দীপাবলির স্মৃতি

in Incredible India8 months ago (edited)
আজকে সকালে ইনক্রেডিবল ইন্ডিয়ার এক সদস্যের একটা লেখা চোখে পরলো যে, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড়ো মহাশ্মশানে দীপাবলি।এটা দেখার পরে একই সাথে দুটো অনুভুতি মনে আসলো। প্রথমেই আসলো টুকরো টুকরো হাজারো স্মৃতি আর সেই সাথে একটা খারাপ লাগা যে ,গতকাল সন্ধ্যায় আমার বাবার বাড়ির এলাকায় থাকার পরেও বাড়িতে না যাওয়ার কারনে দীপাবলির উৎসব মিস করলাম। আগে সারাবছরই একধরণের অপেক্ষায় থাকতাম যে , কবে রথযাত্রা, দুর্গাপূজা কিংবা কালিপুজা শুরু হবে।এর মাঝে সবচেয়ে বেশি প্রিয় ছিলো দীপাবলি আর এই জিনিসটা আমি বিয়ের পরে থেকে মিস করি।কারন বিয়ের পরে বোধকরি একবারই আমার বাবার বাড়িতে ছিলাম।

pexels.

আমার রুমের পাশেই এক শতবর্ষী পুরোনো কালীমন্দির ও এর সাথে লাগোয়া একটা ঘর ছিলো। ছোটবেলা থেকেই শুনেছি এক ঝড়ের রাতে ভেঙে পরেছিলো। এখনো অবশ্য দুইপাশে আরও দুটো ঘর আছে।কিন্তু কালেভদ্রে মানুষ থাকে।আমরা যদিও বাগান বলতাম কিন্তু আদতে সেটা ছিলো একটা পোড়োবাড়ি।
এখন মাঝে মাঝে ভাবি ওই পোড়োবাড়ির পাশে থাকতে তখন একটুও ভয় পেতাম না কিন্তু এখন থাকতে গেলে ভয় লাগতো।এই ভাঙা মন্দির এর পূর্বদিকেই ওই বাড়িরই আরেকটা কালীমন্দির রয়েছে যেখানে এখনো নিয়মিতই পূজাই হয়।আবার আমাদের বাড়ির একটা বাড়ি পরেই কয়েকশত বছরের পুরনো ছনের ঘর আকৃতির মন্দির রয়েছে। সেখানেও নিয়মিত কালীপূজা হয়। এরকমভাবেই আমাদের বাড়ির পাশে বেশ কিছু কালীমন্দির রয়েছে।

pexels

যতটা মনে পরে মাসখানেক আগে থেকেই দেখতাম বাশের মাথায় প্রদীপ জ্বালানো হতো প্রতিদিনই।দীপাবলির কদিন আগে থেকেই দেখতাম মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতো সবাই। এর মাঝে যে দেবতা থাকতো এমন না মুক্তিযুদ্ধা থেকে শুরু করে যার যা মন চাইতো সবই বানাতো।দীপাবলির দিন ঘাস, পাতাবাহার, ফুল দিয়ে সেসব সাজানো হতো।

pexels

আর সন্ধার দিক দিয়ে সেই ভাঙা মন্দির থেকে শুরু করে প্রতিটি বাড়ি সেজে উঠতো আলোতে আলোতে ।কোথাও মোম আবার কোথাও বা মাটির প্রদীপে। সেই সাথে বাজি,পটকা, হাওয়াই বাজি, শিউলি ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ঢোলের বাড়ি সবকিছু মিলিয়ে অন্য রকম একটা আবহ তৈরি হতো। আমরা সবাই মিলে ছাদে উঠে এসব উপভোগ করতাম মনের মাঝে কিছুটা ভয় নিয়ে। কারন মাঝে মাঝে আধপোড়া হাওয়াই এসে পরতো আশেপাশে।
তখন আমাদের মাঝে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। একধরণের ধোয়ায় আচ্ছন্ন হয়ে যেত চারপাশটা।মনে মনে এটাও ভাবছিলাম যে ,এখন হয়তো আর আগের মতো শুধু হাওয়াই বাজি হয় না। এখনতো কথায় কথায় আতশবাজি হয়। সেই দিনগুলো এখনো মিস করি।গতকাল একটা সুযোগ ছিলো কিন্তু না জানার কারনে মিস করে গেছি। তারপরও প্রতি বছরের মতোই নিজেকে সান্তনা দেই যে ,সামনের বছর যাবো ইনশাল্লাহ।

pexel


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Sort:  
 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দীপাবলির স্মৃতি বিজড়িত দিনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলেই ছোট বেলায় যে ভাবে আনন্দ ভাগাভাগি করতাম। এখন তা নেই বললেই চলে। আপনার ঘরের পাশে ই কালি মন্দির ছিল আর এই দিনে প্রদীপ দিয়ে সাজিয়ে রাখতো ।আপনি এখন খুব মিস করেন।এটাই স্বাভাবিক আপু।আপু আমার বাড়ির নাম ই কালি বাড়ি। আমি ও ছোট বেলায় এই সব অনুষ্ঠান দেখে আসছি। শুভ কামনা রইল আপনার জন্য।

 8 months ago 

এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

Loading...

খুব ভালো লিখেছেন আপনার দীপাবলির স্মৃতি নিয়ে। সামনের বছর অবশ্যই যাবেন। নেক্সট টাইম মিস করবেন না।

 8 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবো যাবার।ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ আপনাকে দীপাবলির পুরানপুরাতন স্মৃতি গুলোকে আবারও নতুন করে দেয়ার জন্য। ছোট্ট বেলায় আমরা এদিন গ্রামের মন্দিরে মন্দিরে নারিকেলের মালায় মোমবাতি ধরিয়ে লাইটের মতো ধরে নিয়ে হেটে বেড়াতাম।বেশ মজার ছিল দিনগুলো।

 8 months ago 

এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 8 months ago 

দীপাবলি এর স্মৃতি নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে বেশ ভালোই লাগলো যেখানে আপনি পুরনো মন্দিরের কথা উল্লেখ করেছেন। খুবই সুন্দর করে পোস্টটি লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

@yousha4
এতো সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 8 months ago 

মুসলিম এলাকায় ছোট থেকে বড় হয়েছি, তাই দীপাবলি সম্পর্কে তেমন জানিতাম না। শুধু স্কুল বন্ধ থাকতো কালীপূজোয় সেটাই জানতাম, পরে বড় হয়ে রমনা কালীমন্দির এ প্রথম দীপাবলির জমজমাট অনুষ্ঠান দেখেছি। আপনার লেখা পড়ে আমার সেই স্মৃতি মনে পড়লো।

 8 months ago 

রমনা কালীমন্দিরেতো অনেক বড়ো করে দীপাবলির অনুষ্ঠান করা হয়। আমার যাওয়ার ইচ্ছে থাকলেও ভিড়ের ভয়ে যাওয়া হয় নাই কখনো।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57659.57
ETH 3030.07
USDT 1.00
SBD 2.26