You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest of May#2| Significance of Education!
শিক্ষা নিয়ে আপনি খুব চমৎকারভাবে আপনার মতামত প্রকাশ করেছেন। শিক্ষা আসলেই দুই প্রকার, একটা পুথিগত আর অপরটি ব্যাবহারিক।
আমরা আমাদের মায়ের কোল থেকে শিক্ষালাভ করতে শুরু করি আর সেটা চলতে থাকে আমৃত্যু। এই দুটি শিক্ষাব্যবস্থাই আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমেই আমরা আরও ভালোভাবে সবকিছুকে নিজেদের কাজে লাগিয়ে জীবনকে আরো উন্নত করে তুলতে পারি। আপনার সাথে আমিও একমত যে, এটা একটা never ending process।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
আমাকে মেনশন দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও খুব শিগগিরই এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করবো।
এমন অনেক মানুষের সাথে আমার আলাপ আছে যাদের কোনো পুঁথিগত শিক্ষা নেই, এমনকি তারা নিজেরা নিজেদের নাম লিখতেও জানে না। কিন্তু তবুও তারা ব্যবহারিক শিক্ষার দৌলতে কর্মজীবনে যথেষ্ট সাফল্য লাভ করেছে। ধন্যবাদ আমার কনটেস্ট পোস্ট চমৎকারভাবে পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।