You are viewing a single comment's thread from:

RE: বর্তমানে খবর শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই।

in Incredible Indialast month (edited)

ৃআমি নিজে ছাত্র আন্দোলনকে সমর্থন করি এবং সবকিছু দ্রুত ঠিক হয়ে উঠুক এটাও চাই। তবে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো একদমই সমর্থন করি না।কারন এতে দেশ ও দেশের মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে।

অতি আবেগের বশবর্তী হয়ে এমন কোন কাজ করা ঠিক না যাতে ভবিষ্যতে নিজেরাই বিপদে পরতে হবে আর তাকে তখন সামাল দেয়ার মতো অবস্থা থাকবে না।এতে সাধারণ মানুষের কস্ট বাড়বে। মাঝখানথেকে লাভবান হবে হুন্ডি ব্যাবসায়ী , রাজনৈতিক দল ও কালো টাকার মালিকরা,যাদের সাধারণ মানুষের সাথে কোন যোগাযোগ নেই ।
সাধারণ মানুষ ডালভাত খেয়ে বাচতে চায়। ব্যাংকে টাকা না থাকলে ব্যগভর্তি টাকা নিয়ে বাজারে গেলেেও কিছু কিনতে পারবে না। তাই বাচতে হলে হুন্ডিকে না বলুন।

একশ্রেণীর মানুষ এটাকে উস্কাচ্ছে আরেক শ্রেণীর মানুষ এতে লাফাচ্ছে কিন্তু পরিনতি কি হবে সেটা চিন্তা করছে না।
দেশকে ধ্বংস করে কোব কিছুই করা উচিত না।

Sort:  
 last month 

বাংলাদেশ সরকার যদি পদত্যাগ করে তাহলে ঠিক আগের মতই ব্যাংকের মাধ্যমে হাজার হাজার প্রবাসী টাকা লেনদেন করবে যা আমি খবরে শুনেছি তারা চায় না এমন সরকার যে সরকার নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না প্রবাসীরা নিজের দেশ ছেড়ে হাজার মাইল দূরে এসেছে যেখান থেকে বাংলাদেশ উন্নতির দিক এগিয়ে যায় কিন্তু তাদের কোন চিন্তা না করে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ রেখে নিজের পরিবারের সাথে কথা বলা বিচ্ছিন্ন করেছিল ভবিষ্যতে আবারও এমন ঘটনা করবে না তার কোন নিশ্চয়তা নেই যার জন্য অনেক প্রবাসী এমন সরকার চায় না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58418.48
ETH 2515.89
USDT 1.00
SBD 2.36