পজেটিভ চিন্তা নিয়ে আপনার লেখা এই পোস্টটা আসলেই প্রশংসার দাবিদার। মানুষ কে কবে কি বলেছিল এসব নিয়ে ভাবলে শুধু কস্টই পেতে হয়। তারচেয়ে ওই সব চিন্তা বাদ দিয়ে পরিশ্রম এর মাধ্যমে কিভাবে অন্যদেরকে ছাপিয়ে যাওয়া যায় সেই চিন্তা করা উচিত।
তাহলেই তাদের কথার প্রত্যুত্তর দেওয়া হবে।
আর আপনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে, অন্যের কাছে কি আছে সেটা নিয়ে না ভাবার।
এই জিনিসটা আমিও খেয়াল করে দেখেছি যে অনেক কিছু আমার প্রাপ্য ছিল কিন্তু আমি পাইনি। এই কথাটা আমি যতবার ভেবেছি ততবারই কষ্ট পেয়েছি। এখন আর এসব নিয়ে ভাবি না। আর তাতে ভালো আছি। মাঝে মাঝে মনে পড়ে না এমন না। কিন্তু ইগনোর করি।
সবসময় ভালো থাকুন এই দোয়া করি।
একটা কথা আমাদের সবার মাথায় রাখা উচিত। আমরা যদি কার কাছে কি আছে এটা চিন্তা করে বসে থাকি, তাহলে জীবনে কখনো এগিয়ে যেতেও পারবো না এবং সেই জিনিস অর্জন করতে পারবোনা। কারো কাছে কোন কিছু আশা করার চাইতে আল্লাহতালার কাছে আশা করাটা উত্তম। হয়তোবা আপনি সেই জিনিসটা পেয়ে তো একটু দেরি হবে। কিন্তু অবশ্যই সেটা পাবেন, যদি আল্লাহতালার কাছে সেটা চেয়ে থাকেন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।