গ্রামে স্বামীকে রেখে একা চলে আসাটা কস্টের এটা বুঝতে পারি।তার ওপর ঠাকুমার মতো মানুষগুলোও থাকেন। তাদের ছেড়ে আসতে খারাপই লাগে।
গ্রামে গেলে আমিও আপনার মতো করেই শাকসবজি নিয়ে আসি।ঢাকাতে এত টাটকা জিনিস পাওয়াও যায় না সাথে দামও আকাশ ছোঁয়া।
পুকুরে যে পানি দিতে হয় এই বিষয়টা আমার আগে জানা ছিলো না।
কয়েকদিন বাড়ির বাইরে থাকলে ফেরত এসে সব পরিস্কার করাটা আসলেই বিরক্তিকর।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গ্রাম থেকে ফেরত আসার গল্প আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালো থাকবেন।
আপনি ঠিকই বলেছেন। স্বামীকে একা রেখে চলে আসাটা সত্যিই খুব কষ্ট। আসলে ঠাকুরমার অনেক বয়স হয়েছে উনাকে ছেড়ে থাকতে ভালো লাগে না। ঠিকই বলেছেন আমাদের এখানেও শাকসবজির খুব দাম। হ্যাঁ দিদি পুকুরের জল শুকিয়ে গেলে পুকুরে জল দিতে হয়। আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।