হারিয়ে যাওয়ার পথে ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী সারি গান।

in Incredible Indialast year (edited)
লোকসংগীত কোনকালেই তেমন একটা ভালো লাগে না আমার। হাতে গুনা কয়েকটি গান ভালো লাগে।যারি -সারি গানের নাম শুনেছি কিন্তু কোনটা যারি বা সারি গান কেমন হয় শুনতে কোনদিনও জানার চেষ্টা করি নাই।কদিন আগে কোক স্টুডিও এর একটা গান চোখে পরলো যার ভিউ ৫০ মিলিয়ন প্লাস।দেখে কিছুটা আগ্রহী হয়েই শুনলাম।

আরে হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে।
হায়রে আামরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া


pixabay

কথাগুলো শুনতে আমার কাছে কিছুটা অদ্ভুত লাগলেও ভালো লাগলো। নিচে লেখা দেখলাম সারি গান।আর এভাবেই এই গান সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয়।যার কারনে এই গান সম্পর্কে কিছুটা ভালো করে জানার চেষ্টা করি।আর সেখান থেকেই জানতে পারি যে, পনের শতকেরও আগে এই গানের উদ্ভব হয়।

প্রাচীন বাংলা সাহিত্য চর্যাপদেও এই 'সারি' শব্দটার দেখা পাওয়া যায়। আবার পনের শতকের আরেক লেখক বিজয়গুপ্তের পদ্মপুরাণেও একাধিক বার এই সারি গানের উল্লেখ আছে। পরবর্তী কালে মোগল আমলে এই গানের আরো প্রসার ঘটে। এই সময়ে মোগল নৌসেনাদের অনুকরণে গ্রামবাংলার বিভিন্ন জায়গাতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময়ে মাঝিরা এই গানকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তুলে।


pixabay.

আগে মানুষজন ব্যাবসা বানিজ্য কিংবা দূরে কোথাও যাওয়ার জন্য মূলত নদীপথ ব্যাবহার করতো। আর একারনে সেইসময় মাঝদের বাড়িঘর ছেড়ে নদীপথে কিংবা বিভিন্ন হাওরে অনেক সময় কাটাতে হতো। তখন মাঝিরা ক্লান্তি দূর করার জন্য ও প্রিয়জন থেকে দূরে থাকার কস্ট ভুলে থাকার জন্য এই গান গাইতো।মূলতঃ চিত্তবিনোদনের জন্যই এই সারি গান গাওয়া হতো। যার কারনে অনেকে এই গানকে মাঝিমাল্লার গানও বলে থাকেন।


pexels

তবে এই গান মুলত পুরুষদের গান হলেও কিছু কিছু সময় মেয়েরাও অংশ নিয়ে থাকেন। এককভাবে এই গান গাওয়া হয় না। এই গানে একজন বয়াতি থাকেন। আর সেই মূল গানটা গায়, আর ফাঁকে ফাঁকে তার দোহার সমবেত কন্ঠে গান গেয়ে বয়াতিকে সামান্য সময়ের জন্য বিশ্রামের সুযোগ করে দিয়ে থাকে।
এই গান তালপ্রধান গান।দ্রুত ও ধীরে এই দুই লয়েই গাওয়া হয়ে থাকে।যেমন যখন নৌকা বাইচের সময় দ্রুত লয়ে গাওয়া হয় আবার যখন মাঝিরা নৌকা বাইতে থাকেন তখন ধীর লয়ে গাওয়া হয়। এই গানে ঢাক,ঢোল,করতাল,মন্দিরা প্রভৃতি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে।


pixabay

আগে বর্ষার সময়ে নেএকোনা,কিশোরগঞ্জ,ময়মনসিংহ, ঢাকা, চলনবিল, বরিশাল ইত্যাদি অন্চল এই সারিগানের ঝংকারে নেচে উঠতো। কিন্তু এই গানের সেই জৌলুশ এখন হারিয়ে যাওয়ার পথে। গ্রামবাংলার অনেক লোকসংগীতের মতোই এই গান এখন বিলুপ্তির পথে যাএা করছে।আশা করি আবার এই গান তার পূর্বের সেই জৌলুশ ফেরত পাবে।


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Sort:  
Loading...
 last year 

কিছুদিন আগেই ইউটিউবে যখন আমি ঘুরাঘুরি করছিলাম। তখন আপনার পোস্টে উল্লেখিত এই গানটি আমার সামনে চলে আসে। আসলে গানটি আমি খুব মনোযোগ সহকারে শুনেছিলাম। গানের কথা গানের সুর অসম্ভব সুন্দর আসলে,, এই গানগুলো বর্তমানে দেখাই যায় না।

আমি নিজেও জানতাম না এগুলাকে সারি গান বা মাঝে-মাল্লার গান বলা হয়ে থাকে। আজকে আপনার পোস্ট করার পর জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের,,,, ঐতিহ্য থেকে এই গান গুলোকে আবারো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 last year 

@sayeedasultana

আপু, আপনার দেশের নামের hash tag সম্পাদনা করে দিন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70