You are viewing a single comment's thread from:

RE: A trip to the hilltops and tea plantations is a different experience || পাহাড়ের চূড়ায় এবং চা বাগানে ভ্রমণের এক অন্যরকম অনুভুতি

in Incredible India3 months ago

চা বাগানের মাঝে হারিয়ে যাওয়ার একটা আলাদা শান্তি আছে। আমার কাছে মনে হয় যে চা বাগান এ গেলে মন যতই অশান্ত থাক না কেন শান্ত হবেই।
চা বাগানের ঘন সবুজ পরিবেশটাই এমন যে যতই ক্লান্তি থাক না কেন নিমেষে দূর হয়ে যায়।
আমরা আগে প্রতিবছর শ্রীমঙ্গলে যেতাম চা বাগানে ঘুরতে।
আর আমার কাছে মনে হয় বৃষ্টির দিন ভালো করে শুরু হওয়ার আগে চা বাগানে ঘুরতে যাওয়াই সবচেয়ে ভালো। যদিও বৃষ্টির সময় চা বাগান৷ আরো সবুজ হয়ে দেখতে খুব সুন্দর হয় হয়। কিন্তু এ সময়টাতে জোকের উৎপাতও বেড়ে যায়।
আপনার চা বাগানে তোলা ছবিগুলো চমৎকার হয়েছে।
ভালো থাকবেন সব সময়।

Sort:  
 3 months ago 

একদমই সঠিক কথাই বলেছেন যতই মন অশান্ত থাকুক না কেন, মনকে প্রফুল্ল করার জন্য চমৎকার এই সবুজ শ্যামল প্রকৃতি চা বাগানে গেলে ভালো লাগবেই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68643.84
ETH 3277.52
USDT 1.00
SBD 2.67