ঈদের সময় কাটানো আনন্দঘন মুহূর্ত।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের কিছু মূহুর্ত নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হলাম ,,,আশা করি সবার ভালো লাগবে,,,,
আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান বছরে দুটি হয়ে থাকে,,,এর মধ্যে আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, আমাদের এই ঈদ উদযাপন বেস ভালোই কেটেছে সবার। পবিত্র মাহে রমজান এর এক মাস রোজা রেখে আমরা সবাই এই পবিত্র ঈদ উদযাপন করে থাকি।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি,,,ঈদের আনন্দ সবার মাঝে বিদ্যমান,,,ঈদ মানে পাপ মুক্ত হওয়ার আনন্দ, আল্লাহর জন্য কুরবানী করার আনন্দ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আল্লাহর মেহেরবানীতে আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।
আমাদের প্রিয় মুখ গুলোকে দীর্ঘদিন পরে দেখলাম বেস ভালো সময় পার করলাম আলহামদুলিল্লাহ। আরো কিছু প্রিয় মুখ আমাদের মাঝে আর নেই,,,তার আমাদের এই সুন্দর পৃথিবী থেকে মহান আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন।
তাদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাত নসিফ করেন।
আমাদের এই ঈদে শুধুমাত্র যে আমরা আনন্দ করি এমন টা নয়,,,রোজা পালন করি আমাদের মহান আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য। আমাদের এই রোজা পালোনের মধ্যে দিয়ে আমরা আমাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করি।
প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে বেস কিছু নিয়ম কানুন থাকে,, অনুরুপ আমাদের ধর্মে ও আছে ,, যেমন বলতে গেলে রোমজান মাসে রোজা রাখা ও বেস নিয়ম কানুন রয়েছে,,, তা আমার আপনার সবার জানা।
আমাদের দীর্ঘ দিন পর সবার সাথে দেখা করার একটি মাধ্যম হলো ঈদ। ঈদে আমাদের সবার প্রিয় জনদের সম্মুখে হতে সাহায্য করে,,,,আমাদের মাঝে এমন অনেক পরিবার আছে যাদের ঈদ ছাড়া একসাথে হতে পারে না,,,,,কর্মব্যস্ততার কারনে একেকজন একক জায়গা থাকে।
ঈদের মাধ্যমে আমাদের প্রিয় জন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা এবং আমাদের প্রানপ্রিয় সবার গ্রাম ও গ্রামের মানুষের সাথে দেখা তাদের সাথে চলা, তাদের সাথে প্রান খুলে কথা বলা আসলে আমার মনে হয় সবার ভাগ্যে হয় না।
যেমন আমাদের পরিবারের কথা যদি বলি আমরা চাঁর ভাই,,,,আমরা কর্মব্যস্ততাজনিত কারণে কারো সাথে অতি সহজে দেখা হয় না গুরুতর প্রয়োজন ছাড়া,,,কিন্তু দেখা যায় ঈদে আমরা সবাই একত্রে ছুটি পাই,, যার কারণে সবাই আমরা একত্রিত হই।
আমাদের এই একত্রিত হওয়ার বেশ আনন্দঘন মুহূর্ত দিন যায় কারণ দীর্ঘদিন কর্মব্যস্ততা জনিত কারণে একক জন একেক জায়গায় থাকার কারণে কারো সাথেই দেখা হয় না ,,, এমনকি কথা বলা হয় না, দেখা হয়না কারো সাথে চলা হয় না ইত্যাদি ইত্যাদি ।
আমরা সবাই জানি পৃথিবীতে প্রত্যেকটা ধর্মেরই বেশ কিছু উৎসব রয়েছে,,, আর এই উৎসব এর মাধ্যমেই আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎত এবং প্রিয় জনদের সাথে মত বিনিময় হয়ে থাকে।
আর সবচেয়ে আনন্দ ঘন মূহুর্তে হলো আমাদের পরিবারের সাথে দিন কাটানো কারন অনেকে ইচ্ছে করলে ও তার আপন জন এর সাথে ঈদ উদযাপন করতে পারছে না। আর পরিবারের সাথে কিছু আনন্দ উল্লাস উৎসব এ কাটানো মূহুর্তে আমাদের মন মানসিকতাকে উৎফল্য করে থাকে।
আর এই আনন্দ থেকে যারা দেশ ও দেশের বাহিরে রয়েছে কেবল তারাই ভালো জানে যে পরিবার থেকে একটা উৎসব বাহিরে করা কতটা কষ্টের। যাই হোক দেশের বাহিরে যারা রয়েছে তারা কেবল তার পরিবার এবং দেশের উন্নয়ন এর জন্য তার সর্বাধিক ভূমিকা রেখে চলছেন।
আজকে আমার কিছু সুন্দর মূহুর্তে কিছু সুন্দর পিক আপনাদের মাঝে শেয়ার করলাম,,,,আরো ভালো লাগলো আমাদের পরিবারের ছোট্ট ছোট্ট কিছু সদস্য ওদের সাথে সময় কাটানো সবচেয়ে ভালো লাগার মূহুর্ত। যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে।
বন্ধুরা আজ আর লিখছি না আজ আমার লেখা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @shahinalam12 |
ঈদ মানেই অনেক আনন্দ আর এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করাই হলো ঈদ ৷ আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা সবাই ঈদ পালন করে থাকে ৷ ধর্ম যার যার উৎসব সবার এটাই আমরা জানি ৷
আপনার দিনটি অনেক শুভ হোক এই কামনাই করি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
#miwcc
ঈদ সবার জীবনে রঙ্গিন কিছু বয়ে নিয়ে আসুক,, আপনার জন্য শুভকামনা রইল।