অজানাকে জানার আকাঙ্ক্ষা।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা আশা করি,, আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার এই ব্লগ এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ব্লক লেখার বিষয়টি হচ্ছে অজানাকে জানার আকাঙ্ক্ষা।

received_724069549528435.jpeg

আমাদের প্রত্যেকের জীবনে অজানাকে জানার কোন বিকল্প নেই। আর আমাদের জানার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জ্ঞান। আর জ্ঞান আমাদের আরোহন করতে হয় বিভিন্ন ধরনের বই থেকে, হতে পারে সেটা উপন্যাসের বই , হতে পারে গল্পের বই, কবিতার বই, ছন্দের বই, এবং হতে পারে কোনো ধর্মগ্রন্থের বই ইত্যাদি ইত্যাদি।

আমাদের প্রত্যেকের জীবনে জ্ঞান অর্জন করার জন্য বই পড়ার কোন বিকল্প নেই। বই আমাদের জ্ঞান অর্জন করার জন্য , মানুষের মতন মানুষ হওয়ার জন্য এবং নিজেদেরকে একটি দেশ ও সমাজের কাছে উপস্থাপন করার জন্য শিক্ষার কোন বিকল্প নেই।

নিজেদেরকে একটি সমাজ, দেশ ও বিদেশের মাঝে উপস্থাপন করার জন্য আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন শিক্ষা। একজন সু-শিক্ষায় শিক্ষিত মানুষই,,,, পারে কেবল একটি দেশ একটি সমাজকে দেশ ও জাতির সামনে তার পরিবার তার দেশকে উন্নত শিখরে পৌঁছাতে সাহায্য করে।

received_542006674727773.jpeg

মাঝে মাঝে শিক্ষা ও আমাদের জন্য খুবই ভয়ংকর রূপ নিয়ে থাকে, বলতে গেলে আমাদের দেশে ভিন্ন ভিন্ন সময় শুনতে পাবেন খবরে বিভিন্ন নিউজ এর মাধ্যমে, আমাদের দেশের তথা বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষিত একদল মানুষ। দেশ ও জাতির ধনসম্পদ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। যাদেরকে বিভিন্ন প্রচেষ্টায় দরার জন্য আমাদের দেশের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাঝে মাঝে এদের মত কিছু ভয়ংকর উচ্চ শিক্ষিত ব্যক্তির কারণে একটি সমাজ একটি দেশকে ধ্বংসের মুখে ফেলে দেয়। একটি দেশকে অর্থনৈতিকভাবে সংকটে ফেলতে এদের কোন দ্বিধা হয় না,,,এরা শুধু নিজের স্বার্থ এবং নিজের পরিবার-পরিজনকে নিয়ে ভাবে। কখনো দেশের খেটে খাওয়া মানুষের কথা এদের মনে পরেনা,,,,

সত্যিকার অর্থে বলা যায় এরা কখনো সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেনি,,, এরা কখনো দেশ ও জাতির কথা ভাবেনি , এরা প্রকৃতপক্ষে অর্থকে বেশি প্রাধান্য দিত।

received_556427929960366.jpeg

আমি সাধারণত জানি একটি ভালো বই একটি মানুষের জীবনকে পাল্টে দিতে পারে,,, কেননা একটি ভালো বই মানুষকে কখনো অর্থ লোভী হতে দেয় না,,,, একজন প্রকৃত সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে একটি ভালো বই।

দেশ ও জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে কেবল শিক্ষা। একজন সু-শিক্ষায় শিক্ষিত মানুষ নিজেকে এবং দেশও জাতিকে বিশ্ব দরবারে এগিয়ে নিতে সাহায্য করেন।

received_246115164583157.jpeg

আর বই মানুষকে তার জ্ঞানের সাগরে নিতে সাহায্য করেন,,,, আর একটি ভালো বই আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়,,, বাস্তবতা শিখায়,,,বিপদের সময় আমাদের লড়তে শিখায়,,, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখায়,,,, মানুষকে ভালোবাসতে শিখায়,,,অন্যায় অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে লড়তে শিখায়,,,,, সর্বশেষ বলতে পারি একজন আদর্শবান মানুষ হিসেবে উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব হিসেবে বাঁচতে শেখায়।

আমি ব্যক্তিগতভাবে বই পড়তে একটু বেশি ভালোবাসি, আমি সময় পেলে যে কোন সময় বই নিয়ে বসে পড়ি,,,, আমাকে কিছু বই আসলে বিষন্নময় করে তোলে,,, আমার কাছে মনে হয় এই বইগুলো না পড়লে আমার কাছে অনেক বিষয় অজানা থেকে যেত,,,,

received_734531618374884.jpeg

তাই আমি সবাইকে বলি বেশি বেশি বই পরুন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করুন। কেননা একটি ভালো বই মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, বাঁচতে শিখায়,,ধৈর্য ধারণ করতে পরিশ্রম করতে, সত্য এবং মিথ্যার যাচাই করতে, ন্যায় নীতি, সু-শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হিসেবে দেশ ও জাতির সামনে বাঁচতে শেখায়।

তো বন্ধুরা অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এখানেই আমার লেখা শেষ করলাম,,,,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  
 last year 

বিভিন্ন ধরনের বই থেকে, হতে পারে সেটা উপন্যাসের বই , হতে পারে গল্পের বই, কবিতার বই, ছন্দের বই, এবং হতে পারে কোনো ধর্মগ্রন্থের বই ইত্যাদি ইত্যাদি।

আমরা সবাই জানি শিক্ষার কোন বয়স নাই! আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখছি! আমাদের জানার কোন শেষ নেই,,, আমরা চেষ্টা করলে অনেক কিছুই জানতে পারি! সেটা হোক বিভিন্ন বই,,, কিংবা পত্রিকা,,, কিংবা কোন মুভি,,,, কিংবা কোন শিক্ষামূলক নাটক।

আর বই মানুষকে তার জ্ঞানের সাগরে নিতে সাহায্য করেন,,,, আর একটি ভালো বই আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়,,, বাস্তবতা শিখায়,,,বিপদের সময় আমাদের লড়তে শিখায়,,, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখায়,,,, মানুষকে ভালোবাসতে শিখায়,,,অন্যায় অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে লড়তে শিখায়,,,,, সর্বশেষ বলতে পারি একজন আদর্শবান মানুষ হিসেবে উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব হিসেবে বাঁচতে শেখায়।

একটা বই যেমন আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেয়! ঠিক তেমনি একটা বই আমাদের অনেক ভালো বন্ধু!

বিপদের সময় আমরা কোন মানুষের সাথে কিভাবে আচরণ করব, সেটা কিন্তু আমরা বইয়ের থেকেই শিক্ষা পেয়ে থাকি। বিপদের সময় মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। পরবর্তী সময় আমরা তাদের সাথে কিভাবে বিহেভ করব। সেটাও কিন্তু আমরা বইয়ের মাধ্যমে শিক্ষা পেয়ে থাকি।

আপনার অজানাকে জানার আকাঙ্ক্ষা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমিও চাই প্রতিদিন নতুন করে কিছু শিখতে,, প্রতিদিন নিজেকে নতুন করে,,, কোন বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে। অথবা কোন গল্পের সাথে নিজেকে আবারো জড়িয়ে নিতে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং অনেকগুলো বইয়ের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনার পোস্ট টি পড়ে খুবই খারাপ লাগলো কারন আমরা কোন ধরনের বই পড়ে থাকি না শুধু স্কুল কলেজের বই পড়ে সময় কাটিয়ে দেই ৷ আর এই দিকে যে শিক্ষার শেষ নেই সেটা আর আমাদের মনে নেই ৷ এখনো অনেক বই রয়েছে যা অনেক মানুষই সময় বের করে পড়তে থাকে ৷ আর আমরা একটু সময় পেলে নানা বাজে কাজে লিপ্ত হয়ে যাই ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট করে আমাদের উপকার করার জন্য ৷ আমরাও চেষ্টা করবো নানা লেখকের বই পড়ার ৷

#miwcc

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55255.10
ETH 2314.82
USDT 1.00
SBD 2.33