You are viewing a single comment's thread from:

RE: শৈশবে মামার বাড়ি বেড়াতে যাবার কিছু স্মৃতিচারণ।

in Incredible India3 months ago

সবার ছোটবেলাতে মনে হয় মামার বাড়ি যাওয়ার এক আনন্দময় অভিজ্ঞতা। আপনারা পড়ছেন একটা সময় বের হয়ে যেতেন বিভিন্ন ধরনের নিমকি, মিষ্টি ইত্যাদি নিয়ে। হেটে ৪ কিলোমিটার জায়গা যাওয়াটা কষ্টকর কিন্তু মামা বাড়ি যাওয়া বলে কথা।
এরপর আমি তিন ঘণ্টার লঞ্চ জার্নি।
পৃথিবীর সব দিদিমার এই বোধ করে একই রকমের হয়ে থাকে।
আমার নানী ও আপনাদের দিদিমার মতই পথ চেয়ে বসে থাকতো। লেখা পড়ে মনে পড়ে গেল সেই সব দিনের কথা।
দাদুর সাথে বাজারে যেতেন। মেঘনার টাটকা মাছ নিয়ে বাড়ি ফিরতেন।
সত্যি বলতে এসব আমাদের স্মৃতি আজীবনের সঙ্গী।

Sort:  
 3 months ago 

বর্তমান সময়ে এগুলো শুধু স্মৃতি। যে দিনগুলি ফেলে এসেছি ঐ দিনগুলি আর কোনদিন ফিরে পাবো না। সেই আনন্দ এখন আর নেই। দাদুর সঙ্গে ঘুরে বেড়ানো মামাদের সঙ্গে ঘুরে বেড়ানো দিদিমার সঙ্গে লুডু খেলা দিদিমার সঙ্গে ঘুরে বেড়ানো যখন মনে হয় ভালো লাগে আবার সেই দিনগুলিতে ফিরে যেতে পারবো না বলে খুব কষ্ট লাগে। সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63396.97
ETH 2619.18
USDT 1.00
SBD 2.80