এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

in Incredible India9 months ago (edited)
1000011026.webp

Pixabay

আজকে যে বিষয় নিয়ে আমার আপনাদের মাঝে আসা সেটি অতন্ত্য গুরুত্বপূর্ণ।

আমি সকল কমিউনিটির সদস্য সহ যারা এখানে নতুন যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে আজকে এই লেখাটি লিখছি।

কারণ, এই প্ল্যাটফর্ম কে অনেকেই নিজের ব্যবসা বানিয়ে তুলেছে, যেটা অনৈতিক।

কিছু বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আশাকরি তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

  • স্টিমিট প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে কোনো অর্থ লাগে না। এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে সম্ভব।
    কাজেই আপনাদের কাছ থেকে যারা ১৫০০-৭০০০ টাকা পর্যন্ত নিচ্ছেন তারা আপনাদের মাথায় টুপি পরিয়ে নিজেদের আত্মস্বার্থ চরিতার্থ করছেন।
    পাশাপশি নিজেরা এটাকে ব্যবসায় পরিণত করেছেন।
    এই ধরনের কাজ গর্হিত এবং নিন্দনীয়।

কত মানুষকে মিথ্যে রোজগারের স্বপ্ন দেখিয়ে এখানে আনা হয়েছে এবং এখনও চলছে।

আমাদের কমিউনিটির চীফ অ্যাডমিনকে বিষয়টি আমি জানাবো এবং আমার বিশ্বাস এই অনৈতিক এবং অসাধু কাজের উপযুক্ত ব্যবস্থা তিনি নেবেন।

  • এই প্ল্যাটফর্ম কখনোই কাউকে নির্দিষ্ট রোজগারের আস্থা দিতে পারে না।

  • এখানে ধৈর্য্য ধরে নিয়ম মেনে কাজ করলে সময়ের সাথে আস্তে ধীরে উপরে ওঠা সম্ভব।

  • কাউকে যদি কেউ স্টিমিট এ একাউন্ট খুলে দেওয়া, বিভিন্ন সফটওয়্যার কেনার ছলনায় টাকা দাবি করা হয়, তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করুন।

1000011027.webp

Pixabay

  • কোনো কমিউনিটি এই সকল বিষয় জানানোর পরেও যদি সেই অসাধু ইউজারদের লেখার অনুমতি দেন আমার কাছে সেটাও অন্যায় এর মধ্যেই সামিল।

আমার আজকে সকল বাংলা কমিউনিটির কাছে অনুরোধ দয়া করে এই অসাধু ব্যাক্তিদের পশ্রয় দিয়ে এই প্ল্যাটফর্মের নাম কুলষিত করবেন না।

খারাপ লাগা কাজ করে যখন, একদিকে দিনে সহস্র বার উপরওয়ালার নাম নিয়ে, মানুষ এই ধরনের প্রতারণা মূলক কাজে সামিল হন!

আজকে কত মানুষের কাছে ১৫০০-৭০০০টাকা উপার্জন একটি কষ্টসাধ্য বিষয়, তবুও সেই কষ্টের হাত থেকে মুক্তি পেতে তারা এই সকল ব্যাক্তিদের আশার আলো মনে করে বিশ্বাস করে নিজেদের সমস্ত পুঁজি দিয়ে দিয়েছেন!

এরপর হুমকি দেওয়া হয়েছে, কাউকে এই কথা যেনো জানানো না হয়, পাশাপশি এই কমিউনিটিতে পোস্ট করতে মানা করা হয়েছে!

আমি তাই আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সকলের যারা বাংলা বোঝেন কারণ কাজটি বাংলাদেশের একটি দল সংঘটিত করছে।

1000011028.webp

Pixabay

আমার তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আর সেটা হলো ঠকিয়ে উপার্জিত অর্থ কখনো থাকে না, সাথে আমার নজর সহ আমাদের চীফ অ্যাডমিন এর কাছেও বার্তা পৌঁছে দিয়েছি।
তাই সাবধান, আমার কমিউনিটির কোনো সদস্যদের হুমকি দেবার আগে ১০০ বার ভাববেন।

আমরা আপনাদের মত অন্যকে ভুল তথ্য দিয়ে প্রতারণা করি না।
আজকে মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, কারণ আমি সন্দিহান এরা মানুষের পর্যায় পড়ে কিনা আদপেও।

  • এরকম আর্থিক লেনদেনের কথা এখানে কেউ বললে আমাদের সাথে যোগাযোগ করুন।
    আমরা যথাযত ব্যবস্থা নেবো।

  • সাথে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তারা পোস্ট লিখুন নিজেদের সমস্ত বিষয় বিস্তারিত লিখে।

কারণ, ভবিষ্যতে যাতে এইরকম প্রতারণার স্বীকার অন্য কাউকে না হতে হয়।
এই সকল মানুষের বিচার এখানেই হবে এবং পরিণতি এতটাই খারাপ হবে, সারাজীবন পশ্চাতাপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না।

Cc:- @rme
@abuse-watcher

1000010907.gif

1000010906.gif

Sort:  

If you see abuse, report it.

I was surprised to hear this. Thank you for the alert and informative post.

এরকম প্রতারণার কথা আমি নিজেও শুনেছি। মানুষের সাথে প্রতারণা করে যদি ১ টা টাকাও আয় করা হয় এবং ঐ টাকা যদি ভোগ করা হয় তাহলে ঐ ব্যাক্তি কখনওই জান্নাতে যেতে পারবে না। যারা এরূপ প্রতারণা করে তাদের আমি নিজেও মানুষের কাতারে মনি করি না। এরা হলো মানুষ রূপি শয়তান। এই প্লাটফর্মে যে যেখানে খুশি কাজ করবে এটা যার যার ব্যাক্তিগত বিষয়। এখানে কেউ কাউকে একটি নির্দিষ্ট কমিউনিটি দেখিয়ে ঐখানে কাজ করতে মানা করতে বলার ক্ষমতা রাখে না। স্টিমিটে যত বড়ই ইউজার হোক না কেন সে হোক কমিউনিটি কিউরেটর কিংবা হোক SR তারও ক্ষমতা নেই কারও ব্যাক্তি স্বাধীনতাতে হস্তক্ষেপ করা যদি সেই ইউজার নিজে সৎ থাকে । কাজেই এসকল কাজ যারা করে তাদের প্রতি তীব্র নিন্দা রইল। এখানে আমাদের উচিৎ মিলেমিশে কাজ করা। কেননা একজনের সাথে প্রতারণা করে নিজে কখনও উপরে উঠা যায় না।

 9 months ago 

দিদি আমি আপনার সম্পন্ন পোস্টের সাথে একমত পোষণ করছি এবং এরকম মানুষদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত, এরা কাজের নামে মানুষকে ধোকা দিয়ে থাকে,,,
আমাদের সমাজে এমনও মানুষ আছে মাস শেষে কিছু টাকা জমিয়ে হয়তো নিজে কিছু শেখার জন্য ,টাকা দিয়েছিলো , খোঁজ নিলে এরকম অনেক পাওয়া যাবে, তবে একটা কথা আমরা জানি অন্যের হক মেরে কেউ কখনো বড় হতে পারে না,,,, আমি এডমিন দিদিকে ধন্যবাদ জানাতে চাই খুব সুন্দর একটা বিষয়ে তুলে ধরার জন্য নয়তো বা এরকম অনেক মানুষ প্রতারণায় ফাঁদে পা দিতে পারে।

 9 months ago 

আপনার সম্পূর্ণ লেখাটির সাথে আমি সহমত পোষণ করছি। আমাদের আপনজনের তালিকাভুক্ত করছে, তারপর স্বার্থ উদ্ধার করছে এরকম কিছু মানুষ।

স্টিমিট প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে কোনো অর্থ লাগে না। এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে সম্ভব।
কাজেই আপনাদের কাছ থেকে যারা ১৫০০-৭০০০ টাকা পর্যন্ত নিচ্ছেন তারা আপনাদের মাথায় টুপি পরিয়ে নিজেদের আত্মস্বার্থ চরিতার্থ করছেন।

  • নিঃসন্দেহে সঠিক এবং এটা প্রমাণিত। এখানে কোনো অর্থের প্রয়োজন নেই। এই আত্মস্বার্থ চরিতার্থ করা মানুষের জন্যই আজ কিছু সহজ-সরল মানুষ দিনের পর দিন প্রতারণার স্বীকার হচ্ছে।

কোনো কমিউনিটি এই সকল বিষয় জানানোর পরেও যদি সেই অসাধু ইউজারদের লেখার অনুমতি দেন আমার কাছে সেটাও অন্যায় এর মধ্যেই সামিল।

  • ১০০% সঠিক। কারণ অন্যায় যে করে ও যিনি সহ্য করেন দু'জনই সমান অপরাধী। ক্ষমাসুন্দর দৃষ্টি তাঁর প্রতি হওয়া যিনি না জেনে ভুল করেন।

  • আশাকরি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চিপ এডমিন মহোদয় বিষয়টি শক্ত হাতে সমাধান করবেন। কারণ তিনি ভালো মানুষের কাছে মহামানব কিন্তু অন্যায়ের প্রতি অনুরূপ কঠিন।

অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম, এই গুরুত্বপূর্ণ তথ্য লেখার মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 9 months ago 

ঘটনাটি অনেকটা হার্সাত মেহতার গল্পের মতো অনেকটা মিলে যায়, এমনকি আজকে সেই সময়ও এই রকমটাই মনে হচ্ছিল, যেখানে হার্সাত মেহতা সিস্টেমের ভুল গুলোকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করেছিলো আর এখন এক দল মানুষ, মানুষদের সরল মন আর বিশ্বাসকে নিজের পুঁজি বানিয়ে ফেলেছে। ভাবতেই অবাক লাগে যে কিভাবে সম্ভব এই রকমভাবে সরল মানুষদের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা!

ধিক্কার জানাই সেই সকল মহামানবদের যারা নিজের স্বার্থের জন্য অন্যের কষ্টকে পা দিয়ে পিষে আগে যায়।

Loading...

Ma'ma you have exposed a racket in Bangladesh who are extorting hard earned money from innocent people in an unethical and illegal manner. The matter should be brought to the notice of cyber crime branch of Bangladesh police so that such miscreants can't cheat anymore and get an exemplary punishment. At the same time people should also try to protect themselves from such fraud.

 9 months ago 

আমাদের উচিত যে আমাদের সাথে এরকম করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।। তা না হয় সে এরকম আরো অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এবং তার বিনিময়ে তারা কিছু পাবে না এটি অনেক বড় একটি অন্যায়।।।

আমি এই কথা শুনে হতভম্ব হয়ে গেছি যে স্টিমিট একাউন্ট খুলতে টাকা লাগে।। যে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সে কতটা চালাক মানুষ হতে পারে সেটা একটু ভাবার বিষয়।।।

যে টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়েছে হয়তো সে চালাক হতে পারে।। আর যারা টাকা দিয়েছে তারা কিন্তু বোকা না তারা হলো বিশ্বাসী।। আর এই বিশ্বাসের জন্য তারা তাকে টাকা দিয়ে একাউন্ট খুলেছে।।

 9 months ago 

সময়োপযোগী একটি বার্তা। এই প্লাটফর্মে যারা নতুন, তারা প্রথমত ব্যাপারগুলো সম্পর্কে না জানা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এখন অনেককিছুই ফ্রিতে শেখা সম্ভব, ইন্টারনেটে খোঁজ করলেই সব তথ্য পাওয়া যায়।তাই বলছি, ঠকার আগের একবার হলেও ইন্টারনেট নামক বইয়ের পাতা উল্টিয়ে দেখবেন।

 9 months ago 

অন্য একজনকে ঠকিয়ে হয়তোবা কিছুদিন ভালো থাকা যায়। আর সে অন্যের টাকায় ঘুরে ফিরে দিন পার করা যায়। কিন্তু সেই সুখের দিন বেশি দিন থাকে না। এই কথাটা হয়তোবা উনাদের মাথায় নেই।

যারা এমন কাজ করছে,, বা করার চিন্তাভাবনা করছে। তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কেননা যেখানে একাউন্ট করতে এক টাকার প্রয়োজন হয় না। সেখানে কিভাবে 1700 থেকে 7000 টাকার পর্যন্ত দাবি করে। এটা এক ধরনের অন্যায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, বিস্তারিত বিষয়গুলো আপনার পোস্টে উল্লেখ করার জন্য। অবশ্যই সবাই সতর্ক হওয়া উচিত,, এবং সতর্কতার সাথে এখানে কাজ করা উচিত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65432.88
ETH 3423.54
USDT 1.00
SBD 2.30