208_202827.jpg

এই গোলাপটাও অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে।

আমি প্রত্যেকটা ফুলের অনেক সুন্দর করে ফুলগুলোর পরিচর্যা করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে গিয়ে ফুলগুলোতে পানি দেই।

IMG_20230208_202854.jpg

এই গাঁদা ফুলটা অনেক সুন্দর। যা দেখে আমার ভালো লেগেছিল। শীতকালে গাঁদা ফুল ফোটে থাকে।

একেক ফুলের সৌন্দর্য একেক রকম। বাগানের যে ফুলের কাছে যাই সেই ফুলটাই মন কেড়ে নেয়। মনের শান্তি যোগায়।

IMG_20230208_203002.jpg

আমি ফুলগুলো যতই দেখি ততই মুগ্ধ হই। প্রতিদিন বিকেল বেলায় ও আমি ছাদে গিয়ে ফুলগুলোর পরিচর্যা করি। বিকেলবেলা ছাদে যেতেও ভালো লাগে।

আমরা দুজনেই বিকেলবেলা করে ছাদে গিয়ে আড্ডা দেই। ফুলগুলোর সাথে থাকতে আরো বেশি ভালো লাগে। একেকটা ফুল একেক রকম সুন্দর। আমার এই ফুল টাও অনেক ভালো লেগেছিল।

FB_IMG_1675777997872.jpg

ফুল ছাড়াও আমার ঝাউ গাছগুলো দেখতে অসাধারণ লাগে। ফুলের মাঝে সবুজ সবুজ পাতাগুলো অনেক সুন্দর লাগছিল।

IMG_20230208_202511.jpg

ডালিয়া ফুলটা ও যেন অনেক সুন্দর সৌন্দর্য ছড়াচ্ছে যা দেখতে অসাধারণ লাগছে।

IMG_20230208_202622.jpg

হলুদ গোলাপটাও যেন আমাকে ডাকছে। আমি তাকে দেখে যেন চোখ ফেরাতে পারছি না অপূর্ব সৌন্দর্য।

IMG_20230208_202737.jpg

আমি আমার বাগান পরিচর্যা করার জন্য ছাদে গিয়েছিলাম। গিয়ে এই ফুলের কাছে যেতেই আমি যেটা দেখলাম গাছের সবগুলো ফুলই ফুটে গেছে। আগের দিন সেটা ছিল না একটু একটু কলি কলি ছিল
সবগুলো ফুল ফুটে যাওয়ায় গাছটিকে অসাধারণ লাগছে।

আমার ভালো লেগে যাওয়ায় আমি এটারও ছবি তুললাম।

IMG_20230208_202656.jpg

এবার আমি রঙ্গনু ফুলটার কাছে যাই।ফুলটার গাছে পানি দিতে গিয়ে আমার ফুলটা দেখতে ভালোই লাগছিল।

IMG_20230208_202604.jpg

আমরা দুজনেই বিকেলবেলা ছাদে গিয়ে ফুলগুলোর পরিচর্যা করলাম। কিছুক্ষণ ছাদে গল্প করলাম চা খেলাম আর কিছু ছবি তুললাম। ফুলা আর আমাদের দুজনের।

FB_IMG_1675871350243.jpg

এক একটা ফুল আমার কাছে এক এক ধরনের সৌন্দর্য বিলিয়ে দেয়। যা আমার মনকে প্রশান্তি এনে দেয়।

FB_IMG_1675777388201.jpg

আরো একটা ডালিয়া ফুল ফুটে আছে এ রং টা হল গোলাপি গোলাপি। এর আগে যেটা দেখিয়েছি সেটা
লালচে ডালিয়া। দুটো ডালিয়া ফুলের অসাধারণ সৌন্দর্য।

IMG_20230208_202727.jpg

সবুজ সবুজ পাতা ওয়ালা গাছ তাও যেন অনেক সুন্দর লাগছে ফুল গুলোর মাঝে।যা দেখতে আমারও অনেক ভালো লাগছিল।

IMG_20230208_202523.jpg

ফুলের ঠিকমতো পরিচর্যা করতে না পারলে ফুল গাছগুলো ঠিকমতো বাড়ে না। পরিপূরক ও হয় না। মাঝে মাঝেই গাছে স্প্রে করতে হয় কারণ গাছে অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করে। এর জন্য ভালোভাবে।

IMG_20230208_202552.jpg

সবুজের মাঝে মাঝে সাদা লাল দেখতে ভালই লাগছিল। ফুলটি অসাধারণ সুন্দর।

বন্ধুরা আজ এ পর্যন্তই থাক। আবার অন্য কোনদিন অন্য কিছুর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহাফেজ।

Sort:  
 last year 
  • আপনার ফুল বাগানের ফটোগ্রাফি গুলো আসলেই অসাধারণ ছিল।

  • তার সাথে আমার লেখাগুলো খুব ভালো লেগেছে পরিবেশ ভালো লাগলো।

  • অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Loading...

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @juichi

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60238.27
ETH 3215.90
USDT 1.00
SBD 2.46