হিউম্যান সাইকোলজির এক জটিল শাখার নাম প্যারা সাইকোলজি।

in Incredible India10 months ago
পাশের বাড়ির শিশির এমনিতে খুবই ভদ্র। আচরন এখনো অনেকটা বাচ্চাদের মতোই।মাকে না দেখলে অস্থির হয়ে পরে।উপর থেকে দেখলে বোঝার কোন ওপায়ই নেই যে, কোন সমস্যা আছে। যখনই দেখি তখনই কসট লাগে।বেচারার বৃদ্ধ মাকে দেখলে আরো বেশি কস্ট লাগে।শিশির সিজোফ্রেনিয়ায় ভুগতেছে।এমনিতে সবকিছুই ঠিক আছে কিন্তু কাল্পনিক বন্ধুদের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করে।তারা ওকে তাদের সাথে দেখা করতে দেশের বাইরে যেতে বলে। মাঝে একবার শুনেছিলাম যে শাহরুখ খানও নাকি ওর সাথে ফোনে কথা বলছে।


pixabay

যখন রেগে যায় তখন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়।আমার মাঝে মাঝে ভয় লাগে ওর মাকে নিয়ে যে, তাকে মেরে না ফেলে। আর ও মা ভয় পায় সে মারা গেলে ওকে কে দেখবে।মানুষ আমাকে সবসময়ই টানে।ভালো লাগে বিভিন্ন রকমের মানুষ দেখতে।আগে মানুষের ওপরের চেহারা দেখতাম কিন্তু এখন ওকে দেখার পর থেকে হিউম্যান সাইকোলজি সম্পর্কে আগ্রহ জন্মাচ্ছে।
বিশেষ করে প্যারা সাইকোলজি সম্পর্কে।সাইকোলজিরই একটা শাখার নাম প্যারা সাইকোলজি। এই শাখা মানুষের অদ্ভুত সব ক্ষমতা নিয়ে পর্যালোচনা করে। যেমন, অতৈন্দ্রীয় ক্ষমতা, টেলেপ্যাথিক যোগাযোগ,আগে থেকেই কোন কিছু ধারনা করা,বা ভবিষ্যৎ বলতে পারা, কোন জিনিস বা জায়গা স্পর্শ করে সে সম্পর্কে জেনে যাওয়া , একসাথে দুই জায়গায় অবস্থান,বা মৃত্যু স্পর্শ করে ফেরত আসা এমন অনেক কিছু গবেষণা করে।


pixabay

এটাও ঠিক যে প্রতিটা মানুষেরই ব্রেইনের ক্ষমতা অসীম। আমরা আমাদের ব্রেইনের মাএ ২০% ব্যবহার করতে পারি।আমরা চাইলেও সেখানে সবাই ঢুকতে পারিনা।আসলেই কি এমন কিছু মানুষ আাছে যারা প্রকৃতির আশীর্বাদপুষ্ট! নাকি এরা অভিশপ্ত। কারন মনে হয় ভবিষ্যৎ আগে জানাটা মোটেও ভালো কোন বিষয় বলে মনে হয় না। যদিও অনেক মনোবিজ্ঞানিই এটাকে মানতেই নারাজ যে আসলেই টেলেপ্যাথির মতো এমন কিছু আছে।

আবার এটাও শোনা যায় যে,২য় বিশ্বযুদ্ধের সময় যাদের টেলেপ্যাথি ক্ষমতা আছে এমন কিছু মানুষ নিয়ে সোভিয়েট ইউনিয়ন, ব্রিটেন,আর আমেরিকা নাকি পরীক্ষা চালিয়েছিলো।ওই সময় টেলেপ্যাথি মিলিটারি ইন্টেলিজেন্সে একটা বিশেষ জায়গা করে নিয়েছিলো আর তাদেরকে বলা হতো সাই এজেন্ট।


pixabay

আসলেই কি এমন কিছু মানুষ আছে যারা অন্যরকম।যারা অন্যের আত্বা দেখতে পারে,বলতে পারে অন্য মানুষের মনের কথা কিংবা অন্য মানুষকে চিন্তাকে বদলে ফেলতে পারে নিজের মতো করে কিংবা শুধুমাএ তারা তাদের মনের জোর দিয়ে একই সাথে দুই জায়গায় অবস্থান কর‍তে পারে।কে জানে হয়তো আছে আবার হয়তো নাই! কিংবা হয়তো পুরোটাই কাকতালীয়!


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Sort:  
Loading...
 9 months ago 

আপনাদের পাশের বাড়ির শিশির এর কথা জানতে পেরে আসলে খুব খারাপ লাগলো। আপনারা কখনোই বুঝতে পারেন না মানুষটা এমন। কিন্তু ওনাকে দেখতে দেখতে বুঝতে পারছেন,, আসলে উনি একটা রোগে আক্রান্ত,, উনি মাঝে মাঝে উনার বন্ধুদের সাথে কথা বলেন। যেটা কল্পনা ছাড়া আর কিছুই নয়।

আপনি বলেছেন এমন কি কোন মানুষ আছে,, যারা মানুষের মনের কথা বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে কিংবা একই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গার অবস্থান সম্পর্কে বুঝতে পারে। আসলে আমার কাছে মনে হয়,, এটা কাকতালিয়া ছাড়া আর কিছুই নয়। সৃষ্টিকর্তা যদি কাউকে এমন কোন ক্ষমতার অধিকারী দিত। তাহলে অন্য কথা,,, এটা আছে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ,, এমন একটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 9 months ago 

@rubina 203(66)
আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 9 months ago 

খুবই তথ্যবহুল একটি আলোচনা উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু। সাইকোলজি সম্পর্কে আগে থেকে একটু ধারণা পোষন করতাম, কিন্তু এর যে আরেকটি শাখা প্যারা সাইকোলজি এ সম্পর্কে একটুও ধারণা ছিল না৷ যা আপনার পোস্ট পড়ে বুজতে পারলাম৷

সবশেষে শিশিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি৷ সুস্থ হয়ে উঠুক শিশির৷

 9 months ago 

হিউম্যান সাইকোলজি সম্পর্কে আমিও কিছুই জানি না।এত জটিল এর প্রতিটি শাখাই।তবে আপনি পড়েছেন জ্রনে ভালো লাগলো।
সুস্থ থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64251.91
ETH 3494.19
USDT 1.00
SBD 2.54