Better Life With Steem | The Diary game | 3rd August |একজন মা হিসেবে ছেলেকে নিয়ে গর্ববোধ করার মতো একটা দিন।

in Incredible India2 years ago
শুভেচ্ছা সবাইকে।আশাকরি সবাই ভালো আছেন।আমি আজকে গতকাল মানে 3rd August সারাদিন কি করেছিলাম সেটাই বলবো।সকালটা ছিলো কিছুটা বৃষ্টিভেজা।সকালে ওঠে সময় থাকলে আমি বারানদায় যেয়ে খানিকটা সময় দাড়াই।এখানে আমার কয়েকটা টব রাখা আছে। যেগুলোর মাঝে পাতাবাহার আর ফুলগাছ আছে। রাতে বৃষ্টি হয়েছিলো যার কারনে গাছও তার পাতাগুলি ছিলো ভেজা ভেজা।সাথে দুই একটা টবে পানিও জমে ছিলো।আমি বারান্দায় যেয়ে প্রথমেই সেই টবগুলো থেকে পানি ফেলে দিলাম কারন মনের মাঝে কিছুটা ভয় ঢুকে গেছে। চারপাশে সবারই ডেংগু হচ্ছে। হসপিটালগুলোতে বেড পাওয়া যাচ্ছে না। ডেংগু পেশেন্টে ভরে গেছে। মশার কামড় থেকেই এই রোগ হয় আর এই ডেংগু মশা জন্মায়,পরিস্কার পানিতে।একারণেই এই টবে জমে থাকা পানি ফেলে দেয়া।

2023-08-04 at 18.12.17.jpg

এরপরে দ্রুত হাতে রুটি আর ভাজি করলাম সাথে চা।ছোট ছেলে নাস্তা করে স্কুলে চলে গেল।স্কুল পাশেই যার কারনে আমাকে ওদের স্কুলে যাওয়া নিয়ে তেমন নিয়ে ভাবতে হয় না।এরপর আমিও ওর বাবার সাথে নাস্তা করে নিলাম।সে অফিসে চলে গেলে দুপুরের রান্নাও শেষ করে নিলাম। আমি সকাল বেলাতেই রান্না শেষ করার চেষ্টা করি করি দুটো কারনে।এক,আগেভাগে রান্না শেষ হয়ে গেলে সারাদিন এর জন্য ঝামেলা শেষ হয়ে যায়। আরেকটা কারন হলো আমার সাহায্যকারী আসার আগে রান্নাঘর ছেড়ে দিকে ও সবকিছু পরিস্কার করে রান্নাঘর গুছিয়ে চলে যেতে পারে।রান্না শেষ করে গোসল করে ছেলেদের সাথে দুপুরের খাবার খেয়ে নেই। কিছুক্ষন বই পড়ি।

2023-08-04 at 08.31.29.jpg

এরই মাঝে বড়ো ছেলে এসে তাগাদা দিয়ে যায় যে তাড়াতাড়ি যেন রেডি হই আমি।কারন বিকেলে ওর গ্রাজুয়েশন সেরেমনি।ও এবার এ 'লেভেল পরীক্ষা দিয়েছে। প্রতিবছরই ওদের স্কুল থেকে ও'লেভেল আর এ'লেভেল যারা কমপ্লিট করে তাদেরকে নিয়ে বড়ো করে একটা অনুষ্ঠান করে।এবার ওদের স্কুল প্যান প্যাসিফিক এ অনুষ্ঠান এর আয়োজন করে।আমিও এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম অনেকদিন।একটু আগেই বের হয়ে যাই কারন পরে গাড়ি রাখার জায়গা নাও থাকতে পারে।

2023-08-04 at 08.31.32.jpg

সেখানে যেয়ে অনেক এর সাথেই দেখা হয় যাদের সাথে দীর্ঘ দিন দেখা হয় না।আগে যখন বাচচারা ছোট ছিলো তখন প্রতিদিনই দেখা হত স্কুলে। আমরা স্মৃতিচারন করতে থাকি সেসব দিনের।সবার চোখে মুখে তাদের সন্তানকে নিয়ে আনন্দ দেখা যাচ্ছিলো। একে একে সবাই মন্চে উঠে স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে আর এর ফাকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।

2023-08-04 at 08.58.39.jpg

এরই মাঝে এক ফাকে আমরা খাওয়ার জন্য ওপরে চলে যাই। স্কুল কর্তৃপক্ষ আমাদের সবার জন্য বাফেট খাবার আয়োজন করেছিলো। ছোট ছেলেটাকে কিছুটা মিস করছিলাম কারন শুধুমাএ প্যারেন্টসদেরই আমন্ত্রণ জানিয়েছিল স্কুল থেকে। সবার সাথে গল্প করতে করতে রাত সাড়ে এগারোটা বেজে যায়। তারপর সবাই একে একে বের হতে থাকে।আমরাও পরিচিতদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসি।রাত থাকায় রাস্তা ফাঁকাই ছিলো কিছুটা। বাসায় আসতে আসতে প্রায় বারোটা বেজে যায়। তারপর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পরি।এভাবেই কেটে গছে আমার গতকালের দিনটা।

 2023-08-04 at 08.37.14.jpg

-ছবিগুলো হুয়াট্স আ্যাপ দিয়ে ল্যাপটপে নিয়ে পোস্ট করেছি



Thank You So Much For Reading My Blog
Sort:  
 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে

সত্যি বলেছে ছেলে মেয়ে কিছু অর্জন পিছনে সবচেয়ে বড় ভূমিকা টা হলো বাবা মা, আর এই আনন্দ টা বাবা মায়ের। আপনার জন্য রইল শুভ কামনা

 2 years ago 

@karobiamin71(58)
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন এই শুভকামনা রইলো

 2 years ago 

@sayeedasultana অসাধারন পোস্ট সন্তান হলো পিতা-মাতার দর্পনস্বরূপ তাদের সাফল্যের ই পিতা-মাতা কে দেখে সারা বিশ্ব।মা ও ছেলের জন্য শুভকামনা রইল । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

@sairazerin(51)আপু,
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন এই শুভকামনা রইলো

Loading...
 2 years ago 

আপনার ছেলের সাফল্য মানেই আপনার সাফল্য।এত কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আজকে সে নিজেদের একটা জায়গায় নিয়ে যেতে পেরেছে। এটা দেখে হয়তো বা আপনার বুক গর্ভে ফুলে উঠেছে।

যাইহোক অনুষ্ঠানে গিয়ে আপনারা অনেক মজা করেছেন। সবাই মিলে অনেক আনন্দ করেছেন। অনেকের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 2 years ago 

@rubina203(64)
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷ ভাল থাকবেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে

সত্যি বলেছে ছেলে মেয়ে কিছু অর্জন পিছনে সবচেয়ে বড় ভূমিকা টা হলো বাবা মা, আর এই আনন্দ টা বাবা মায়ের। আপনার জন্য রইল শুভ কামনা

 2 years ago 

@karobiamin71(58)
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন এই শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106919.61
ETH 3870.32
USDT 1.00
SBD 0.57