You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা - নালিশ (Poetry- Complain!)

in Incredible India2 months ago

এটা হয়তোবা আমাদের জন্মগত স্বভাব, যে-ই আমাদের ইচ্ছের বিরুদ্ধে কথা বলবে সেটা যত ভালো কথাই হোক না আমাদের খারাপ লাগা শুরু হয়।

অথচ একটু ভালোভাবে চিন্তা করলেই সত্যিটা আমাদের সামনে এসে পরে।আমার মতে সামনাসামনি নালিশই হোক আর সমালোচনা যেটাই বলি না কেন সেটা আসলে শুভাকাঙ্ক্ষীরাই করে থাকেন। আর যারা পেছনে কথা বলে তারা মন থেকে হয়তোবা ভালো চায়না কিংবা কখনো কখনো সাহসও পায়না।তবে সামনে কথা বলা আমি ব্যাক্তিগতভাবে পছন্দ করি সেটা যাই হোক না কেন।
আর কেউ চলে গেলে তার প্রতি আমাদের সন্মান বেড়ে যায় এটা ছোট থেকে দেখে আসছি।পরে যে পরিমান কুম্ভিরাশ্রু প্রদর্শন করে তার সামান্য অংশ যদি আগে করতো তাহলে সেই মানুষটা খুশি হতো।
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই দেখেছি, কয়েক বছর মা ছেলের জন্য অপেক্ষা করেছে কিন্তু তার সময় হয় নাই।কিন্তু সে চলে যাওয়ার পরে ছেলে একদিনের মাঝে দেশে চলে আসতে পারে টিকেট কেটে।
আপনার লেখা কবিতাটা মন ছুঁয়ে গেল।

ভালো থাকুন সবসময় এই প্রার্থনা করি।

Sort:  
 2 months ago 

শিক্ষার বেশিরভাগটাই তো বাস্তব জীবন থেকে পাওয়া, এই পৃথিবীতে সর্বত্রই এই দৃশ্য চোখে পড়ে, এবং সেই কারণেই বোধহয় বৃদ্ধাশ্রমের আবির্ভাব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

রিপ্লাই দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69828.11
ETH 3825.90
USDT 1.00
SBD 3.55