My Community Curator Application for November 2023steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)
1000012387.png
Greetings to all steemians and steemit team from @sduttaskitchen

As per the announcement Community Curators for November 2023

Today, I am here to submit my application for November.

A brief summary of your history on Steem.

My journey began as a steemian during lockdown;
when I lost my job in 2020. I started writing on the 14th of July, 2020. So, it's been more than three years;
I have been persistent and devoted to this platform.

From then till date, I only power up my steem;
and never power it down.

After joining steemit, I am still working as a full-time blogger and always try to disseminate my best effort for my steemit family.

Besides that, I am a regular content creator and always keep myself updated on whatever transformations arrive with time.

With time, I shared posts related to different topics;
though I joined here as a food blogger.

Journey on steem started
14th July 2020
Power up(✔️)
Power down(❌)
Support # burnsteem25(✔️)
Full-time blogger(✔️)
Steemexclusive blogger(✔️)
Regular content creator(✔️)
Do I familiar with chat GPT& Zero Gpt(✔️)


Details of any positions of responsibility you have held on Steem.

Position

Experience

STEEM REPRESENTATIVEFrom the 4th of September 2023; I have been retaining the responsibility of steem representative.
FOUNDER & ADMINI am holding the position of the founder & admin of Incredible India Community
Club StatusClub75
Curator experienceEight Months(Including2022-2023)
  • I functioned as a curator for SC07 for the last four months(December 2022 to March 2023) and successfully conducted my accountability working with Team 4.
  • In April 2023, I served for Team 3;
    which handles the SC-06 account.
  • In June and August 2023, I worked with Team 1,
    which managed the SC-04 account.
  • In October 2023, I am executing with Team Burn;
    which handled the SC-03 account.

Above all, I am a keen steemexclusive blogger on the steemit platform; that is my prestigious function of being a writer and enthusiastic user.



Details of specialist or professional skills or expertise you have in real life.

I mentioned below my real-life qualifications;
and some of my other achievements that I conquered with time.

Qualifications
Achievements
MastersIn English
DiplomaYoga, singing, and dancing
DiplomaTally(from NIIT, Siliguri)
Curator experienceEight Months(December(22) to April(23), June and then August, October -2023)
Working as a keen steemianThree years and two months.
Working as a Steem RepresentativeLast six weeks.


What country do you live in, and what languages can you read fluently?

I was born in a Bengali family;
Therefore, my mother language is

Bangla.
But my birthplace is Mumbai(West coast of India), that is the reason;
I can also read, write, and speak
Hindi.

Apart from that, because of my qualifications;
I can read, write, and speak

English
too.
I am passionate about learning;
after working on steemit, I consistently try to read distinct languages by translating them, but I employ my brainiac to apprehend the emotions the author endeavors to convey.



(Screenshot taken from steemworld)
1000012432.jpg
1000012433.jpg
Your key stats-own SP, CSI, Reputation, Delegations.


Own Sp

23,956.13sp

CSI

24.8

Reputation

75.863

Delegated steem power

meraindia- 17,200sp
Any subjects you particularly enjoy curating.

I would adore to curate quality posts anywhere with any tags;
and any language.
But as an answer to the above question,
I desire to curate lifestyle, art, and creative writing.



CONCLUSION

I assure you that all my pieces of the statement are genuine, and if I get the opportunity,
then will function by upholding all the criteria set by the steemit team.

Earlier, I never preferred any of my team member's or moderators' posts as the top post of the week;
I always thought highly of various phraseology posts.

Thus, I suppose the steemit team will consider my application to allow me to work for this platform.

Regards,
@sduttaskitchen.

My discordID:- sduttaskitchen#0792
MyTelegramID:- https://t.me/sduttaskitchen

I9Ws6mn5yoT8JYcTf1.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Sort:  
 last year 

আপনার অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আপনার এই অবস্থান। আপনি কতটা পরিশ্রম করেন তা যেমন আমরা এখন দেখি, ঠিক আপনার এই লেখাটিতে ফুটে উঠেছে আপনি কতটা লড়াই করে এ পর্যন্ত এসেছেন।

তবে এর পেছনে অবশ্যই রয়েছে আপনার সততা, নিষ্ঠা ও একাগ্রতা। করোনা কালীন সময়ে সারা পৃথিবীর মানুষ যখন এক ধরনের ভয় ও বিভ্রান্তির মধ্যে ছিল ঠিক ওই সময় আপনাকে আলোর পথ দেখিয়েছে এই প্ল্যাটফর্ম ।আর এখন আপনি আমাদের মত বহু মানুষকে এ পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

স্টিম কিউরেটর হিসেবে আপনি আবারো আবেদন করেছেন এবং আমি এই কামনা করছি আপনি আপনার প্রত্যাশায় পরিপূর্ণভাবে সফল হোন।

আপনার দীর্ঘায়ু, সুস্থতা ও সুন্দর জীবন কামনা করছি। আপনার সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবাতী মনে করি নিজেকে।

I wish you success in your application.

আপনার জন্য শুভকামনা রইল, আপনি ২০২০ সালে যখন পুরো পৃথিবীতে কঠিন এক পরিস্থিতি চলছিল অর্থাৎ লকডাউন ঠিক এমন সময় আপনার কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল অর্থাৎ আপনি চাকরি হারিয়েছিলেন। ঠিক তখনই আপনি স্টিমিট প্ল্যাটফর্ম এর সাথে পরিচিত হন এবং এখানে কাজ করা শুরু করেন। তিন বছরের একটু বেশি হয়েছে আপনি কাজ শুরু করেছেন, কিন্তু আপনার সততা, দক্ষতা, অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সাথে লেগে থাকার কারণে আপনি সফল হয়েছেন। এবং আমরা আশা করি আপনি স্টিমিট প্ল্যাটফর্মে আরো অনেক কিছু করতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ পোস্টে পড়ে আমাদের ও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে, আমরাও এই প্লাটফর্মে সততার সাথে মনোযোগের সাথে ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...

We are very happy that you have submitted your application for Steem Curator for the month of November. Hope like every time this time also your application will be approved. Wish you a very long journey in the Steemit platform.

 last year 

যথেষ্ট তথ্যবহুল, আপনার এই আবেদন সংক্রান্ত পোস্টটি। যেখানে আপনার প্রোফাইলের একটি প্রতিচ্ছবি উপস্থাপন করেছেন। তাছাড়া একজন curator হিসেবে সকল criteria গুলো এখানে উপস্থিত।

চলতি মাসেও আপনি কিউরেটর team এ আছেন। আশাকরি, প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ আবারো আপনাকে কিউরেটর হিসেবে নির্বাচিত করবেন। আপনার কার্যক্রম যাচাইকরণের ক্ষমতা বা কোয়ালিটি কোনোটিই আমার নেই। তবে একটা কথা বলতে পারি professional ক্ষেত্রে আপনি কখনোই sacrifice করেন না।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 🙏

 last year 

আপনি নভেম্বর মাসের কিউরেটর হিসেবে আবেদন করেছেন। আপনার আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে ,এই আশা রাখি। আপনার জন্য শুভকামনা রইল ম্যআম।এই প্লাটফর্মে স্বচ্ছ ও পরি‌শ্রমি ব্যক্তির বিকল্প নেই।এই প্লাটফর্ম কে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার মত মেধাবী ও সৎ ব্যক্তির খুব ই প্রয়োজন বলে আমি মনে করি।যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে , দেখা হবে বন্ধু দেখা হবে বিজয়ে।।।
অনেক অনেক শুভকামনা রইল ম্যাম। ভালো কিছু ই হবে। ইনশাআল্লাহ।

 last year 

আমরা খুব খুশি যে আপনি নভেম্বর মাসের জন্য স্টিম কিউরেটরের জন্য আপনার আবেদন জমা দিয়েছেন। আশা করি প্রতিবারের মত এবারও আপনার আবেদন মঞ্জুর হবে। Steemit প্ল্যাটফর্মে আপনার সততা প্রশংসার যোগ্য। ইনশাল্লাহ আমরাআশাকরি, প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ আবারো আপনাকে কিউরেটর হিসেবে নির্বাচিত করবেন। ম্যাডাম সর্বদাই আমাদের দোয়ার সাথেই আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

স্টিম প্লাটফর্মে আপনার যাত্রা আপনি শুরু করেছিলেন, যখন লকডাউনের সময় আপনার চাকরিটা চলে গিয়েছিল। ওই সময়টা থেকে আজ পর্যন্ত আপনি একজন ফুলটাইম ব্লগার হিসেবে এখানে কাজ করছেন। এটা জানতে পারে অনেক বেশি খুশি হলাম। কারণ আপনার মত একজন ম্যাম পেয়ে আমি অনেক ভাগ্যবান মনে করছি নিজেকে।

আপনি যেভাবে কঠোর পরিশ্রমের দ্বারা একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই টিম প্লাটফর্মের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা আপনার এই পরিশ্রমের মূল্য দেবে। কেননা সৎ ব্যক্তির যতই কষ্ট হোক না কেন, সততার সাথে যখন এগিয়ে যায়, তখন সে তার সাফল্য অর্জন করতে পারে।

স্টিম প্লাটফর্মের উদ্বোধন ও কর্মকর্তার কাছে আমি অনুরোধ করবো। আপনাকে আবারো সুযোগ করে দেয়ার জন্য। আপনি যেভাবে সঠিকভাবে কাজ করছেন, সেটা যেন আবারো করতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।🙏

 last year 

আপনি আবার ও কমিউনিটি কিউরেশনের জন্য আবেদন করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আশা করছি এবারও আপনি কিউরেটর হিসেবে নির্বাচিত হবেন।

এছাড়াও আপনি এই পোস্টের মাধ্যমে অনেক তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার স্টিমিয়ান হিসেবে পথচলা কবে শুরু হয়। আপনি ২০২০ সালের ১৪ই জুলাই লকডাউনের সময় এখানে কাজ করা শুরু করেন। আর এখনো পর্যন্ত আপনি এখানে ফুল টাইম ব্লগার হিসেবে কাজ করে যাচ্ছেন। আপনি এখানে আপনার নিজের যোগ্যতায় সফল হয়েছেন। আসলে আপনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। কিভাবে এখানে ধৈর্য সহকারে সৎ পথে থেকে কাজ করতে হবে তবেই সফল হওয়া সম্ভব।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে সকল আপডেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.037
BTC 98337.34
ETH 3416.22
USDT 1.00
SBD 3.42