সফল হতে সবাই চায় কিন্তু সবাই সফল হতে পারে কি।
হ্যালো বন্ধুরা,, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে সফলতার একটি বিষয় নিয়ে লিখতে শুরু করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করা যাক।
Design bye adobe illustrator
আমরা সফল হতে সবাই চাই কিন্তু আমরা কি আদৌ সবাই সফল হতে পারি,,, আমরা কিন্তু সবাই সফল হতে চাই কিন্তু সবাই সফল হতে পারি না। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা কেন সফল হতে পারি না,, কি কারনে পারিনা এবং কি কাজ করলে সফল হব এ সমস্ত কয়েকটি দিক নিয়ে লিখব ইনশাল্লাহ।
আমরা সবাই চাই সফল হতে,,,, কিন্তু এই সফল হওয়ার আগে আমাদের যে কোন বিষয় আগে লক্ষ্য স্থির করতে হবে । দেখুন এখানে সহজভাবে বলতে গেলে আমরা যে পড়াশোনা করেছি। সবাই হুটহাট করে স্কুল,, কলেজে,, ভার্সিটিতে যে কোন সাবজেক্টে যে কোন বিষয় নিয়ে ভর্তি হয়নি।
আমাদের স্কুল কলেজ ভার্সিটি ইনস্টিটিউট যেটাই বলি না কেন,,, ভর্তি কিংবা পরীক্ষা দেওয়ার আগে সে বিষয় নিয়ে আগে আমরা ভালোভাবে রিসার্চ পড়াশোনা করে থাকি। কারণ আমরা ভালো একটা ফলাফল এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য,,, দীর্ঘ কয়েকটি বছর অকান্ত পরিশ্রম করার পরেই কেবল একটি সার্টিফিকেট পেয়ে থাকি।
দেখুন আমরা যদি একটা সার্টিফিকেট এর জন্য এক বছর নয় দুই বছর নয় কেউ পঁনেরো বছর দঁশ বছর পড়াশোনা করে। তারপর একটা অর্জিত সার্টিফিকেট পেয়ে থাকি,,,, একটা সার্টিফিকেট পেতে যদি আমাদের দশ থেকে পনেরো বছর সময় লেগে যায়,,,একটি সার্টিফিকেট এর জন্য কিছু মানুষের মাঝে পরিচিত লাভ করার জন্য।
এগুলা আমরা কেন করে থাকি এগুলো আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য,,, সফল ব্যক্তিদের কাতারে দাঁড়ানোর জন্য,, একজন শিক্ষিত জ্ঞানী মানুষ হিসেবে সমাজের মাঝে প্রতিষ্ঠিত হবার জন্য,,, বিবেকবান ও মনুষ্যত্ব এবং আদর্শবান ও উত্তম চরিত্রবান,,, এবং একটি দেশ ও জাতির মাঝে সুনাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য,,, এজন্য কয়েক বছর ব্যয় করি পড়াশোনা করার জন্য।
এই পড়াশোনা করার জন্য এত সময় ব্যয় করি কিসের জন্য শুধুমাত্র সফলতা হবার জন্য,,,, নিজেকে সফল ব্যক্তিদের কাতারে দাঁড় করানোর জন্য।
আমরা যে কোন বিভাগে যে কোন ইনস্টিটিউটে ভার্সিটিতে পরীক্ষা কিংবা পড়াশোনা করার পূর্বে কিভাবে পড়াশোনা করব কোন বিভাগে আমাকে পড়তে হবে কি বিষয় নিয়ে এবং কার কাছে পড়তে হবে,,,, কোন ভার্সিটিতে পড়তে হবে সে ভার্সিটিতে কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে।
এই সমস্ত চিন্তা ধারা আমাদের ভার্সিটিতে,, কলেজে কিংবা ইউনিভার্সিটি,, ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পূর্বে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরী,,, আমি কি ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হবো কিংবা লেকচার হব এই যে বিষয় গুলো আমাদের অত্যন্ত সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হয়।
আমাদের সফল না হওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে এটি সবচেয়ে অন্যতম একটি কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারনে। সঠিক সিদ্ধান্ত না নিয়ে কাজ করলে কখনো সফল হওয়া সম্ভব নয়,,,,সফল হতে হলে আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
Design bye adobe illustrator
সফল হতে কিন্তু আমরা সবাই চাই যুবক বৃদ্ধ গৃহিনী এবং সকল পর্যায়ে মানুষ আমরা সফল হতে চাই,,, কিন্তু এই সফল হতে হলে যে আমাদের কঠোর থেকে কঠোর পরিশ্রমের কাজে সাথে নিজেকে জড়িত রাখতে হয়। সফল হতে আমরা সবাই চাই কিন্তু পরিশ্রম কেউ করতে চায় না পরিশ্রম করতে সবাই নারাজ।
দেখুন গোলাপ এর সৌন্দর্য যেমন সবার কাছে প্রিয়,,, সফলতার গল্প আমাদের সবার কাছে প্রিয়। কেউ সফলতার গল্প শুনতে পছন্দ করে,,, কেউ ব্যস্তবে সফল হওয়ার জন্য ছুটাছুটি করে।
গোলাপ দেখতে যেমন সুন্দর তেমনি তার গায়ে কাটা দিয়ে ভরপুর,,, গোলাপকে পেতে গেলে আগে কিছু কাঁটার আঘাত সহ্য করতে হয়। ঠিক অনুরুপ আমাদের সফলতা ঘায়ে কাটা ভরপুর এই কাটার আঘাত যারা সহ্য করতে পারে তারাই সফল হতে পারে।
সফলতা কোনো মন্ত কিংবা শর্টকাট পদ্ধতি বা শর্ট রাস্তা নেই,,,সফলতা পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই সেই কাঁটা যুক্ত পথ বেঁয়ে হাটতে হবে তবেই সফল ব্যাক্তিদের কাতারে নিজেকে দাড় করানো সম্ভব।
সফল হতে হলে আগে ব্যর্থ হতে হবে,,,তা না হলে ওই সফলতা সফলতা নয়,,,যা অতি সহজে পাওয়া যায় তা অতি সহজেই আবার হারিয়ে যায়। সেজন্য সবার উচিত হবে নিজেকে সেই ভাবে প্রস্তুত করা,,,,যেন কঠিন ঝরে হেলে গেলে ভেঙ্গে যাবো না,,,
আমাদের সবার একটি কথা মনে রাখতে হবে,,,খারাপ সময় মানুষকে অনেকটা পথ একা হাঁটতে হয়,,,এবং খারাপ সময় মানুষ নিজেকে ওই ভাবেই তৈরী করে যাতে পরবর্তীতে কোন ঝর কোন আঘাত তার কোনো ক্ষতি করতে না পারে।
তাই নিজেকে সফল করতে হলে আগে সর্নের মতন নিজেকে পড়ারাতে হবে,,,তবেই সফল হওয়া সম্ভব,,, মনে সফল সবাই হতে চাই কিন্তু সফল হই মাত্র ক'জন,,,আর সফলতার কোনো শর্টকাট পদ্ধতি বা রাস্তা নেই,,,,
তো বন্ধুরা আজ আর লিখছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লেখা শেষ করছি,,,, আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | . Dell |
Adobe | Illustrator |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @shahinalam12 |
সফলতা কখনও এমনি এমনি আসে না সফলতা আমাদের মাঝেই নির্ভর করে থাকে ৷ সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ৷ একটা কথা মনে রাখতে হবে "পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি" পরিশ্রমের দারাই সফলতা অর্জন করা যায় ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
আপনি খুবই মূল্যবান,,, একটা বিষয় আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমরা প্রত্যেকেই চাই,,, জীবনের সফল হতে। কিন্তু সবাই সফল হতে পারেনা। সফলতার জন্য যে চাবিকাঠি গুলো রয়েছে,,,, সেগুলো সবাই অর্জন করতে পারে না।
সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য,, অধ্যাবস্যা এবং আপনি ঠিকই বলেছেন। মানুষকে এমন ভাবে তৈরি হওয়া উচিত। যাতে করে খারাপ সময়ে,,, সে নিজেকে ভেঙে পড়া থেকে বিরত রাখতে পারে।
সফল হওয়ার জন্য,,, নিজেকে অবশ্যই পোড়ানো লোহার মতো তৈরি করতে হবে। লোহা যেমন পুড়িয়ে বিভিন্ন রকম আকৃতি দেয়া যায়। ঠিক তেমনি একজন মানুষ যখন নিজেকে পুড়িয়ে ফেলে। তখন সে নিজেকে নিজের সফলতার জায়গায় নিয়ে যেতে পারে। চাইলেই সে সফল হতে পারে। আবার চাইলেই নিজেকে অলসতার দিকে,,, ঠেলে দিতে পারে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা,,, ভালো থাকবেন।
প্রিয় ভাই আপনার সাথে আমি সহমত পোষণ করছি যে সফল না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো সঠিক সিদ্ধান্ত না নেওয়া। আর সফলতা এমনি এমনি আসে না। কঠিন পরিশ্রম ও অনেক ত্যগ স্বীকার করতে হয় এটির জন্য। আপনার লিখাটি পড়ে অনেক কিছু নতুনভাবে বুজতে শিখলাম। ধন্যবাদ ভাই আপনাকে অনেক। আমাদের এভাবে আরো কিছু লিখা উপহার দিবেন এই আশা ব্যক্ত করি।
Amigo pienso que para tener éxito en la vida tenemos que hacer mucho sacrificio y ir aprendiendo de los error que podamos cometer en ese proceso y así poder llegar a obtener ese grande exitos. Saludos y bendiciones.🤗