You are viewing a single comment's thread from:

RE: আজ ভুত চতুর্দশী - বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

in Incredible India8 months ago (edited)

'সকলের আলমারিতে বন্দী থাকে জামাকাপড় আর আমার আলমারি ভর্তি স্মৃতিতে'। এই কথাটা হয়তো আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য।আমার মাকে দেখতাম তার বৃদ্ধ বয়স পর্যন্ত তার ছোটবেলা থেকে শুরু করে সবকিছু নিয়ে স্মৃতিচারণ করতে। আবার একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কখনো এসব স্মৃতি আমাদের হাসায় ,আবার কখনোবা কাঁদায় ।
আমার ছোটবেলা থেকে বিয়ের আগে পর্যতো কালীপুজোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সন্ধ্যায় আলো জ্বালানো হতো ঘরে ঘরে। সন্ধ্যা থেকে তারাবাতি ,বাজি ,পটকা ,হাওয়াই (আমরা এই নামেই ডাকতাম )ছুটানো হতো আকাশে। এরকম হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুজোর সাথে।
অনেক কিছুই মনে পরে গেলো আপনার লেখা পরে। ধন্যবাদ পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবার জন্য।ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57544.69
ETH 3114.34
USDT 1.00
SBD 2.42