পরিণতি (consequences)- আমার লেখা আরও একটি কবিতা(poetry)।steemCreated with Sketch.

in Incredible India11 months ago (edited)
20230708_233323_0000.png

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আজকে ফোনে কথোপকথনের সময়, আমার মাথাটা অপরপ্রান্তের কথা শুনে বেশ গরম হয়ে গেছিলো।
এরপর অজান্তেই বেশকিছু কথা পদ্য রূপে বেরিয়ে আসলো নিজের অজান্তেই।

এবার আপনাদের অনেকের নিশ্চই জানতে ইচ্ছে করবে, কি এমন কথা হয়েছিল? যার কারণে মাথা গরম।

তবে অবশ্যই যারা লেখাটি বা কবিতাটি পড়বেন! এখানে লেখা পড়ার, এবং সর্বোপরি লেখা বোঝার মানুষের বড়ই অভাব।

দেখুন কারণটা বিস্তারিত বলতে চাইছি না বিতর্ক এড়াতে, তবে এইটুকু বলতে পারি;
ভালো সাজার ভান মানুষের কাছে হয়তো করা যায়, কারণ মানুষ হয়ে অনেক সময় স্বজাতি চেনা দায়।

আগেও বলেছি সকলের বেড়ে ওঠা পৃথক পরিবেশে, আর পুঁথিগত শিক্ষার থেকেও দামী পারিবারিক শিক্ষা।

চিরকাল ভাগ করে খেতে শিখেছি, নিজের সম্পূর্ণতা বিনিময়ে কিছু পাবো এই আশা ছাড়াই দিয়ে দিয়েছি।

অনেকেই ভাবতে পারেন নিজের বড়াই করছি, কিন্তু আমার ঈশ্বর সত্যি, মিথ্যে জানেন কাজেই;
কারোর ভাবনায় আমার বিশেষ কিছু যায় আসে না।

  • আসলে একটা সত্যি হলো যে চোর, সে সামনের সবাইকে চোর সন্দেহ করে।

  • আবার যে ঠগ সে সকল মানুষকে সন্দেহের চোখে দেখে এবং ঠগ ভাবে।
    *আরো আছে, দেখবেন যারা কথায় কথায় মিথ্যে বলে, তারা অন্যের সত্যি বিশ্বাস করতে চায় না।

  • আরেক প্রকার যারা, অন্যের ক্ষতি সাধন করতে সবসময় বদ্ধ পরিকর, তারা কখনোই বিশ্বাস করবে না কেউ নিঃস্বার্থ ভাবেও অন্যের উপকার করতে পারে, এবং সেটা নিয়ে বড়াই করে বলে বেড়ায় না।

Pixabay

আমি একটা বিষয়ে এখন একেবারেই পরিষ্কার, আর সেটা হলো, ভালো মানুষ সাজা;
আর ভালো মানুষ হবার মধ্যে বিস্তর পার্থক্য আছে।

যেটা মানুষের সাথে চতুরামি করে পার পাওয়া গেলেও উপরে একজন আছেন তার কাছে থেকে রেহাই সম্ভব নয়।

তাই আজকের কবিতার নাম দিয়েছি পরিণতি।



পরিণতি

blur-1867402_1280.jpg

Pixabay

অন্তরাত্মার কথা জানেন অন্তর্যামী;
ছাড় নেই কারোর সে,
অন্য কেউ হোক বা আমি।
ক্ষতি সাধনের শিক্ষা,আমি পাইনি কভু;
ক্ষমা করো তাদের,
এই মানসিকতা যাদের প্রভু।

তব আশীষ পাথেয় আমার, ভয় নেই মোর প্রাণে;
দ্বিচারিতা স্বভাব যাদের, তারা কি সেসব জানে?

আত্মস্বার্থ চরিতার্থ কেবল যাদের স্বভাব;
বুঝবে কি তারা সম্পর্ক আর শূন্যতার অভাব!

তব চরণে ঠাঁই যেনো পাই..
ইহো জীবনে আর কিছু নাহি চাই।

পরিণতি দেখে যাবার সুযোগ..
মাগি প্রভু তব কাছে;
অন্যের অমঙ্গলের চিন্তা নিয়ে...
কারা, কোথায়, কেমন, কিভাবে বাঁচে!

কর্ম যদি সত্যি হয়, সময় সকল কথা কয়;
বড়াই করা মানবের দেখি,জায়গা কোথায় হয়।

শুদ্ধআত্মার কদর আছে আজও তোমার কাছে;
একবার শুধু দেখে যেতে চাই..
কলিযুগের শিশুপালেরা কেমন আছে?

আত্মার খবর তুমি রাখো প্রভু;
না ছিল লোভ, না হবে কভু!
এইটুকু গুন দিয়েছো তুমি...
তাহাই পাথেয় করে, ছাড়ি যেনো মাতৃভূমি।

question-mark-2492009_1280.webp

Pixabay

রেখেছি প্রশ্ন তোমার কাছে..
শিশুপালের শিরচ্ছেদ এযুগেও কী আছে?
উত্তরে তুমি দিয়েছো সুনামী, আমফান?
হারিয়ে গিয়েছে সেখানে শত শত প্রাণ!

হারিয়ে যাইনি যখন; দেখবো তখন..
বেশকিছু জনের পরিণতি আর কান্ড!
তোমার লাঠিতে নেইকো শব্দ...
হটাৎ করেই হবে সব লন্ড ভন্ড।

---সুনীতা দত্ত।

যারা পড়বেন, তাদের উদ্দেশ্যে মতামত জানতে চাইলাম। আশাকরি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

I9Ws6mn5yoT8JYcTf1.gif

Sort:  
 11 months ago 

একদম সঠিক কথাই বলেছে, পুঁথিগত শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা অনেক বড় ভূমিকা রাখে, আমাদের জীবন চলার পথে।

আর কবিদের মনে তো এভাবেই কবিতার জন্ম নেয়, যেভাবে আপনি একজনের উপর রাগান্বিত হয়ে আপনার মনে বেড়ে ওঠা এই সুন্দর কবিতা আপনি চয়ন করতে পেরেছেন।

আর এটা একেবারেই সঠিক যার মনে সন্দেহ আছে, সে তার সামনে থাকা সকল ব্যক্তিকে সন্দেহের চোখে দেখে। যে চোর তা সে তার সামনের ব্যক্তিকে চোর হিসাবে গণ্য করে এটাই আমাদের মানবজাতির ধর্ম হয়ে দাঁড়িয়েছে।

বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পরিণতি কবিতাটি যেখানে অনেক সুন্দর মেসেজ আপনি সকলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন

Posted using SteemPro Mobile

Loading...
 11 months ago (edited)

শিক্ষা জাতির মেরুদন্ড, তাই আমি বলতে চাই ,
পরিবার থেকে আমাদের যে শিক্ষিটি দেওয়া হয় এর সুখ প্রভাব পড়ে আমাদের জীবন চলার পথে । সত্যিই অসাধারণ কবিতা,
বাস্তব জীবন নিয়ে লেখা এই কবিতাটি
অন্তরের কথা জানে অন্তরজামি, যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তারা কখনোই সফল হয় না, যদিও সফল হয় ! ওপরে ওয়ালা তাকে ছেড়ে দেয় না।
আপনার জন্য শুভকামনা রইল,
দোয়া করি আপনার রাগ যেন সর্বদাই নিয়ন্ত্রণে থাকে।

 11 months ago 

আপনি একদমই ঠিক বলেছেন আসলে যে যেমন মানুষ সে ঠিক অন্য মানুষকেও তেমনই ভাবে। যারা ভালো তারা অন্য মানুষকে সবসময় ভালোভাবে আর যারা খারাপ তারা অন্য মানুষকেও খারাপ ভাবে। আবার এ কথাটাও সত্যি যে যারা নিস্বার্থভাবে মানুষের উপকার করে তারা কখনোই কাউকে বলে বেড়ায় না।

তবে আমরা যাই করি না কেন কেউ দেখতে না পেলেও একমাত্র উপরওয়ালা দেখতে পান।

সবশেষে বলবো আপনার কবিতাটি অনেক সুন্দর ছিল এবং কবিতার মধ্যে অনেক শিক্ষণীয় কথা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন দিদি।

@sduttaskitchen

"কর্ম যদি সত্যি হয়, সময় সকল কথা কয়
বড়াই করা মানবের দেখি,জায়গা কোথায় হয়।"

চিরসত্য কর্মের ফল সময় হলেই প্রকাশ পাবে। অনেক ভালো লাগলো আপনার লেখা এই সুন্দর পরিণতি কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65476.67
ETH 3385.24
USDT 1.00
SBD 3.18