বসন্ত এসে গেছে। (Spring has arrived)

in Incredible India2 months ago
1000021801.png

ঋতু রাজের আগমন ঘটেছে ফাল্গুন মাসের হাত ধরে অনেক আগেই, কিন্তু প্রকৃতির ভারসাম্য আগের মত বজায় না থাকায় ঋতুরাজ এর বৈশিষ্ট্য সেইভাবে আগের মত উপভোগ করা যায় না!

এই যেমন বসন্তের সময় বর্ষাকাল এর মত আবহাওয়া বিগত কিছুদিন থেকে অনুভব করছি। তবে, অন্যান্য ঋতুর মত,

বসন্ত ঋতুর
বেশ কিছু বৈশিষ্ট্যের অন্যতম হলো
দোল উৎসব।

IMG_20240321_202451.jpg

কথিত আছে রাধা কৃষ্ণের ভালোবাসার উৎসব হিসেবে দোল উৎসব পালিত হয়। নব সাজে প্রকৃতি সেজে ওঠে, বৃক্ষে নতুন পাতার আগমন যেনো একটি নতুন প্রজন্মের আহ্বানের ইঙ্গিত বহন করে।

IMG_20240321_202302.jpg

দুষ্টের দমন আর শিষ্টের পালন হিসেবে কথিত এই দোল উৎসব।

মানবিকতার শিক্ষা বয়ে নিয়ে আসে, যেখানে খুশির রঙে মেতে ওঠে আমাদের মন।



আজ সন্ধ্যার পর বাজারের দিকে গেছিলাম, সেখানে রঙের মেলা দেখে যে কথাটা প্রথম মাথায় এলো সেটাই আজ লেখার শীর্ষক রূপে বেছে নিয়েছি।

1000021791.jpg
1000021790.jpg

অনেকেই একটি গানের কথা বলে ধরে নেবেন আমার নির্বাচিত শীর্ষক কিন্তু এই গানের রচনার অনেক আগে থেকেই বসন্ত এবং তৎসহ দোল উৎসব আমরা পালন করে আসছি।

আমি জানিনা আপনাদের মধ্যে কতজনের স্মরণীয় স্মৃতি রয়েছে এই রঙের উৎসবের সাথে;
তবে আমার শৈশবের অনেক মজার মজার ঘটনা এই দোল এর সঙ্গে জড়িত।

কাজেই, চোখের সামনে বিভিন্ন রঙের আবিরের সমাহার দেখে আজকে এক মুহুর্তে সেই ছেলেবেলার দোল উৎসব এর দিনগুলোতে পৌঁছে গেছিলাম।

1000021789.jpg
1000021788.jpg

স্মৃতির হাত ধরে শৈশবের মুহূর্ত গুলোকে আরো একবার উপভোগ করলাম, এই আবিরের হাত ধরে। সেই সময় যখন বসন্ত কাল আসতো ঋতুরাজ এর মতো করেই।

রঙ
মন ভালো করার মাধ্যম, সাদা কালো জীবনের ক্যানভাস কে এই আবির এর রঙ, বেশ খানিকক্ষণ নিজেদের রঙে রাঙিয়ে রাখতে সাহায্য করে।

জীবনযুদ্ধের মাঝে, বছরের শেষ ঋতু বসন্ত নব সাজে প্রকৃতিকে যেমন সাজিয়ে তোলে, তেমনি মানব জীবনকে রাঙিয়ে তোলে বসন্ত উৎসবের আমেজে।

1000021787.jpg
1000021792.jpg

তাই হয়তো অনেক আগেই কবিগুরু লিখে রেখে গেছেন,

রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে -

আরো লিখে গেছেন,

ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্ লাগলো যে দোল।
স্থলে, জলে, বনতলে লাগলো যে দোল।
দ্বার খোল্, দ্বার খোল্।

-বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

কবির আত্মজীবনী যারা পড়েছেন সেই সকল পাঠক জানেন, অতি কষ্টের জীবন ছিল কবির! তবুও, সেই সাদা কালো জীবনের অভিজ্ঞতাকে তিনি বিভিন্ন সময় সময় তুলে ধরেছেন তাঁর লেখনীতে এবং নিজের শব্দে বিভিন্ন ঋতুকে সজীব করে রেখে গেছেন।

সেটা নিজের কন্যাদের অসহনীয় মৃত্যু হোক অথবা জামাতা দের দুর্ব্যবহার সহ অতিমাত্রার চাহিদা হোক, নিজের মেয়ের শবদেহ দেখতে না পাওয়ার বেদনা হোক!

তার জীবনের বিভিন্ন পর্যায় থেকে বেশ খানিক অনুপ্রেরণা আমার মত অনেক মানুষ নিশ্চই নিয়ে থাকেন বলে আমার বিশ্বাস।

আর ঠিক তাই আজকে বিভিন্ন রঙের সমাহার আমার সাদা কালো মনকে খানিক রাঙিয়ে দিয়ে গেছিলো আবিরের হাত ধরে।

1000021794.jpg

তাই অবশেষে সকলের উদ্দেশ্যে রইলো আমার লেখা কিছু ছন্দের আকারে বার্তা আগত নববর্ষের উদ্দেশ্যে।

মুছে যাক গ্লানি, ঘুচে যাক শোক;
নববর্ষের হাত ধরে শান্তির আগমন হোক।
আবিরের রঙে মেতে উঠুক সাদা কালো;
রঙের সাথে রেঙে উঠুক, মানবিকার আলো।

- সুনীতা দত্ত।

আপনাদের কাছেও নিশ্চই বসন্ত আসে বিভিন্ন অনুভূতি নিয়ে?
জানার আগ্রহে রইলাম আপনাদের মন্তব্য রূপে।
ভালো কাটুক আপনাদের বসন্ত উৎসব তথা শুভ হোক নববর্ষ।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 2 months ago 

দিদি আপনাকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে প্রাণে চাই ঋতুরাজ বসন্ত তার আগের রূপ ফিরে পাক। চিরচেনা সেই প্রকৃতি নতুন করে আবারও সেজে উঠুক। পাখিরা ফিরে পাক তাদের চঞ্চলতা।

ভালো থাকবেন দিদি শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62423.21
ETH 2897.82
USDT 1.00
SBD 3.56